কবর থেকে আসা গায়েবি আওয়াজের দাবিতে ছড়ানো এসব ভিডিও কতটা সঠিক?

Published on: March 13, 2023

কবর থেকে বেরিয়ে আসছে গায়েবি আওয়াজ- বিভিন্ন সময়ে একম ক্যাপশান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ভিডিও শেয়ার হতে দেখা যাচ্ছে। তবে এসব ভিডিওর ক্যাপশনের দাবির সাথে মূল বিষয়বস্তুর মিল পাওয়া যাচ্ছে না। কোনো ভিডিওতেই কোনো কবর থেকে ‘গায়েবি আওয়াজ’ শোনা যায়নি। ইসলামি ধর্মের অনুসারীরা কবর থেকে গায়েবি আওয়াজের বিষয়টি বিশ্বাস করেন। ধর্মপ্রাণ মুসলমানদের এই বিশ্বাসের সাথে প্রতারণা করতে গিয়ে এসব ভূয়া ভিডিও ছড়ানো হচ্ছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এসব ভিডিওকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

ছড়িয়ে পড়া এসব ভিডিওর কয়েকটিকে ফ্যাক্টওয়াচ টিম বিশ্লেষণ করছে এই প্রতিবেদনে।

ভিডিও ১

১০ মিনিট ২ সেকেন্ডের এই  ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, কবর থেকে বেড়িয়ে আসছে গায়েবী আওয়াজ!! 

এমন কয়েকটি ভিডিও দেখতে পারেন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ,এখানে, এখানে, এখানে, এখানে ,এখানে


ভিডিওতে দেখা যায় , পুরাতন একটি কবর খুঁড়ে মানুষের কংকাল থেকে গুনে গুনে হিসাব করে বিভিন্ন হাড় একটি বডি-ব্যাগে তুলে রাখছে দু’জন । পাশ থেকে অন্য একজন নির্দেশনা দিচ্ছিলেন। কথোপকথন থেকে অনুমান করা যায়, আইনশৃংখলা বাহিনীর উদ্যোগে পুরনো কবর থেকে এভাবে মৃতদেহের অবশিষ্টাংশ তোলা হচ্ছে।

১০ মিনিট ২ সেকেন্ডের কোথাও কবর থেকে কোনো আওয়াজ শোনা যায়নি। কথোপকথনেও এমন কোনো আওয়াজ নিয়ে কেউ আলোচনা করেনি।

ইসলামের কথা নামক একটি ফেসবুক পেইজেও ১০ মিনিট ২ সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করা হয়েছে তবে ভিডিওটির সাথে ভয়ংকর কিছু আওয়াজ সাউন্ডট্র্যাক হিসেবে যুক্ত করা হয়েছে। এছাড়া শেয়ারকৃত ভিডিওটিতে অন্য পার্থক্য চোখে পড়ে নি।

কোনো কোনো পোস্টে এই একই ভিডিওর ক্যাপশনে জানানো হচ্ছে, এলাকার চেয়ারম্যানসহ আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতিক্রমে ৮ বছর পরে কবর খনন, লাখো মানুষের ভীড়। তবে এ সম্পর্কে আর কিছু জানা সম্ভব হয়নি।

 

ভিডিও ২

৯ মিনিট ৫০ সেকেন্ডের এই ভিডিওর ক্যাপশন- কবর থেকে ভয়ংকর আওয়াজ আসছে। ভিডিওটি পাবেন এখানে

ভিডিওটিতে দেখা যায়, গ্রামের পথ ধরে কোনো একজন মানুষ হেঁটে যাচ্ছে, পাশ থেকে কেউ একজন রেকর্ড করছেন । এক পর্যায়ে স্থানীয় কিছু শিশুকে দেখতে পাওয়া যায়। তারা দাবি করে, সামনে একটা কবর আছে আর সেখান থেকে আওয়াজ আসছে।

কথিত কবরটির সামনে নাটকীয়ভাবে ভিডিওর ন্যারেটর উপস্থিত হয়। তারপর সেখানে কবর থাকা নিয়ে প্রথমে সন্দেহ প্রকাশ করা হলে সেটি খোঁড়ার পর কিছু ছোট ছোট গাছের ডাল আড়াআড়িভাবে দৃশ্যমান হয়। কবরে সাধারণত মোটা বাঁশ কোণাকুণি বা আড়াআড়ি রাখা হয়, কিন্তু ভিডিওতে কবরের উপরে আড়াআড়ি কিছু কাঠি রাখা ছিল। ফলে এটি যে ইসলামী বিধিমতে কোনো কবর নয়, এই ধারণা বদ্ধমূল হয়।

যাই হোক, এই কবরটি খোঁড়ার পর কাফনের কাপড়ের ভেতরে ব্রাজিল ফুটবল দলের হলুদ জার্সি পরে এক যুবককে শুয়ে থাকতে দেখা যায় ।  এ সময় উপস্থিত এক দর্শক মন্তব্য করে ব্যক্তিটিকে তিনি চেনেন । অপরদিক থেকেও আরো কয়েকজন এসে মন্তব্য করেন , লোকটি “বাটপার” কারণ খেলায় আর্জেন্টিনা হারবে বলে বাজি ধরায় বাজিতে তিনি হেরে যান। পরবর্তীতে বাজির টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় এখানে এভাবে আত্মগোপন করে ছিলেন।

উল্লেখ্য , গত ডিসেম্বরে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। এরপর আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দী ব্রাজিলের সমর্থকদের গর্তে আত্মগোপন করার পরামর্শ দিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মশকরা করতে থাকেন। এই ভিডিওটি সেই ট্রল এর অংশ বলেই প্রতীয়মান হচ্ছে।

ভিন্ন অ্যাংগেল থেকে রেকর্ড করা একই ঘটনার ভিডিও দেখুন এখানে

এখানকার ক্যাপশনটি আরো চমকপ্রদ। লেখা হয়েছে- কবর থেকে বেরিয়ে আসছে গায়েবী আওয়াজ, এক মাস পরেও লাশ হলো জীবিত, সব আল্লাহর খেলা।…..

কথিত কবরের মধ্যে সবুজ রঙের প্লাস্টিকের পাইপও দেখা গিয়েছিল এক পর্যায়ে। অর্থাৎ ব্রাজিল সমর্থক অভিনেতা এখানে কোনোভাবেই মৃত্যুবরণ করেননি, বরং কবরসদৃশ গর্তে লুকাতে গিয়ে শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা রেখে দিয়েছেন। কবরে কখনোই এমন জিনিস দেখা যায় না। ফলে এই কবর থেকে কোনো মৃতের জীবিত হওয়ার প্রশ্ন অবান্তর। এ এছাড়া ভিডিওতে কোনো গায়েবি আওয়াজও শোনা যায়নি। এটি মূলত একটি ট্রলের অংশ, যেটি ব্যবহার করে পরবর্তীতে কিছু লোক মানুষকে বিভ্রান্ত করছে।

ভিডিও ৩ 

২২ সেকেন্ডের এই ভিডিওর ক্যাপশন: হঠাৎ কবর থেকে আওয়াজ আসছে আল্লাহ আল্লাহ 🤲🤲 আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও 😥😥🤲🤲

ভিডিওটি Mohammad Hafizul নামক একটি আইডি থেকে শেয়ার হয় এবং সেখানে একটি কবরকে চিহ্নিত করে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে এবং যান্ত্রিক আওয়াজের সাথে আল্লাহ আল্লাহ শব্দটি বার বার শোনা যাচ্ছে । ভিডিওটি দেখে নিন এখানে

এই ভিডিওতে কবরের আশেপাশের লোকদের কথাবার্তার কোনো আওয়াজ শোনা যায়নি ।  যান্ত্রিক শব্দমিশ্রিত আল্লাহ আল্লাহ ধ্বনির যে মিশ্রণ শোনা যাচ্ছে, সেটাকে পরবর্তী সময়ে যোগ করা সাউন্ডট্র্যাক বলেই প্রতীয়মান হচ্ছে ।

এছাড়া, কবরের মধ্যে শূন্যস্থানে কোনো শব্দ উৎপন্ন হলেও ,উপরে যেহেতু পুরু মাটির স্তর রয়েছে এবং কোনো ছিদ্র নেই, তাই সেই শব্দ বাইরে আসার সম্ভাবনা খুব ক্ষীণ। দরজা জানালা পুরোপুরি বন্ধ করে কোনো কক্ষের মধ্যে অবস্থান করলে যেমন বাইরের শব্দ অনেক কম শোনা যায়, তেমনি ভাবে কবরের ভেতরের শব্দ বাইরে আসার, বা বাইরের শব্দ ভেতরে যাওয়ার সম্ভাবনাও খুব কম। আলোচ্য ভিডিওতে বন্ধ জায়গায় উৎপন্ন শব্দের যে দ্যোতনা থাকার কথা, তেমনটা শোনা যায় নি।

ফ্যাক্টওয়াচের বিশ্লেষণ

কবরের ভেতর থেকে বোধগম্য বা অবোধ্য শব্দ বের হওয়ার গুজব দীর্ঘদিন ধরেই লোকমুখে প্রচলিত। এসব দাবির কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি। এই প্রতিবেদনে এমন ৩ টি ভাইরাল ভিডিও নিয়ে অনুসন্ধান করা হয়েছে । প্রথম ২ টি ভিডিওর ক্যাপশনের সাথে ভিডিওর বিষয়বস্তুর মিল নেই । তৃতীয় ভিডিওতে ভিডিও এডিট করে বাড়তি শব্দ যোগ করে একে অলৌকিক ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।

ইসলামি ধর্মের অনুসারীরা কবর থেকে গায়েবি শব্দ আসার বিষয়টি বিশ্বাস করেন। ফ্যাক্টওয়াচ এই ধর্মীয় বিশ্বাসকে কোনোভাবেই খাটো করে দেখছে না। কিন্তু আলোচ্য ভিডিওগুলোতে এই দাবিগুলো যেভাবে হাজির করা হয়েছে, সেগুলো প্রতারণামূলক। তাই ফ্যাক্টওয়াচ এসব ভিডিও ক্যাপশনে থাকা দাবিগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh