দেশে জরুরি অবস্থা জারি নিয়ে ভূয়া শিরোনাম ভাইরাল

Published on: January 25, 2022

‘সারা দেশে আগামী ১২০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে রাষ্ট্রপতির নির্দেশ’ কিংবা ‘আগামী ২৪ ঘন্টার মধ্যে সব কিছু বন্ধ হতে যাচ্ছে , জরুরি অবস্থা জারি’ -এমন ভূয়া শিরোনামযুক্ত কয়েকটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এমন তথ্যের কোনো সত্যতা পাওয়া যায় নি।

গুজবের উৎস

১৯শে জানুয়ারি তারিখ থেকে এই খবরগুলো ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে দেখা যেতে থাকে। থাম্বনেইলে প্রধানমন্ত্রীর ছবি যুক্ত কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

থাম্বনেইলে রাষ্ট্রপতির ছবিযুক্ত কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে


ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

সারা দেশে আগামী ১২০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে রাষ্ট্রপতির নির্দেশ’ এই খবরটি প্রকাশিত হয়েছিল অনলাইন নিউজ ২৪ নামক ওয়েব পোর্টালে। এই পোর্টাল ছাড়া অন্য কোথাও খবরটি ছাপা হয় নি।  এই একটি মাত্র নিউজ লিংকই বিভিন্ন পেজ এবং গ্রুপে শেয়ার করার কারণে খবরটি ছড়িয়ে পড়েছে।

মূল খবরের লিংকে ক্লিক করে দেখা গেল, সেখানে শিরোনাম ছাড়া অন্য কোনো তথ্য নেই। শিরোনামের নিচে কেবলমাত্র দু’টি পর্নোগ্রাফিক ভিডিওর থাম্বনেইল যোগ করা হয়েছে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে সব কিছু বন্ধ হতে যাচ্ছে জরুরি অবস্থা জারি -প্রধানমন্ত্রি’ শিরোনামযুক্ত খবরটিও ছড়ানো হয়েছে একই ওয়েব পোর্টাল থেকে। এখানেও মূল খবরে পর্নোগ্রাফিক ভিডিও ছাড়া অন্য কোনো তথ্য নেই।

কেবলমাত্র ফেসবুক ব্যবহারকারীদের নিজের ওয়েবসাইটে আকর্ষণ করতেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ছবি থাম্বনেইলে ব্যবহার করে এমন শিরোনামযুক্ত খবর/কন্টেন্ট তৈরি করা হয়েছে বলে ফ্যাক্টওয়াচ মনে করছে।

তবে অনেক ফেসবুক ব্যবহারকারী কেবল শিরোনাম দেখেই মনে করছেন, দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে। এভাবে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের ১৯শে মার্চ  করোনা ভাইরাসের সংক্রমনের পরিপ্রেক্ষিতে দেশে জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিল সুপ্রিম কোর্টের তিন আইনজীবী

এরপর ২০২০ সালের ১৮ই এপ্রিল তারিখে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশে জাতীয় জরুরি অবস্থা জারির দাবি জানিয়েছিল গণসংহতি আন্দোলন

এসময় কখনোই জরুরি অবস্থা জারি করা হয়নি। তবে বিভিন্ন সময়ে লকডাউন আরোপ করা হয়েছিল।

সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস বিশেষত ওমিক্রন ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৩ই জানুয়ারি থেকে ১১ দফা নতুন নির্দেশনা দিয়েছিল সরকার। এছাড়া, ২৩ শে জানুয়ারি থেকে সকল সরকারি,আধা সরকারি, বেসরকারি অফিসে অর্ধেক জনবল দিয়ে চালানোর নির্দেশ এসেছিল।

তবে সাম্প্রতিক সময়ে দেশে “জরুরি অবস্থা” জারির কোনো ঘোষণা আসেনি কিংবা পাবলিক পরিসরে কেউ জরুরি অবস্থা জারির পরামর্শও দেয়নি।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই তথ্যকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply