Published on: January 26, 2022
![]() |
গুজবের উৎস
২৪শে জানুয়ারি রাত থেকে বিভিন্ন ফেসবুক গ্রুপে এই খবরটি দেখা যায়। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে ।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী মনিকা প্রায় ৭০ টা সিনেমায় বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন। তার জন্ম হয় একটি খৃস্টান পরিবারে। প্রথম জীবনে তার নাম ছিল রেখা মারুথিরাজ । তেলেগু সিনেমা অভিনয়ের সময় মনিকা নামটা গ্রহণ করেন তিনি। মালয়ালাম সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে তিনি আবার ‘পারভানা’ নামটি ব্যবহার করতেন।
২০১৪ সালে জনসমক্ষে তিনি ইসলাম গ্রহণের কথা জানান। এ সময় তিনি নিজের নাম পরিবর্তন করে ‘এম জি রহিমা’ রাখেন । তার বাবার নাম মারুথিরাজ এর আদ্যক্ষর এম এবং মায়ের নাম গ্রেসি এর আদ্যক্ষর জি নিজের নামের সাথে অন্তর্ভুক্ত করেছিলেন।
২০১৫ সালে তিনি মালিক নামের এক তরুণ উদ্যোক্তাকে বিয়ে করেন । পরবর্তীতে তিনি চলচ্চিত্রজগত থেকে অবসর গ্রহণ করেন। তার শেষ ছবি মুক্তি পায় ২০১৬ সালে।
মনিকা ওরফে রহিমার ইসলাম ধর্ম গ্রহণের এই ঘটনাটা সেই সময়ে অনেক পত্র পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল। যেমন দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে ।
৮ বছর আগের একটি ঘটনাকে দিন তারিখ উল্লেখ না করে প্রকাশ করায় বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তাই ফ্যাক্টওয়াচ এই সংবাদটিকে ‘বিভ্রান্তিকর’ সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|