সাকিবের সাথে বিশ্বকাপ খেলতে চান না – একথা বলেছেন তামিম?

Published on: September 28, 2023

“আমি আর সাকিবের সাথে বিশ্বকাপে খেলতে চাই না। ফেসবুক লাইভে এসে একথা জানালেন তামিম ইকবাল” – এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে, দুই বছর আগে তামিম ইকবাল ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছিলেন সামনের টি-টুয়েন্টি বিশ্বকাপে তিনি খেলবেন না। না খেলার কারণ হিসেবে দুই-তিনটি বিষয় তিনি উল্লেখ করেছিলেন, যার মধ্যে ছিলো তরুণ ক্রিকেটারদের সুযোগ বৃদ্ধি ও নিজের ইনজুরি। ফেসবুক ও ইউটিউবে তামিম ইকবালের পুরনো সেই লাইভ ভিডিওটি পাওয়া যাচ্ছে। বর্তমানে পুরনো সেই ভিডিওটি ভাইরাল করে দাবি করা হয়েছে, তামিম ইকবাল বলেছেন তিনি আর সাকিব আল হাসানের সাথে বিশ্বকাপে খেলতে চান না। অথচ এমন দাবির সাথে ভাইরাল ভিডিওটির কোনো প্রকার সম্পর্ক নেই। যে কারণে ফেসবুকে ছড়িয়ে পড়া উক্ত দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করেছে।

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে,  এখানেএখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান:

তামিম ইকবালের যেই ফেসবুক লাইভটি ভাইরাল হয়েছে তা মনোযোগ দিয়ে দেখা হয়। ১ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিওটি দেখে এমন কিছুই পাওয়া যায়নি, যা দেখে মনে হতে পারে তামিম ইকবাল সাকিব আল হাসানকে নিয়ে কিছু বলেছে। তবে শুধুমাত্র উক্ত ক্যাপশনটির কারণে ভিডিওটি ফেসবুক ব্যবহারকারীদের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছে। ভাইরাল ভিডিওটির উৎস খুঁজতে বিভিন্ন কী-ওয়ার্ড ধরে ইউটিউবে সার্চ করা হয়। সেখান থেকে একটি ইউটিউব চ্যানেলে “যে কারনে টি-২০ বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম ইকবাল” শিরোনামে আপলোড হওয়া একটি ভিডিও পাওয়া যায়। উল্লেখ্য, ১ সেপ্টেম্বর ২০২১ তারিখে আপলোড হওয়া ভিডিওটিতে তামিম ইকবালকে যা বলতে শোনা গেছে তা নিচেই দেওয়া হলো,

কিছুক্ষণ আগে আমাদের প্রধান নির্বাচক নান্নু ভাই (মিনহাজুল আবেদীন) ও বোর্ড সভাপতি পাপন ভাইকে (নাজমুল হাসান) ফোন করেছিলাম। তাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করেছি। যেটি আমি আসলে সবার সঙ্গেই শেয়ার করতে চাই। আমি ওনাদের বলেছি, আমি মনে করি না যে আমার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা উচিত। আসলে আমি বিশ্বকাপ দলে থাকছি না। এর কিছু কারণ রয়েছে। অন্যতম প্রধান কারণ হচ্ছে, আমি এই সংস্করণের ক্রিকেট অনেক দিন ধরে খেলছি না। দ্বিতীয় কারণ হচ্ছে চোট, তবে আমি মনে করি না চোট খুব বড় সমস্যা। আশা করছি বিশ্বকাপের আগেই আমি চোট থেকে সের উঠব। কিন্তু যে জিনিসটা এ সিদ্ধান্ত নিতে আমাকে উদ্বুদ্ধ করেছে সেটি হচ্ছে, আমি শেষ ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি। আর আমার জায়গায় এত দিন যারা খেলছিল, আমি মনে করি, সেটি কোনোভাবেই ঠিক হতো না যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নিই। আমি জানি না, কিন্তু আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আমি হয়তো থাকতাম। কিন্তু আমার কাছে মনে হয় না যে ব্যাপারটা ঠিক হতো, ন্যায্য হতো। আমি এ কথাটাই প্রধান নির্বাচক ও বোর্ড সভাপতির কাছে বলেছি। তাই খুব সম্ভবত বিশ্বকাপে আমাকে দেখবেন না আপনারা। কিন্তু বিশ্বকাপ দলের জন্য আমার শুভ কামনা থাকবে সব সময়ই”। ভিডিওটি দেখুন এখানে

প্রসঙ্গগত, ২০২১ সালের ভিডিও ও বর্তমানের ভাইরাল ভিডিওর হুবহু মিল আছে। পুরনো ভিডিওটির কিছু অংশ নিয়েই বর্তমানে ফেসবুকে বিভিন্ন ধরণের ক্যাপশন সহকারে প্রকাশ করা হয়েছে।

অর্থাৎ, ক্রিকেটার তামিম ইকবাল সাকিব আল হাসানের সাথে বিশ্বকাপে খেলতে চান না এমন কোনো মন্তব্য করেন নি। মন্তব্যটির সপক্ষে যে ভিডিও প্রচার হয়েছে তাও ২ বছরের পুরনো ও ভিন্ন প্রসঙ্গের। এর মধ্যেই ৫ অক্টোবর ২০২৩ তারিখে ইন্ডিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপে তামিম ইকবাল খেলছেন না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে এ ধরণের শিরোনাম জনসাধারণের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে।

তাই সার্বিক বিবেচনায় ফেসবুকে ছড়িয়ে পড়া উক্ত দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করেছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh