পবিপ্রবি শিক্ষার্থী তন্ময় কি শারীরিক এবং মানসিক নির্যাতনের কারণে মারা গেছেন?

Published on: November 17, 2021

সম্প্রতি “#JusticeForTonmoy” হ্যাশট্যাগ যুক্ত একটি পোস্ট ফেসবুকে প্রচুর শেয়ার হয়েছে, যেখানে বলা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তন্ময় আর নেই। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে সারারাত তার উপর পাশবিক নির্যাতন চলে। অবস্থা সংকটাপন্ন হলে এই মাসের পাঁচ তারিখে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সে মারা যায়। তবে একাধিক সংবাদ সূত্রে জানা গেছে, দূরারোগ্য রোগ GBS (Guillien Burre Syndrome) এ আক্রান্ত হয়ে না ফেরার দেশে পারি জমিয়েছেন পবিপ্রবি শিক্ষার্থী রিদওয়ান হোসেন তন্ময় (১৯)। ৮ নভেম্বর ২০২১ (সোমবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্প্রতি বিভিন্ন ফেসবুক একাউন্ট, গ্রুপ এবং পেজে শেয়ার হওয়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।

পবিপ্রবি শিক্ষার্থী রিদওয়ান হোসেন তন্ময় (১৯) এর মৃত্যু সংবাদ নিয়ে যে লেখাযুক্ত ফেসবুক পোস্টটি সবচেয়ে বেশী শেয়ার হয়েছে তা নীচে হুবহু তুলে ধরা হল:

#justicefortonmoy

২০১৭ সালের এসএসসি ব্যাচে জামালপুর জেলার মেধাতালিকায় ২য় স্থান অর্জনকারী ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী তন্ময় আর নেই। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে সারারাত তার উপর পাশবিক নির্যাতন চলে। এইসব নির্যাতনের জন্য প্রত্যেকটা ছাত্রের বিশ্ববিদ্যালয় জীবন অতিষ্ঠ। এমনকি র্্যাগিং থেকে বাচতে সে হল থেকে পালিয়ে আসে। তবু তারা খ্যান্ত হয়নি।

শারীরিক এবং মানসিক নির্যাতন চলতেই থাকে তার উপর। অবস্থা সংকটাপন্ন হলে এই মাসের ৫ তারিখ তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে আজ সে মারা যায়।

অনতিবিলম্ব এই ধরনের অন্যায়ের বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তি কামনা করি।

#JusticeForTonmoy

#WeWantRaggingfreeCampus

গুগলে “পবিপ্রবি শিক্ষার্থী তন্ময়” লিখে অনুসন্ধান করে পাওয়া গেছে বেশ কয়েকটি সংবাদ যেখানে শারীরিক কিংবা মানসিক নির্যাতন নয়, বরং বলা হচ্ছে তন্ময় দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। bartasomacar.com নামক একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ বলছে,

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ ১৩ তম ব্যাচের ১ম বর্ষের মেধাবী শিক্ষার্থী রিদওয়ান হোসেন তন্ময় (১৯) দূরারোধ্য [দূরারোগ্য] রোগে (GBS ভাইরাস) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

গতকাল ৮ ই নভেম্বর রোজ সোমবার আনুমানিক দুপুর ৩:৩৫ মিনিটে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জানা যায়, সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ইউ তে বেশ কিছু দিন ধরে সংকটাপন্ন অবস্থায় ভর্তি ছিলেন। এর আগে সে বিশ্ববিদ্যালয়ের শেরবাংলা২ হলে থাকা অবস্থায় সামান্য অসুস্থ ছিল। কিন্তু হঠাৎ করেই খারাপ অনুভব করলে তাকে প্রথমে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং সবশেষ অসুস্থতা শোচনীয় অবস্থায় গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়।

তার বন্ধু বেডমেটরা নিশ্চিত করেন, তন্ময়ের বাড়ি জামালপুর সে আগে থেকেই অসুস্থ ছিল এবং ডায়রিয়ায় ভুগছিল কিছুদিন ধরে সে বাসা থেকে হলে আসার পর থেকেই নানা ধরনের অস্বাভাবিকতা অনুভব করে এবং পরবর্তীতে বাসায় চলে যায় এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়

তন্ময়ের মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হতে ফ্যাক্টওয়াচ টিম পটুয়াখালীর স্থানীয় সংবাদমাধ্যম sagorkonnya.com এ কর্মরত সাংবাদিক মোহাম্মদ মজিবুর রহমানের সাথে যোগাযোগ করে। তিনি বলেন, “আমার তথ্যসূত্র অনুযায়ী, হলে এখন আর র‍্যাগিং হয় না। গেল মাসের (অক্টোবর) ২৬ তারিখে তন্ময় অসুস্থ হয়ে হল ত্যাগ করে ঢাকায় গিয়েছিল। তারপর সেখান থেকে সে জামালপুর তার পরিবারের কাছে গিয়েছিল। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতির হওয়ায় সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। সেখানেই সে মৃত্যুবরণ করে।“

র‍্যাগিং এর বিষয়ে পবিপ্রবি’র প্রক্টর অধ্যাপক ডক্টর সন্তোষ কুমার বসু ফ্যাক্টওয়াচ কে বলেন, “খবরটি ভিত্তিহীন। আমি বিশ্ববিদ্যালয়টির প্রক্টর। ও (তন্ময়) শেরে বাংলা হলে থাকতো। ক্যাম্পাসে থাকাকালীন ও এমন কিছু কাউকে জানায়নি। ও একটা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।“

একাধিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে উল্লেখিত পবিপ্রবি শিক্ষার্থী তন্ময় দূরারোধ্য রোগে (GBS) এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার সহপাঠীরা নিশ্চিত করেছে, সে ক্যাম্পাসে ভর্তি হওয়ার আগে  থেকেই অসুস্থ ছিল। তার মৃত্যর কারণ “শারীরিক এবং মানসিক নির্যাতন” বলে প্রচার করায় ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply