হিন্দু থেকে মুসলিম হওয়া নারীকে মুসলিম থেকে হিন্দু হয়েছে বলে দাবি

Published on: November 29, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে একজন নারীর ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং নাম পরিবর্তন করে রেখেছেন রাধা। তবে, ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে বাস্তব ঘটনা পুরোপুরি উল্টো। রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির উৎস অনুসন্ধান করে ইউটিউবে একটি সাক্ষাৎকারের ভিডিও পাওয়া গেছে যেখানে মারিয়াম (Maryam) নামক একজন নারীর পরিচয় দেয়া হয়েছে যিনি ২২ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বলার অপেক্ষা রাখে না যে, মারিয়াম নামক ঐ নারীর চেহারার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবির “রাধা” নামক নারীর চেহারার হুবহু মিল রয়েছে। তাই সঙ্গত কারণে যে সকল পোস্টে মারিয়ামকে রাধা নামে অভিহিত করা হচ্ছে ফ্যাক্টওয়াচ সেগুলোকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে। 

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টে উত্থাপিত দাবিটি সঠিক কিনা তা যাচাই করতে আমরা কথিত রাধা নামক নারীটির ছবি নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে overcometv নামক একটি ইউটিউব চ্যানেলে ৩০ এপ্রিল ২০১৬ এ প্রকাশিত “Religion Was Always a Confusion – New Muslim” শীর্ষক শিরোনাম সংবলিত চার মিনিট সাত সেকেন্ডের একটি সাক্ষাৎকারের ভিডিও খুঁজে পাওয়া গেছে। উক্ত ভিডিওতে দৃশ্যমান নারীর নাম হচ্ছে মারিয়াম, যিনি ২২ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং যার চেহারার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবির “রাধা” নামক নারীর চেহারার হুবহু মিল রয়েছে। 

ঐ সাক্ষাৎকারের শুরুতে মারিয়াম নিজের নাম বলেন এবং জানান যে তাঁর বয়স ২৭ বছর এবং তিনি ভারত থেকে এসেছেন। সাক্ষাৎকারের ১৪ সেকেন্ডে গিয়ে তাঁকে বলতে শোনা যায়, “I belonged to Hinduism” অর্থাৎ, তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। এরপর সাক্ষাৎকারটির ৪০ সেকেন্ড থেকে শুরু করে এক মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত দেখলে বুঝা যাবে, মারিয়াম ভারতে বসবাস করলেও তাঁর আশেপাশে যে মুসলিমরা ছিলো তাঁদের সাথে সে ভালোভাবে পরিচিত হতে পারে নি কারণ ছোটবেলা থেকেই মারিয়ামকে শেখানো হতো মুসলিমরা ভালো মানুষ নয়, তাঁরা জঙ্গিবাদের সাথে যুক্ত, তাঁরা জঙ্গি, তাঁরা খারাপ, তাঁদের কাছ থেকে দূরে থাকতে হবে। আরব আমিরাতে আসার আগ পর্যন্ত মারিয়াম কখনোই কোন মুসলিম ব্যক্তির সাথে পরিচিত হননি এবং সেখানে এসে তাঁর সাথে মুসলিমদের বন্ধুত্ব তৈরি হয় এবং তিনি বুঝতে পারেন মুসলিমরা অনেক ভালো।

মারিয়াম কেন ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হলেন – খুব সম্ভবত এমন প্রশ্নের জবাবে তাঁকে সাক্ষাৎকারের এক মিনিট ১৭ থেকে এক মিনিট ৪৩ সেকেন্ড পর্যন্ত যা বলতে শোনা যায় তার সারাংশ করলে দাঁড়ায় – মুসলিমদের সুন্দর ব্যবহার মারিয়ামকে আকৃষ্ট করেছে এবং তিনি বারবার একটা কথার উপর জোর দিয়েছেন যে কোন ধর্ম কিংবা নির্দিষ্ট দেশ নয়, বরং ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত মানুষই তাঁকে আকৃষ্ট করেছে। মারিয়াম আরও বলেন, মুসলিমদের বিনয় এবং অন্যকে সাহায্য করার মানসিকতা তাঁকে আকৃষ্ট করেছে এবং সেই সময়ই তিনি ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন।

সাক্ষাৎকারের এক মিনিট ৫৮ সেকেন্ড থেকে শুরু করে দুই মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত মারিয়ামকে বলতে শোনা যায়, ইসলাম গ্রহণের পূ্র্বে তিনি এক বছর ধরে এই বিষয়ে জানার জন্য অনলাইনে অনেক পড়াশোনা করেছেন এবং এই জানার আগ্রহ তাঁর মনোবল বাড়িয়েছে এবং তিনি এখনও শিখছেন।

মারিয়াম নামক ঐ নারীর পুরো সাক্ষাৎকারটি পর্যালোচনা করে দেখা গেছে তিনি আগে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং পরে ইসলাম ধর্মে রূপান্তরিত হয়েছেন। 

মারিয়ামের ইসলাম ধর্মে রূপান্তরিত হওয়ার কথা নিয়ে ummid.com কর্তৃক প্রকাশিত একটি সংবাদ পড়ুন এখানে

 

যেহেতু সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের সাথে সংযুক্ত ছবিটি রাধা নামক কোন নারীর নয় এবং রাধা নামে কোন নারী আসলেই হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন কিনা তা আমরা জানতে পারছি না, সেহেতু ছবিটির পরিপ্রেক্ষিতে পোস্টের দাবিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh