১৪৪ জন সেনাসদস্য দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল করার দাবি করেছে?

Published on: November 30, 2023

যা দাবি করা হচ্ছেঃ ভাইরাল এই ভিডিওতে দাবি করা হচ্ছে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল করার ঘোষণা দিয়েছে সেনাবাহিনীর ১৪৪ জন সদস্য।

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ দাবিটি মিথ্যা। ভাইরাল ভিডিওতে এই দাবিটির সমর্থনে প্রমাণ হিসেবে যে আলাদা আলাদা তিনটি ভিডিও ফুটেজ এবং ছবি ব্যবহার করা হয়েছে তা সম্পুর্ন ভিন্ন প্রেক্ষাপটের। এগুলোকে নানান কায়দায় জোড়া লাগিয়েই আলোচিত ভিডিওটি বানানো হয়েছে। অন্যদিকে, মূলধারার সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো উৎস থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যার মাধ্যমে এটা নিশ্চিত হওয়া যায় যে, বাংলাদেশের ১৪৪ জন সেনা সদস্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল চেয়ে ঘোষণা দিয়েছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ভাইরাল ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪৪ জন সদস্যের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করার ঘোষণা সংক্রান্ত কোনো প্রমাণ আছে কি না  এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শুরুতেই এটা বিশ্লেষণ করে দেখে ফ্যাক্টওয়াচ টিম। ভিডিওর শুরু থেকে ২০ সেকেন্ড পর্যন্ত অংশে এনটিভির একটি ভিডিও প্রতিবেদনের ক্লিপ দেখা যায়। সেখানে এনটিভির একজন সংবাদ উপস্থাপিকাকে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল চেয়ে ১৪১ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বিবৃতি সংক্রান্ত সংবাদ উপস্থাপন করতে দেখা যায়। এরপরে ২০ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত অংশে বাংলাদেশের একজন সেনা সদস্যের সাক্ষাৎকার দেখা যায়। সেখানে তাকে মুক্তিযুদ্ধের সময়কার বাংলাদেশি এবং পাকিস্তানি সশস্ত্র বাহিনীর ধরন সম্পর্কে বলছিলেন। এর ঠিক পরেই নিউজবাংলা টোয়েন্টিফোরের ওয়াটারমার্ক যুক্ত পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের মুখমুখি অবস্থান সম্পর্কিত একটি ছবি দেখতে পাওয়া যায়। এরপরে, এনটিভির একই প্রতিবেদনের পুনরাবৃত্তি করে তার শেষে আলাদা আলাদা দুইজন ব্যক্তির বক্তব্য যোগ করা হয়। কিন্তু সেখানেও তাদের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল সংক্রান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তাই, এনটিভির এই ভিডিও প্রতিবেদনটির উৎস খুঁজে পাওয়ার জন্য চ্যানেলটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হলে গত ২২ নভেম্বর  আপলোড করা একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি ছিল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল চেয়ে ১৪১ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বিবৃতি সম্পর্কিত।

এরপরে, সেনা সদস্যের যেই বক্তব্যটি দেখা যাচ্ছে তার উৎস খুঁজে পাওয়ার জন্যও ইউটিউবে প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে চ্যানেল টোয়েন্টিফোরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গত ২০ নভেম্বর আপলোড করা ‘মুক্তবাক’ নামের আলোচনা অনুষ্ঠানের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যেখানে ভাইরাল ভিডিওর সেনা সদস্যের সম্পূর্ণ বক্তব্যটি পাওয়া যায়। সেখান থেকে নিশ্চিত হওয়া যায় যে, এই সেনা সদস্য হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রচারিত মুক্তবাক নামের আলোচনা অনুষ্ঠানের এই পর্বে তিনি মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায় এবং তখন সশস্ত্র বাহিনীকে যেভাবে সংগঠিত করা হয়েছিল এ সম্পর্কে বলছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন দেশের সেনাবাহিনীর ধরণ এবং বিভিন্ন দিক সম্পর্কে বলছিলেন। কিন্তু নির্বাচনের তফসিল সম্পর্কে তাকে কিছু বলতে দেখা যায়নি।

এরপরে  নিউজবাংলা টোয়েন্টিফোরের ওয়াটারমার্ক যুক্ত ছবিটির ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য এটি ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে এই সংবাদমাধ্যমটির অফিসিয়াল ওয়েবসাইটে গত ২৭ জুলাই প্রকাশিত “ঢাকায় বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার” শীর্ষক একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ, এটা গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার অনেক আগে ভিন্ন প্রেক্ষাপটের একটি ছবি।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে বিএনপি, ছাত্রদল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ আরও কিছু সংগঠন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানালেও এটা এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। কিন্তু, নির্ভরযোগ্য কোনো উৎস থেকে তফসিল বাতিলের ঘোষণা সম্পর্কিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

দেখা যাচ্ছে যে, তিনটি আলাদা ঘটনা সম্পর্কিত ভিডিওর কিছু অংশ এবং ছবির সাথে ভিন্ন ভিন্ন প্রসঙ্গে দুই ব্যক্তির বক্তব্যের ভিডিও জুড়ে দিয়ে একটা ভিত্তিহীন দাবি তোলা হচ্ছে। সুতরাং, ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে। 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh