ফুটবল স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো

Published on: October 25, 2023

স্টেডিয়ামে ফুটবল খেলা চলাকালীন অ্যাথলেটিকো মাদ্রিদের সমর্থকরা অনেক বড় একটি ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করছে- এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে পোস্টের ক্যাপশনে দাবি করা হচ্ছে, ফিলিস্তিনের রাজনৈতিক দল হামাস এবং ইসরায়েলের চলমান সংঘাতে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের সমর্থকরা এই পতাকাটি প্রদর্শন করেছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে , পতাকার ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা। এ কারণে ফ্যাক্টওয়াচ উক্ত পোস্টগুলোকেবিকৃতহিসেবে চিহ্নিত করছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের ভক্তরা স্টেডিয়ামের গ্যালারিতে বড় একটি ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেছে। স্টেডিয়ামে ফ্লাডলাইট জ্বলতে দেখা যাচ্ছে। থেকে বোঝা যাচ্ছে এটি একটি রাতের ম্যাচ। ফেসবুকে ছড়িয়ে পড়া এই ছবি সম্বলিত পোস্টের ক্যাপশনে লেখা ছিলোধন্যবাদ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য অ্যাটলেটিকো মাদ্রিদ ভক্তদের ❤️ 

তোমাদের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল 

ভালোবাসার আরেক নাম ফিলিস্তিন.

ইনশাআল্লাহ একদিন বিজয় হবে ফিলিস্তিন বাসির  

 

গত ৭ই অক্টোবর হামাস ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছাকাছি থাকা ইসরায়েলী শহরগুলোতে রকেট আক্রমণ করে এবং সীমান্ত পার হয়ে ইসরায়েলের ভেতর প্রবেশ করে হামলা চালায় এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সেনাবাহিনী গাজায় হামলা করে এবং এই সংঘাত এখনো চলমান রয়েছে। 

অ্যাটলেটিকো মাদ্রিদের অফিশিয়াল ওয়েবসাইটে তাদের ম্যাচগুলোর সময়সূচি দেওয়া আছে। সেখানে দেখা যাচ্ছে গত অক্টোবর থেকে আজ ২৩ অক্টোবর পর্যন্ত সময়ে সব মিলিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দুইটি ম্যাচ খেলেছে। দুটি ম্যাচই ছিলো স্পেনের সর্বোচ্চ পর্যায়ের ঘরোয়া ফুটবল লীগলা লিগা দুইটি ম্যাচের একটি ছিলো অক্টোবর সিভিটাস মেট্রোপলিটানো স্টেডিয়ামে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে, আরেকটি ছিলো ২১ অক্টোবর আবাঙ্কা বালাইডোস স্টেডিয়ামে সেল্টা ভিগোর বিপক্ষে। 

 

অ্যাটলেটিকো মাদ্রিদের অফিশিয়াল ওয়েবসাইটে থেকে জানা যাচ্ছে অক্টোবর  অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল সোসিয়েদাদের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো স্থানীয় সময় ১৬ঃ১৫ ঘটিকায় অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ সিভিটাস মেট্রোপলিটানো স্টেডিয়ামে। ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলে জয়লাভ করে। 

লা লিগার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল সোসিয়েদাদ ম্যাচের হাইলাইটের ভিডিও অক্টোবর ২০২৩ তারিখে আপলোড করা হয়। ভিডিওতে দেখা যায় উত্তেজনাকর এই ম্যাচটির পুরোটা অংশ দিনের সময় অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটি  অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়ায় স্টেডিয়াম জুড়ে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সির রংয়ের লাল সাদা রঙে ছেয়ে গেছিলো। তবে হাইলাইটের কোন অংশে দর্শকদের ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করতে দেখা যায়নি। তাছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি ছিলো রাতের। থেকে বোঝা যাচ্ছে ছবিটি অক্টোবরের ম্যাচের না।

অ্যাটলেটিকো মাদ্রিদের অফিশিয়াল ওয়েবসাইটে থেকে জানা যাচ্ছে ২১ অক্টোবর  অ্যাটলেটিকো মাদ্রিদ এবং সেল্টার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো স্থানীয় সময় ২১ঃ০০ ঘটিকায় সেল্টার ঘরের মাঠ আবাঙ্কা বালাইডোস স্টেডিয়ামে। অর্থ্যৎ ম্যাচটি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।   ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ সেল্টার বিপক্ষে গোলে জয়লাভ করে। 

লা লিগার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম সেল্টার ম্যাচের হাইলাইটের ভিডিও ২২ অক্টোবর ২০২৩ তারিখে আপলোড করা হয়। ভিডিওতে দেখা যায় এই ম্যাচটি রাতে ফ্লাড লাইটের নিচে অনুষ্ঠিত হয়েছে। তবে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেল্টার ঘরের মাঠে। এ কারণে সারা স্টেডিয়াম জুড়ে আকাশি রঙয়ের দেখা মিলেছে। তাছাড়া,  হাইলাইটের কোন অংশে দর্শকদের ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করতে দেখা যায়নি। থেকে বোঝা যাচ্ছে ছবিটি ২১ অক্টোবরের ম্যাচের না।

পরবর্তী অনুসন্ধানে ভাইরাল ছবিটির অনুরূ ছবি The Atleti House নামক এক্স (পূর্ব নাম টুইটার) একাউন্ট থেকে ১৮ই অক্টোবর ২০২৩ তারিখে আপলোড করা হয়। আপলোড করা ছবির ক্যাপশনে লেখা ছিলোসিভিটাস মেট্রোপলিটানো থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ ভক্তদের জন্য ফিলিস্তিনের পতাকা উড়ানোর কল্পনাপ্রসুত ছবিএক্সের উক্ত পোস্টের নিচে ছবিটির উৎস সংযুক্ত করেছেন। সেখানে লেখা ছিলো এই ফটোটি  এআই দিয়ে তৈরি করা হয়েছে, তাই আপনি যদি জুম ইন, জুম আউট করা শুরু করেন, আপনি দেখতে পাবেন অনেক দেহ বিকৃত হয়েছে।

 

হিভ মোডারেশন নামক একটি এআই ছবি শনাক্তকারী ওয়েবসাইটে উক্ত ছবিটিতে ৯৯. শতাংশ এআই নির্মিত ছবি হিসেবে চিহ্নিত করেছে। 

 

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটির সত্যতা অনুসন্ধান করে ২২ অক্টোবর, ২০২৩ তারিখে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার এবং ২৩ অক্টোবর প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের ফ্যাক্টচেকিং সংস্থা ইন্ডিয়া টুডে তাদের ফ্যাক্টচেকিং প্রতিবেদন থেকেও জানা যাচ্ছে আই দিয়ে তৈরি করা ছবির অঙ্গ বিকৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটাও জুম ইন করলে অঙ্গ বিকৃতি দেখা যায়। সেখানে গ্যালারিতে থাকা দর্শকদের হাতের আকৃতি বাস্তব মানুষের হাতের মত নয়। 

 

তাছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদের ভক্তদের ফিলিস্তিনকে সমর্থন দিয়ে কোন পতাকা প্রদর্শনের সংবাদ কোথাও পাওয়া যায়নি। 

তবে ইন্ডিয়া টুডের উক্ত ফ্যাক্টচেক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে সেল্টিক ফুটবল ক্লাবের ফ্যান গ্রুপ যাদেরদ্য গ্রিন ব্রিগেডনামেও ডাকা হয় তারা ৭ই অক্টোবর ‘FREE PALESTINE’ , ‘VICTORY TO THE RESISTANCE !!’   ইত্যাদি ব্যানার প্রদর্শন করে এবং ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ফিলিস্তিনকে সমর্থন দেয়। তারা ২৫ অক্টোবর অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও ফিলিস্তিনকে সমর্থন দেয়ার কথা জানায়। প্রতিবেদন দুটি দেখুন এখানে, এখানে

সারমর্ম: ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ সম্প্রতি ইসরায়েল এবং হামাসের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে আজ ২৩ অক্টোবর পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছে। একটি নিজেদের ঘরের মাঠে এবং অন্যটি প্রতিপক্ষের মাঠে। তবে এই ম্যাচগুলোতে অ্যাথলেটিকো মাদ্রিদের ফ্যানদের ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে স্টেডিয়ামে পতাকা প্রদর্শন করেনি। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি এআই দিয়ে তৈরি করা। এ কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলোকেবিকৃতহিসেবে চিহ্নিত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh