চলচ্চিত্রের দৃশ্যকে ফিলিস্তিনি যোদ্ধার ভিডিও বলে প্রচার

Published on: November 10, 2023

যা দাবি করা হচ্ছে: সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিও ক্লিপটিতে দাবি করা হচ্ছে একজন ফিলিস্তিনি যোদ্ধা যুদ্ধে শহীদ হওয়ার আগে কিছু কথা বলে যাচ্ছেন।

যা ঘটেছে: ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে উক্ত ভিডিও ক্লিপটি ডায়ালিং (Dialing) নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রথম দৃশ্য। বাহা আল কাদেমি (Bahaa Al Kadimy) পরিচালিত উক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ২০১৫ সালে দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিলো। আইএসআইএস (ISIS) এর বিরূদ্ধে যুদ্ধে গিয়ে নিহত একজন ইরাকি সৈন্যের মা তাঁর ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, এটি এই চলচ্চিত্রের বিষয়বস্তু। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিও ক্লিপটির দাবিকেমিথ্যাবলে সাব্যস্ত করছে। 

 এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিও ক্লিপটিতে উত্থাপিত দাবিটির যথাযথতা যাচাই করতে আমরা উক্ত ক্লিপ থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে সাক্ষী পোস্ট (Sakshi Post) নামক একটি ভারতীয় অনলাইন নিউজ পোর্টাল কর্তৃক প্রকাশিত “Fact Check: This Emotional Video Of A Soldier is Fake!” শিরোনামের একটি ফ্যাক্টচেকিং প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে। উক্ত প্রতিবেদনটি পড়ে জানা গেছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিও ক্লিপটিতে দৃশ্যমান যুদ্ধরত ব্যক্তিটি ফিলিস্তিনি যোদ্ধা নন। বরং উক্ত ক্লিপটি ডায়ালিং (Dialing) নামক একটি ১৭ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে চলচ্চিত্রটির নাম লিখে ইউটিউবে অনুসন্ধান করে দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল চ্যানেলে “DIFF 2015 – Dialing” শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে, যার সাথে সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া ভিডিও ক্লিপটির বেশ মিল রয়েছে।

 দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইউটিউব চ্যানেল থেকে প্রাপ্ত ভিডিওটি দেখে জানা গেছে, ডায়ালিং নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নির্মাতা হচ্ছেন বাহা আল কাদেমি (Bahaa Al Kadimy) নির্মাতার নাম লিখে ইউটিউবে অনুসন্ধান করার পর ডায়ালিং চলচ্চিত্রটির ১৭ মিনিট ২২ সেকেন্ডের সম্পূর্ণ ভিডিওটি খুঁজে পাওয়া গেছে। চলচ্চিত্রটির প্রথম দৃশ্যে যুদ্ধরত অবস্থায় যে ব্যক্তিকে তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে শোনা গেছে তিনি একজন ইরাকি সৈন্য, যিনি আইএসআইএস (ISIS) এর বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন। দুবাইভিত্তিক গাল্ফ নিউজ কর্তৃক প্রকাশিত “Diff 2015: Short films in the spotlight” শিরোনামের একটি প্রতিবেদনে বাহা আল কাদেমি নির্মিতডায়ালিং” চলচ্চিত্রটির উল্লেখ পাওয়া গেছে। 

অতএব, এই বিষয়টি স্পষ্ট যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিও ক্লিপটি ডায়ালিং নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য এবং ভিডিও ক্লিপে থাকা ব্যক্তিটি ফিলিস্তিনি শহীদ যোদ্ধা নন। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিও ক্লিপগুলোর দাবিকেমিথ্যাবলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh