Published on: December 8, 2023
সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাঙের ছড়া কেটে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে চলার একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভিডিওটি নতুন শিক্ষা কারিকুলামের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের ভিডিও। তবে ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে, উক্ত ভিডিওটি ২৯২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের প্রশিক্ষণের সময় কুমিল্লার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) থেকে ধারণ করা হয়েছিল। ইন্টারনেট থেকে প্রাপ্ত কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের প্রশিক্ষণ এবং কুমিল্লার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের বিভিন্ন ছবি এবং ভিডিও ক্রসচেক করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ব্যাঙের ছড়ার ভিডিওটির সাথে নতুন কারিকুলাম বিষয়ক শিক্ষক প্রশিক্ষণের কোন সম্পর্ক নেই। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ উক্ত ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে। |
এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির দাবি যথাযথ কিনা তা যাচাই করতে আমরা প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেছি। আমাদের অনুসন্ধানে ফেসবুক থেকে বেশকিছু ভিডিও খুঁজে পাওয়া গেছে, যার ক্যাপশন পড়ে জানা গেছে সেগুলো ২৯২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের প্রশিক্ষণ চলাকালীন সময়ে ধারণকৃত ব্যাঙের লাফের ভিডিও। এখন প্রশ্ন হচ্ছে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি যে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের প্রশিক্ষণের — সেটা আমরা কিভাবে নিশ্চিত হলাম?
আমাদের অনুসন্ধানে “ফরহাদ রায়হান” নামক একটি ফেসবুক প্রোফাইল থেকে গত ৩০ নভেম্বর ২০২৩ এ শেয়ারকৃত কয়েকটি ছবি সংবলিত একটি অ্যালবাম খুঁজে পাওয়া গেছে, যার ক্যাপশনে লেখা রয়েছে –
“৫ দিন শেষে ২৯২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর
১৭ উপজেলার প্রশিক্ষণার্থীদেরকে স্কার্ফ, ব্যাজ, এবং দীক্ষা দেওয়ার পর সবাই একই ফ্রেমে।”
উক্ত অ্যালবামের ছবিগুলোতে দৃশ্যমান মানুষদের পরিহিত গোলাপি এবং আকাশী রঙের পোশাকের সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিতে দেখতে পাওয়া মানুষদের পোশাকের বেশ মিল লক্ষ্য করা গেছে। তাছাড়া, ফেসবুক থেকে প্রাপ্ত ২৯২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের প্রশিক্ষণের ভিডিওতে আকাশী রঙের স্কাউটদের পোশাক পরিহিত যে ব্যক্তিকে প্রশিক্ষকের দায়িত্ব পালন করতে দেখা গেছে তাঁর সাথে ফরহাদ রায়হান নামক ঐ ফেসবুক প্রোফাইল থেকে প্রাপ্ত অ্যালবামের কয়েকটি ছবিতে দৃশ্যমান একজন ব্যক্তির চেহারার বেশ মিল রয়েছে। নিচে দুটো ছবি পাশাপাশি রেখে মিলটি লক্ষ্য করা যাক –
তাছাড়া, ফরহাদ রায়হানের ফেসবুক প্রোফাইল থেকে প্রাপ্ত অ্যালবামের একটি ছবিতে দৃশ্যমান ব্যানারে ২৯২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের প্রশিক্ষণের স্থান হিসেবে কুমিল্লা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এর নাম লক্ষ্য করা গেছে। তাই প্রাথমিকভাবে আমরা অনুমান করে নিচ্ছি, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ব্যাঙের লাফের ভিডিওটি নতুন শিক্ষা কারিকুলামের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের নয়, বরং সেটা কাব স্কাউটদের একটি প্রশিক্ষণের ভিডিও।
আমাদের অনুমানটি সঠিক কিনা তা যাচাই করতে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত নতুন কারিকুলামের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে – শীর্ষক দাবি সংবলিত ভিডিও এবং ফেসবুক থেকে প্রাপ্ত ২৯২তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের প্রশিক্ষণের ভিডিওগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে উক্ত ভিডিও দুটো অভিন্ন এবং একই সময় এবং স্থানে ধারণ করা হয়েছিল। যেহেতু ফেসবুক থেকে প্রাপ্ত ভিডিওগুলোতে যে ব্যক্তিকে প্রশিক্ষকের দায়িত্ব পালন করতে দেখা গেছে তাঁর চেহারার সাথে ফরহাদ রায়হানের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ারকৃত অ্যালবামের কয়েকটি ছবিতে দৃশ্যমান একজন ব্যক্তির চেহারার মিল পাওয়া গেছে, সুতরাং এটা অসম্ভব নয় যে ভিডিওটি যে জায়গায় ধারণ করা হয়েছিলো, ছবিগুলোও সেখানে তোলা হয়েছিলো। আরেকটি বিষয় খেয়াল করলে দেখা যাবে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ব্যাঙের লাফের ভিডিও কিংবা ফেসবুক থেকে প্রাপ্ত কাব স্কাউটদের প্রশিক্ষণের ভিডিওগুলোতে গোলাপি রঙের পোশাক পরিহিত ব্যক্তিদের গলায় কোন স্কার্ফ কিংবা বুকে কোন ব্যাজের উপস্থিতি নেই! ফরহাদ রায়হানের ঐ ফেসবুক প্রোফাইল থেকে প্রাপ্ত ছবির অ্যালবামের ক্যাপশনটি পড়লে বুঝা যাবে যে, গোলাপি রঙের পোশাক পরিহিত ব্যক্তিরা প্রশিক্ষণার্থী ছিলেন এবং পাঁচ দিনের প্রশিক্ষণ শেষে তারা স্কার্ফ এবং ব্যাজ পরে ছবিগুলো তুলেছিলেন। অর্থাৎ, ব্যাঙের লাফের ভিডিওটি যখন ধারণ করা হয়, তখন তারা প্রশিক্ষণরত অবস্থায় ছিলেন।
আমরা এখন এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে ব্যাঙের নৃত্যের ভিডিওটি নতুন শিক্ষা কারিকুলামের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের নয়। পাজলের শেষ টুকরোটি মেলানোর জন্য আমরা কাব স্কাউটদের প্রশিক্ষণের ভিডিওতে দৃশ্যমান জায়গাটি আসলে কোথায় তা বের করার চেষ্টা করেছি। এ পর্যায়ে ফরহাদ রায়হানের ফেসবুক প্রোফাইল থেকে গত ২৫ জুলাই ২০২৩ এ প্রকাশিত অন্য একটি পোস্ট খুঁজে পাই, যার ক্যাপশনে লেখা রয়েছে –
“কুমিল্লা পিটিআই ইনস্টিটিউটের (কালিয়াজুরি) একটা পরিত্যক্ত ভবনে আগুন লেগেছিল, ৯:৩৫ মিনিটে আল্লাহর রহমতে আমাদের সহযোগিতায় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।”
উক্ত পোস্টের সাথে সংযুক্ত বেশ কয়েকটি ভিডিও এর মাঝে একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে, যার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ব্যাঙের লাফের ভিডিওতে দেখতে পাওয়া গাছপালা, রাস্তা, এবং ভবনের বেশ মিল রয়েছে। নিচে দুটো ছবি পাশাপাশি রেখে মিলগুলো দেখা যাক –
ফরহাদ রায়হানের প্রোফাইল থেকে প্রাপ্ত ১৬ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী একটি পাইপ নিয়ে আগুন লাগা ভবনটির দিকে এগিয়ে যাচ্ছেন। তাঁরা যে দিক থেকে আসছিলেন সেই দিকটার সাথে কাব স্কাউটদের প্রশিক্ষণের ভিডিওতে দৃশ্যমান জায়গাটার বেশ মিল লক্ষ্য করা গেছে। তাছাড়া, ভিডিওটির একটি অংশে নাম ফলকে “PTI Cumilla” লেখা এবং পাশে একটি শহীদ মিনার দৃষ্টিগোচর হয়েছে। পরবর্তীতে ইন্টারনেট থেকে প্রাপ্ত কুমিল্লা পিটিআই এর অভ্যন্তরে অবস্থিত স্থাপনাগুলোর ছবি যাচাই করে PTI Cumilla লেখা সংবলিত একটি নাম ফলক এবং একটি শহীদ মিনার খুঁজে পাওয়া গেছে। নিচে দুটো ছবি পাশাপাশি রেখে মিলগুলো দেখা যাক –
অতএব, উপরের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ব্যাঙের ছড়া কেটে লাফিয়ে লাফিয়ে চলার ভিডিওটি নতুন কারিকুলামের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের নয়। বরং সেটা কাব স্কাউটদের ইউনিট লিডার বেসিক কোর্সের প্রশিক্ষণের একটি ভিডিও।
উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে নতুন কারিকুলাম নিয়ে সামাজিক মাধ্যমে প্রচুর আলোচনা এবং সমালোচনা হচ্ছে এবং সেই ধারাতে ভাইরাল হওয়া বেশকিছু ভিডিওকে নতুন কারিকুলামের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের বলে দাবি করা হচ্ছে। এর মাঝে টিড়িং টিড়িং সাইকেল চালাই – ছড়া কিংবা হাঁসের ডাক নকল করে শিক্ষকদের অভিনয় করে দেখানোর ভিডিও রয়েছে। সেই সাথে যুক্ত হয়েছে ব্যাঙের লাফের ভিডিও। তবে ফ্যাক্টওয়াচ পূর্বের দুটো ভিডিও এর দাবি যাচাই করে দেখেছে এবং জানতে পেরেছে সেগুলোর সাথে নতুন কারিকুলামের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের কোন সম্পর্ক নেই। বরং সেগুলোর স্থান এবং কাল ভিন্ন। ফ্যাক্টওয়াচের দুটো প্রতিবেদন পড়ুন এখানে এবং এখানে।
এদিকে, সামাজিক মাধ্যমে নতুন কারিকুলামের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের ভিডিও দাবি করে শেয়ার হওয়া ভুল ব্যাখ্যা সংবলিত ভিডিওগুলো সম্পর্কে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে গত ৩ ডিসেম্বর ২০২৩ এ একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। উল্লেখ্য, সেই বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে যে, “কিছু লোক ব্যাঙের লাফ বা হাঁসের ডাক দিচ্ছে এমন ভিডিও আপলোড করে বলা হচ্ছে এটা নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণের অংশ যা সম্পূর্ণ মিথ্যাচার।”
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওগুলোর দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ |