ভারত কি “বাংলাদেশের পাসপোর্ট-ভিসা” বাতিল করেছে?

Published on: December 7, 2023

যা দাবি করা হচ্ছেঃ সম্প্রতি ফেসবুকে “বাংলাদেশের ভিসা বা’তি’ল করে দিলো ভারত” এমন শিরোনামে ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এবং ভিডিওতে দাবি করা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশীদের জন্য পাসপোর্ট ও ভিসা বাতিল করেছে ভারত।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্তঃ দাবিটি মিথ্যা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশীদের জন্য ভারতের পাসপোর্ট ও ভিসা বাতিল করা সংক্রান্ত কোনো ধরণের তথ্য খুঁজে পাওয়া যায় নি। ভিডিওটিতে যে দাবিটি উত্থাপিত করা হয়েছে তার যথার্থ ও সুনির্দিষ্ট কোনো সূত্রের উল্লেখ করা হয় নি। অনুসন্ধানে ভারতের ভিসা আবেদন কেন্দ্র (Ivac) এর কার্যক্রমে কোনো পরিবর্তন খুঁজে পাওয়া যায় নি। তাছাড়া পাসপোর্ট বাতিল করা একটি অবান্তর বিষয়। কোনো দেশ যখন অন্য দেশে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে, সেটিকে ভিসা নিষেধাজ্ঞা বলে। সেরকম কোন তথ্য জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায় নি। সাধারণত যে কোনো নাগরিকেরই ভিসা আবেদন কোনো দেশ প্রত্যাখ্যান করতে পারে। এটি স্বাভাবিক প্রক্রিয়া, এর সাথে ভিসা নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই। ভিসা নিষেধাজ্ঞার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদানকারী দেশ বিষয়টি সার্বিকভাবে নিষেধাজ্ঞা পেতে যাওয়া দেশটিকে তাদের সিদ্ধান্ত জানায় এবং বিষয়টি গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হয়।

গুজবের উৎস:

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওগুলো এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ভাইরাল ভিডিও থেকে স্ক্রিনশট

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

বাংলাদেশের পাসপোর্ট ও ভিসা বাতিল করে দিলো ভারত এমন শিরোনামে সম্প্রতি সামাজিক যোগোযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল হতে দেখা। ভাইরাল ভিডিওটির সত্যতা ও যর্থাথতা যাচাইয়ে ফ্যাক্টওয়াচ টিম অনুসন্ধান শুরু করে।

কিছু প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ধরে প্রাথমিক অনুসন্ধানে এমন কোনো ধরনের আশানুরূপ ফলাফল পাওয়া যায় নি। ভাইরাল ভিডিওটির দাবি নিয়ে আরো সুনির্দিষ্ট হওয়ার জন্য বাংলাদেশের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট ও ভিসা বাতিল সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে অনুসন্ধান করা হয়। তবে সেখানে এধরণের কোনো সংবাদ বিজ্ঞপ্তি বা তথ্য খুঁজে পাওয়া যায় নি। এছাড়া সাম্প্রতিক সময়ে জাতীয় এবং আন্তর্জাতিক মূলধারার সংবাদমাধ্যমেও এ সংক্রান্ত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায় নি।

ভাইরাল ভিডিওটির উল্লেখিত দাবি নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া না গেলেও ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশীদের জন্য ভিসা নীতি সম্পর্কিত একটি নথি পাওয়া যায়। সেখানে বাংলাদেশীদের জন্য ভিসা আবেদনের নিয়ম সম্পর্কিত নানা তথ্য দেয়া হয়েছে। অন্যদিকে, বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC) ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, বাংলাদেশীদের জন্য ভারতের ভিসা দেয়ার প্রক্রিয়া আগের মতোই রয়েছে। কোনো নাগরিক চাইলে এই ওয়েবসাইটে গিয়ে ভিসার জন্য আবেদন করতে পারেন।

সুতরাং, ফেসবুকে ভাইরাল ভিডিও এর দাবির সপক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য খুঁজে পাওয়া যায় নি।এছাড়াও প্রথম সারির সংবাদমাধ্যম থেকে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ, ভাইরাল ভিডিওর দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন।

তাই সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল ভিডিওটিকে “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।

 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh