“সবগুলো ব্যালট পেপারে নৌকার সিল” – ভিডিওটি সর্বশেষ নির্বাচনের নয়

Published on: January 11, 2024

সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ারকৃত একটি ভিডিও এবং এর কথকের (Narrator) বক্তব্য শুনে মনে হচ্ছে উক্ত ভিডিওটি গত ০৭ জানুয়ারি ২০২৪ এ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময়কার। তবে আলোচিত ভিডিওতে দৃশ্যমান ব্যালট পেপারগুলোতে নৌকা, লাঙল, এবং গোলাপ প্রতীকের পাশাপাশি মই, হাত পাখা, এবং ধানের শীষ প্রতীকও দৃষ্টিগোচর হয়েছে, যা থেকে আমরা বুঝতে পেরেছি এটি সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ব্যালট পেপার নয়। কেননা ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা), এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (ধানের শীষ) অংশগ্রহণ করে নি। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি যথাযথ কিনা তা যাচাই করতে আমরা উক্ত ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে আশানুরূপ কোন ফলাফল পাই নি। পরে আলোচিত ভিডিওটিতে দৃশ্যমান ব্যালট পেপারে কি কি প্রতীক রয়েছে সেটাকে সূত্র হিসেবে ধরে আমরা ভিডিওটির যথাযথতা যাচাই করে দেখেছি। উক্ত ভিডিওতে দৃশ্যমান ব্যালট পেপারগুলোতে যথাক্রমে, নৌকা, লাঙ্গল, মই, হাত পাখা, গোলাপ, এবং ধানের শীষ – প্রতীকগুলো লক্ষ্য করা গেছে। উক্ত প্রতীকগুলোর অধীনে নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ যথাক্রমে, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে আমরা জানি, গত সাতই জানুয়ারির নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নি তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে। গত ০১ এবং ০২ ডিসেম্বর ২০২৩ এ প্রকাশিত মানবজমিন, যুগান্তর, ভয়েস অব আমেরিকা বাংলা, এবং আরটিভি নিউজ এর সংবাদগুলো মারফত যে রাজনৈতিক দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে না তার একটি তালিকা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যেহেতু উক্ত দলগুলো নির্বাচনে অংশগ্রহণই করে নি, সেহেতু ভোট দেওয়ার জন্য ব্যবহৃত ব্যালট পেপারে তাদের প্রতীক থাকবার সম্ভাবনাও নেই। 

তাছাড়া, গত ০৭ জানুয়ারি ২০২৪ এ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত আরেকটি ভিডিওতে দাবি করা হয়েছিল যে, এটি নরসিংদী – ৪ আসনে ব্যালট পেপার ছিনিয়ে সিল মারার ঘটনা। তবে ভিডিওটির ভিজুয়াল কোয়ালিটি অন্যান্য ভিডিওগুলোর তুলনায় ভালো হওয়ায় আমরা সেখানে দৃশ্যমান ব্যালট পেপারগুলোতে প্রার্থীদের নাম বের করতে সমর্থ হয়েছি এবং জানতে পেরেছি যে, এই ব্যালট পেপারগুলো ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর – ৫ আসনের প্রার্থীদের নাম এবং প্রতীক সংবলিত ব্যালট পেপার। অপরদিকে, ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে নরসিংদী – ৪ আসনের প্রার্থীদের তালিকা থেকে যাদের নাম পাওয়া গেছে তাদের সাথে আমাদের আলোচিত ভিডিওটিতে দৃশ্যমান ব্যালট পেপারে উল্লেখিত প্রার্থীদের নামের মিল নেই। সুতরাং, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের নয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর – ৫ আসনের প্রার্থীদের নাম এবং প্রতীকের তালিকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী – ৪ আসনের প্রার্থীদের নাম এবং প্রতীকের তালিকা

এছাড়া, গত সাতই জানুয়ারির নির্বাচনের আগে এবং পরে বিএনপি, বাসদ, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন কিংবা নির্বাচন বর্জনের দাবিতে আয়েজিত কর্মসূচি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত সংবাদগুলো পড়ে উক্ত দলগুলোর নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এমন কিছু সংবাদ পড়ুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

অতএব, উপরের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ব্যালট পেপারে নৌকার সিল – শীর্ষক ভিডিওটি গত সাতই জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের নয়। উক্ত নির্বাচনে যে দলগুলো অংশ নেয় নি এমন তিনটি দলের প্রতীক আলোচিত ভিডিওটিতে দৃশ্যমান ব্যালট পেপারে দেখা গেছে বিধায় আমরা নিশ্চিত হতে পেরেছি যে সেটা সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ এই সিদ্ধান্তে এসেছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি বিভ্রান্তিকর। 

সংযোজন: ১১ জানুয়ারি ২০২৪ এ প্রকাশিত এই প্রতিবেদনটির সাথে সঙ্গতিপূর্ণ হওয়ায় একটি নতুন তথ্য (আলোচিত ব্যালট পেপারগুলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর – ৫ আসনের প্রার্থীদের) যোগ করা হল।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh