সাকিব আল হাসানের জুয়ার বিজ্ঞাপনটি ভুয়া

Published on: February 28, 2024

সম্প্রতি সামাজিক মাধ্যমে “AsapSCIENCE” নামক একটি ফেসবুক পেজ থেকে শেয়ারকৃত ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিকেটার এবং সংসদ সদস্য সাকিব আল হাসান একটি জুয়ার (Betting) প্ল্যাটফর্মের প্রচারণা চালাচ্ছেন! ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে – “সবাই জিতেছে – আপনিও পারেন!  আমরা ইতিমধ্যেই বাঙালিদের ১০,০০০,০০০ টাকা প্রদান করেছি। খেলুন এবং ঝুঁকি ছাড়াই উপার্জন করুন। আমরা ৩ মিনিটের মধ্যে জয়ের অর্থ পরিশোধ করি।” আলোচিত ভিডিওটির কমেন্ট সেকশন পড়ে দেখা গেছে অনেক ব্যবহারকারীই এটিকে সত্য ভেবে নানা মন্তব্য করছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে উক্ত ভিডিওটির অনুরূপ গত ০৮ জুন ২০২৩ এ সাকিব আল হাসানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ারকৃত একটি ভিডিও পাওয়া গেছে, যেখানে সাকিব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ‘নগদ’ এর একটি উদ্যোগ নিয়ে কথা বলছিলেন। সাকিবের পেজ থেকে প্রাপ্ত ভিডিওটিতে তাঁকে কোন জুয়ার প্ল্যাটফর্মের প্রচারণা চালাতে দেখা যায়নি। মূলত প্রকৃত ভিডিওটির কিছু অংশ কেটে তাতে আলাদা অডিও জুড়ে দিয়ে আলোচিত জুয়ার বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে। 

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত বিজ্ঞাপনটি দেখুন এখানে। 

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিতে সাকিব আল হাসান আসলে জুয়ার প্ল্যাটফর্মের প্রচারণা চালাচ্ছিলেন কিনা তা যাচাই করতে আমরা উক্ত ভিডিওটির উৎস অনুসন্ধান করে দেখি। আমাদের অনুসন্ধানে গত ০৮ জুন ২০২৩ এ সাকিব আল হাসানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ারকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে, যার সাথে আলোচিত জুয়ার বিজ্ঞাপনটির মিল রয়েছে। সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বাংলাদেশের মোবাইল ফাইন্যান্স সার্ভিসেস ‘নগদ’ এর কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার চেয়ে কাজের দক্ষতাকে বেশি গুরুত্ব দেয়ার উদ্যেগটি নিয়ে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুকের সাথে কথা বলছেন। উক্ত ভিডিওটির ১৯ সেকেন্ড থেকে ৩৯ সেকেন্ড পর্যন্ত অংশটির সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত জুয়ার বিজ্ঞাপনটির মিল পাওয়া গেছে। তাছাড়া, আলোচিত বিজ্ঞাপনটি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে, কথা বলার সময় সাকিব আল হাসানের ঠোঁটের সাথে তাঁর বলা কিছু বাক্যের সিনক্রেনাইজেশন বা সমলয় বিধান ঠিকমতো হচ্ছে না। অর্থাৎ, ভিডিওটিতে সাকিব যখন কথা বলছিলেন তখন তাঁর কিছু বাক্য বলা শেষ হয়ে যাওয়ার পরও তাঁর ঠোঁটের নড়াচড়া আমাদের দৃষ্টিগোচর হয়েছে। মূলত প্রকৃত ভিডিওটির কিছু অংশ কেটে তার সাথে আলাদা অডিও জুড়ে দিয়ে আলোচিত জুয়ার বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।

ডিসমিসল্যাব নামক বাংলাদেশের একটি ফ্যাক্টচেকিং সংস্থা আলোচিত বিজ্ঞাপনটি নিয়ে ইতিমধ্যে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেটি পড়ুন এখানে

অতএব, উপরের আলোচনা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত সাকিব আল হাসান কর্তৃক প্রচারিত জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপনটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিকে বিকৃত বলে সাব্যস্ত করছে। 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh