এটা কি বেগম খালেদা জিয়ার ৭ বছর পর কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার ভিডিও? 

Published on: February 28, 2024   

যা দাবি করা হচ্ছেঃ এটা বেগম খালেদা জিয়ার দীর্ঘ ৭ বছর পর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার ভিডিও।

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ দাবিটি বিভ্রান্তিকর। বেগম খালেদা জিয়া এ বছর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যাননি। বাস্তবে এই ভিডিওটি ২০১৭ সালের যখন তিনি সর্বশেষ শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন। ২০১৭ সালের আগে তিনি প্রায় প্রতি বছরই  কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেলেও ২০১৭ সালের পরে আর যাননি।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

ফেসবুকে ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে যে,  বেগম খালেদা জিয়া দীর্ঘ ৭ বছর পর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন। তাই এই ভিডিওটি আসলে কোন সময়ের এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য ইউটিউবে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি-বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের একুশে ফেব্রুয়ারি আপলোড করা ভাইরাল ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে যুক্ত বর্ণনা থেকে জানা যায় যে, ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাত দেড়টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ  করেন তিনি।

ভাইরাল ভিডিওটি  ২০১৭ সালের একুশে ফেব্রুয়ারি  বেগম খালেদা জিয়ার  কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার সময়কার এটা নিশ্চিত। কিন্তু ভাইরাল পোষ্টগুলোতে সরাসরি দাবি করা হয়নি যে এবছর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে দীর্ঘ ৭ বছর পর কেন্দ্রীয় শহীদ মিনারে খালেদা জিয়া পুষ্পস্তবক অর্পণ  করেছেন।  সুতরাং ২০১৭ সালের আগের এবং পরের সাত বছর বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়া  থেকে বিরত ছিলেন কি না এ ব্যাপারেও অনুসন্ধান করে দেখে ফ্যাক্টওয়াচ টিম। অনুসন্ধানে দেখা  যায় ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই সাত বছরের মধ্যে  ২০১০, ২০১১, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৭ সালে বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন। শুধু মাত্র ২০১৩ এবং ২০১৫ সালে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে যাননি।

অর্থাৎ, দলীয় নেতাকর্মীদের নিয়ে ২০১৭ সালের আগে বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেলেও ২০১৭ সালের পরে আর যাননি। ২০১৮ সালের ০৮ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ১৯ এপ্রিল পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। কারা মুক্তির পর থেকে এই বছর পর্যন্ত  তার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়ার সপক্ষে মূলধারার সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে প্রমাণ পাওয়া যায়নি।

যেহেতু, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত হচ্ছে সাত বছর কিন্তু, ২০২৪ সালের একুশে ফেব্রুয়ারিতেও বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে দেখা যায়নি।  সুতরাং ‘ভাইরাল ভিডিওটি বেগম খালেদা জিয়ার  ৭ বছর পর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে করতে যাওয়ার সময়কার’ — এই দাবিটি ভিত্তিহীন। তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে বিভ্রান্তিকর হিসেবে সাব্যস্ত করেছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh