টিভি সিরিয়ালের দৃশ্যকে তুরস্কের ভূমিকম্পের ছবি হিসেবে প্রচার

Published on: February 9, 2023

ধ্বংসস্তুপের মাঝে দুজন তরুণ-তরুণী একজন অপরজনকে আঁকড়ে মৃত পড়ে আছে- এমন একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এটি সাম্প্রতিক তুরস্কের ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজের ছবি। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া Game of Thrones টিভি সিরিজের একটি দৃশ্য।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

Game of thrones নামক টিভি সিরিয়ালের সিজন ৮ এপিসোড ৬ এ এই দৃশ্যটা দেখা যায়। এখানে , সিরিয়ালের চরিত্র সার্সেই ল্যানিস্টার (Lena Headey) এবং জেমি ল্যানিস্টার (Nikolaj Coster-Waldau)  কে ইট-পাথরের তলায় চাপা পড়ে মরে থাকতে দেখা যায় । সার্সেই এবং জেমি’র ছোট ভাই টিরিয়ন ল্যানিস্টার ধ্বংসস্তুপ থেকে ইট পাথর সরিয়ে ভাই-বোনের মৃতদেহ দেখতে পান । সিরিয়ালের কাহিনী অনুযায়ী যারা একই সাথে ছিল প্রেমিক-প্রেমিকা।

ইউটিউবে এই অংশের একটা ক্লিপ দেখতে পাবেন এখানে

সার্সেই এবং জেনি’র মৃতদেহ শিরোনামে অনলাইনে কয়েকটি ছবি দেখতে পাবেন এখানে , এখানে , এখানে

এই ছবিটারই অন্য একটি ভার্সন দীর্ঘদিন ধরে অনলাইনে পাওয়া যাচ্ছে। অনেকে এর সাথে গেম অফ থ্রোনস এ জেমির একটি সংলাপ ক্যাপশনে জুড়ে দিয়েছিলেন। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে


সাম্প্রতিক সময়ে তুরস্কে এবং সিরিয়ায় মারাত্মক ভূমিকম্পের পরে এই ছবিটাকেই তুরস্কের ছবি দাবি করা হচ্ছে।

ফ্যাক্টোয়াচ এ সংক্রান্ত পোস্টগুলোকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh