ইউক্রেন প্রেসিডেন্ট নিজেই যুদ্ধে নেমেছেন – ভুল শিরোনামে পুরনো ছবি

Published on: February 28, 2022

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৈন্যদের মনোবল “চাঙ্গা” করতে নিজেই যুদ্ধে নেমেছেন এমন দাবিতে জেলেনস্কির দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেওহা যাচ্ছে ছবি দুইটির একটি ৯ এপ্রিল ২০২১ তারিখে এবং অপরটি ৬ ডিসেম্বর ২০২১ তারিখে তোলা হয়েছে। অর্থাৎ, দুইটি ছবিই যুদ্ধ পূর্ববর্তী সময়ে তোলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধাবস্থায় সৈন্যদের সাথে যোগ দেয়ার ছবি নয়। তাই ফ্যাক্টওয়াচ এমন ছবিসহ ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ইউক্রেন প্রেসিডেন্টের দুটি ছবিসহ উক্ত পোস্টগুলোতে সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবস্থার কথা উল্লেখ করে দাবি করা হচ্ছে, “ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৈন্যদের মনোবল চাঙ্গা করতে নিজেই ময়দানে নেমে গেছেন!!”

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

 প্রথম ছবি

ফেসবুকে ভাইরাল উপরোক্ত ছবির সাহায্যে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে, “Zelensky Urges Ukrainians not to panic and has Message for Close Allies” শিরোনামে ইউক্রেনের পুরাতন ইংরেজি দৈনিক “কিয়েভ পোস্ট (Kyiv Post)” এর ২০ জানুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন সামনে আসে। এই প্রতিবেদনে উপরোক্ত ছবিটি দেখতে পাওয়া যায়।

গত ৬ ডিসেম্বর ২০২১ তারিখে ইউক্রেনের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রেসিডেন্ট জেলেনস্কি দেশটির ডনেটস্ক (Donetsk) অঞ্চল পরিদর্শনে যান। ছবিটি সেদিনের তোলা। সেদিন তিনি সেখানে সৈন্যদের সাথে দেখা করেন এবং তাদের যুদ্ধাবস্থান পরিদর্শন করেন।

৬ ডিসেম্বর ২০২১ তারিখের আরোও কিছু ছবি দেখুন এখানে

দ্বিতীয় ছবি

একইভাবে উপরোক্ত ভাইরাল ছবিটির সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করা হলে, “Why Russia may not be planning the invasion that Ukraine fears” শিরোনামে গত ১৫ এপ্রিল ২০২১ তারিখে ‘বিবিসি’ প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত ছবিটি দেখতে পাওয়া যায়।

সেখানে উক্ত ছবির বিবরণে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত সপ্তাহে পূর্ব ইউক্রেন পরিদর্শন করে আসেন। অর্থাৎ ছবিটি ১৫ এপ্রিল ২০২১ তারিখেরও আগের।

ছবিটি সম্পর্কে বিস্তারিত জানতে পুনরায় অনুসন্ধান করা হলে, ইউরোপিয়ান গণমাধ্যম ”Euractiv” প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় ছবিটি ০৯ এপ্রিল ২০২১ তারিখে তোলা হয়েছে। ‘ইউক্রেনিয়ান প্রেসিডেন্সিয়াল প্রেস সার্ভিস’ প্রকাশিত এই ছবিটি পূর্ব ইউক্রেনের সংঘাতময় একটি জায়গা পরিদর্শনের সময় তোলা হয়েছে।

এছাড়া রাশিয়া-ইউক্রেন এর সার্বক্ষণিক খবর জানতে ‘সিএনএন’ এর একটি সরাসরি প্রতিবেদন পর্যবেক্ষণ করুন এখানে

অতএব, পরিষ্কারভাবে বুঝা যাচ্ছে ভাইরাল ছবি দুইটি সাম্প্রতিক যুদ্ধাবস্থার ছবি নয় বরং যুদ্ধের আগে তোলা ছবি৷ অর্থাৎ, ‘প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই ময়দানে নেমে গেছেন’ এই দাবিটি সঠিক নয়। তাই ফ্যাক্টওয়াচ ভুল দাবি-সংবলিত ফেসবুক পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply