রাজনৈতিক বিষয়ক পরীক্ষায় জাইমা রহমানের বিশ্বে প্রথম হওয়ার তথ্যটি ভূয়া

Published on: December 14, 2021

১৩ ডিসেম্বর ২০২১ তারিখে ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে “আলহামদুলিল্লাহ, লন্ডনের বিশ্ববিদ্যালয়ে থেকে রাজনৈতিক বিষয়ক এক্সাম দিয়ে বিশ্বের এক নম্বর স্থানে উত্তীর্ণ হয়েছি আমি সাবার দোয়া চাই।“ ক্যাপশনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের একটি ছবিযুক্ত পোস্ট শেয়ার করা হয়েছে। অনুসন্ধানে এমন কোনো তথ্য পায়নি ফ্যাক্টওয়াচ। দেশীয় এবং আন্তর্জাতিক কোন সংবাদমাধ্যমে জাইমা রহমান রাজনৈতিক বিষয়ক কোন পরীক্ষা দিয়ে বিশ্বে প্রথম হওয়া সংক্রান্ত কোনো খবর প্রচারিত হয় নি।  

সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজে শেয়ার হওয়া উক্ত পোস্টটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।


অনুসন্ধানে দেখা যায়, উক্ত তথ্যটি সর্বপ্রথম “Zaima Rahman” নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছিল। প্রায় ৪০ হাজার লাইক সংবলিত  “Zaima Rahman” নামে ফেসবুক পেজটির URL এ “kamilahmed21” নাম উল্লেখ রয়েছে। এই বিষয়টিত জের ধরে অনুসন্ধান করতে গিয়ে পেজটির ট্রান্সপারেন্সি সেকশনে গিয়ে দেখা যায় ২০২১ সালের ৯ মার্চ “Kamil Ahmed – কামিল আহমেদ” নামে পেজটি প্রথম তৈরি করা হয়েছিল। একই বছরের ২ মে পেজটির নাম পরিবর্তন করে “নীল চিরুকুট” করা হয়েছিল। এরপর গত ২২শে জুন সর্বশেষ পেজটির নাম পরিবর্তন করে “Zaima Rahman” করা হয়। অর্থাৎ এই পেজটি জায়মা রহমানের নামে পরিচালিত একটি ভূয়া ফেসবুক পেজ।


এর আগে জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এসব অ্যাকাউন্ট সম্পর্কে ২৬ এপ্রিল, ২০২১ তারিখে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে বলেন, “আমি দায়িত্ব নিয়েই বলছি— সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের কোনো অ্যাকাউন্ট নেই। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও ফেসবুক অ্যাকাউন্ট নেই। তবে টুইটারে অ্যাকাউন্ট আছে।“


উল্লেখ্য যে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান লন্ডনের লিংকন্স ইন থেকে ২০১৯ সালে বার-অ্যাট-ল সনদ পেয়েছেন। এর আগে তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন।


জাইমা রহমান নামে পরিচালিত একটি ফেসবুক পেজ থেকে কোন তথ্যসূত্র ছাড়া “রাজনৈতিক বিষয়ক পরীক্ষায় বিশ্বে প্রথম হয়েছে” শীর্ষক যে তথ্য প্রচার করা হচ্ছে তা মূলত ভূয়া। দেশীয় এবং আন্তর্জাতিক কোন সংবাদমাধ্যমে জাইমা রহমান রাজনৈতিক বিষয়ক কোন পরীক্ষা দিয়ে বিশ্বে প্রথম হয়েছেন সংক্রান্ত কোনো খবর পাওয়া যায় নি। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply