“লাশটা এখনো তার খুনিকে ভালোবাসে”- এ ধরনের কোনো টুইট সালমান খান করেননি

Published on: December 14, 2021

সম্প্রতি “লাশটা এখনো তার খুনিকে ভালোবাসে..” শিরোনামে সালমান খানের নামে একটি টুইটের ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে সালমান খানের ভ্যারিফাইড টুইটার, ইন্সটাগ্রাম, ফেসবুক কিংবা কোনো সংবাদমাধ্যমেও এমন কোনো টুইটের অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত সালমান খানের “প্রাক্তনের” বিয়েকে কেন্দ্র করে চলমান হাসি-তামাশার অংশ হিসেবেই এমন একটি পোস্ট করা হয়েছে বলে মনে হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এটিকে “কৌতুক” হিসেবেই সাব্যস্ত করছে।

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে



ভাইরাল এই পোস্টে দেখা যায়, বলিউড অভিনেতা ভিকি কৌসাল এবং ক্যাটরিনা কাইফের “বিয়ের” একটি ছবি এবং এই ছবির সাথে সালমান খানের একটি টুইট যুক্ত করা হয়েছে। এই টুইটে লিখা আছে, “লাশটা এখনো তার খুনিকে ভালোবাসে..”। সেখানে তারিখ হিসেবে ৯ ডিসেম্বর ২০২১ উল্লেখ করা হয়েছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

প্রথম ছবিটি অর্থাৎ ভিকি কৌসাল এবং ক্যাটরিনা কাইফের ছবটি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে ” news.abplive.com” এর একটি ওয়েডিং আ্যালবাম পাওয়া যায়। “Wedding Album: Katrina Kaif & Vicky Kaushal Look Regal In Sabyasachi Outfits” শিরোনামে এই আ্যালবামে বর্তমানে ভাইরাল ছবিগুলো পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ভাইরাল এই ছবিগুলো গত ০৯ ডিসেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত ভিকি এবং ক্যাটরিনার বিয়েরই ছবি।


অন্যদিকে, উক্ত ভাইরাল ছবিতে থাকা সালমান খানের টুইটের অংশটি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে এই বিষয়ে নিশ্চিত হতে সালমান খানের ভ্যারিফাইড টুইটার একাউন্ট পর্যবেক্ষণ করা হলে এমন কোনো টুইটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এছাড়া তার ফেসবুক,  ইন্সটাগ্রাম কিংবা কোনো সংবাদমাধ্যমেও এমন কোনো টুইটের প্রমাণ পাওয়া যায়নি। এমনকি ভিকি এবং ক্যাটরিনার বিয়ে নিয়ে কোনো টুইটই সালমানের একাউন্ট থেকে খুঁজে পাওয়া যায়নি। এই বিয়ে নিয়ে সালমান খানের কোনো প্রতিক্রিয়াও পত্রপত্রিকায় দেখা যায়নি।

ইতিমধ্যে ভিকি এবং ক্যাটরিনার বিয়েকে কেন্দ্র করে ভারতে সালমান খান সম্পর্কিত “মিম” ‘VickyKatrinaWedding’ হ্যাসট্যাগে ট্রেন্ডিংয়ে ছিলো।

এ সম্পর্কে বিস্তারিত পড়ুন এখানে

উল্লেখ্য, বলিউড ভক্তদের মধ্যে জনপ্রিয় একটি গুঞ্জন রয়েছে সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে। তাই নিজের প্রাক্তনের বিয়ের দিনে সালমান খানের ভাবনা কেমন হতে পারে মূলত এই জায়গা থেকেই সাম্প্রতিক বিভিন্ন “ট্রল” এবং “মিম” তৈরি করা হচ্ছে। ভাইরাল সালমান খানের এই বাংলা টুইটটিও এর ব্যতিক্রম কিছু নয়।

অতএব, পরিষ্কার বুঝা যাচ্ছে ভাইরাল এই টুইটটি সালমান খান করেন নি। কারণ তার একাউন্ট থেকে এমন কোনো টুইট খুঁজে পাওয়া যায়নি। এর বাইরে তার ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা কোনো সংবাদমাধ্যমেও এমন কিছু মিলেনি। ক্যাটরিনা কাইফের বিয়েকে কেন্দ্র করে সালমানকে ঘিরে এই ধরনের কৌতুকপূর্ণ পোস্টগুলো প্রকাশিত হচ্ছে। তবে এর উদ্দেশ্য নিছকই “মজা” করা বলেই মনে হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এমন ফেসবুক পোস্টগুলোকে “কৌতুক” হিসেবেই চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

 

Leave a Reply