জাকির নায়েকের পুরনো বক্তব্য কাতার বিশ্বকাপের নামে প্রচার

Published on: November 23, 2022

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এবং সেখানে দাবি করা হয়েছে, এই ভিডিওটি কাতার বিশ্বকাপে ড: জাকির নায়েকের বক্তব্যের খন্ডাংশ। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি কাতার বিশ্বকাপের কোনো বক্তব্যের নয় বরং প্রায় ৬ বছর পূর্বে ধারণ করা। মূলত কাতারের দোহার শহরে জাকির নায়েক একটি বক্তব্য দিয়েছিলেন। বর্তমানে সেই বক্তব্যের একটি অংশ প্রচার করে কাতার বিশ্বকাপে দেয়া বক্তব্য দাবি করা হয়েছে।  

ভাইরাল কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে,

 

৩ মিনিট ১৩ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি মঞ্চে ড: জাকির নায়েক কোনো একজন ব্যক্তির প্রশ্নের জবাবে বিভিন্ন যুক্তি উপস্থাপন করছেন। প্রশ্নকারী জনৈক ব্যক্তিটিও তাঁর উত্তরের বিপক্ষে যুক্তিতর্ক করছেন। ভিডিওটির স্ক্রিনশট নিয়ে রিভার্স সার্চ করা হলে, ৪ জুন ২০১৬ তারিখে cric Fast নামের একটি ইউটিউবে চ্যানেলে Dr. Zakir Naik in Qatar শিরোনামে আপলোড হওয়া একটি ভিডিও পাওয়া যায়। ৩ মিনিট ৪ সেকেন্ডের এই ভিডিওটির সাথে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে।

পরবর্তীতে বিভিন্ন কী-ওয়ার্ডে সন্ধান করে অন্য একটি ইউটিউব চ্যানেলে Does God (Creator) Exist? By Dr Zakir Naik Doha Qatar – 1 শিরোনামে আর একটি ভিডিও পাওয়া যায়। ৩৩ মিনিট ১০ সেকেন্ডের  ভিডিওটি দেখে বোঝা যায়, জাকির নায়েকের বক্তব্যের কিছু অংশ এই ভিডিও থেকে নিয়ে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন শিরোনামে আপলোড করা হয়েছে।

জাকের নায়েকের ভ্যারিফাইড ফেসবুক পেজে সন্ধান করেও এই সংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। সেখানে তিনি পোস্ট করে জানিয়েছেন, ২৬শে মে ২০১৬ তারিখে কাতারের দোহা শহরে তাঁর একটি সেমিনার রয়েছে। উল্লেখ্য, এই সেমিনারের ভিডিও পরবর্তীতে ইউটিউবে প্রকাশিত হয়েছে।


সুতরাং, ২০১৬ সালে ইউটিউবে আপলোড হওয়া ভিডিও এবং জাকির নায়েকের পোস্টে দেখে এটি নিশ্চিত হওয়া গেছে যে, বর্তমানে কাতার বিশ্বকাপে ড: জাকির নায়েকের বক্তব্যের খন্ডাংশ শিরোনামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা মূলত ২০১৬ সালের সেমিনারের ভিডিও।

উল্লেখ্য, ২০২২ ফুটবল বিশ্বকাপ নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক গুজব ছড়িয়েছে। যার উপরে ফ্যাক্টওয়াচ বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে। জাকের নায়েককে নিয়ে ইতিমধ্যে আরও কিছু মিথ্যা দাবি করা হয়েছে। প্রতিবেদনে দেখুন বিস্তারিত।

যে কারণে এমন দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh