পদ্মা সেতু কি বিশ্বের ১১তম দীর্ঘ সেতু ?

Published on: July 1, 2022

পদ্মা সেতু বিশ্বের ১১তম দীর্ঘ সেতু- এমন একটি তথ্য অনলাইনে ভাইরাল হয়েছে। এই তথ্যকে ভিত্তিহীন উল্লেখ করে অনেকে আবার দাবি করছেন, পদ্মা সেতু নাকি বিশ্বের ১২২ তম দীর্ঘ সেতু। ফ্যাক্টওয়াচ চেষ্টা করেছে, বিশ্বের বিভিন্ন সেতুর মধ্যে পদ্মা সেতুর সঠিক অবস্থান বের করতে।

গুজবের উৎস

গত ২৯শে মে থেকে বিশ্বের ১১তম দীর্ঘ সেতুর পুরো নাম ‘পদ্মা বহুমুখী সেতু’- এমন শিরোনামে এই তথ্যটি ভাইরাল হয়। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

ফেসবুকের বাইরে কয়েকটি অনলাইন পোর্টালেও পদ্মা সেতুকে ১১ তম দীর্ঘ সেতু হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন দেখুন- এখানে , এখানে  ।


ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

পদ্মা সেতুকে বিশ্বের ২৫তম দীর্ঘ সেতু দাবি করে বাংলা ট্রিবিউনে ২০১৬ সালে এই খবরটি ছাপা হয়। এখানে জানানো হয়, পৃথিবীর বৃহত্তম সড়ক সেতুগুলোর মধ্যে বাংলাদেশে বাস্তবায়নাধীন পদ্মা সেতুর অবস্থান ২৫তম বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে নদীর ওপর নির্মিত সব সেতুর মধ্যে দৈর্ঘ্যের দিক থেকে পদ্মা সেতুর অবস্থান । – সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী, সেতু মন্ত্রী কিংবা অন্য রাজনীতিবিদ ই বিশ্বে পদ্মা সেতুর অবস্থান নিয়ে কোনো মন্তব্য করেননি। ২৫শে জুন পদ্মা সেতুর উদ্বোধনী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ , আনুষ্ঠানিক বাণী কিংবা রাষ্ট্রপতির বাণীতেও এই তথ্যটি অনুপস্থিত ছিল।

অন্যদিকে , গত ১০ই ডিসেম্বর ২০২০ তারিখে দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় উইকিপিডিয়ার বরাতে এই সেতুকে বিশ্বের ১২২ তম দীর্ঘ সেতু হিসেবে উল্লেখ করা হয়।

সাম্প্রতিক সময়েও সমকাল , ঢাকা মেইল সহ কয়েকটি সংবাদ মাধ্যম পদ্মা সেতুকে ১২২তম দীর্ঘ সেতু হিসেবে উল্লেখ করছে।

সংজ্ঞা অনুযায়ী, পানি, উপত্যকা রাস্তা , রেলপথ কিংবা যে কোনো বাধা অতিক্রম করার জন্য নিচের পথকে অক্ষুন্ন রেখে উপরে যে স্থাপনা বানানো হয়, তাকে ব্রিজ বা সেতু বলে। এই সংজ্ঞা অনুযায়ী, নদী বা সমুদ্রের উপরের সেতু ছাড়াও উচু রেলপথ (যেমন-ঢাকার মেট্রোরেল) কিংবা উচু হাইওয়ে গুলোকেও ব্রিজ বলা হয়।

উইকিপিডিয়ার দীর্ঘতম সেতুর তালিকায়  সবচেয়ে বড় ব্রিজ হিসেবে উল্লেখ রয়েছে ১৬৪ কিলোমিটার দীর্ঘ  Danyang–Kunshan Grand Bridge এর নাম, যেটি আসলে বেইজিং থেকে সাংহাই পর্যন্ত ছুটে যাওয়া হাই স্পিড রেল লাইন এর অংশ। এর অধিকাংশ অংশই ডাঙার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অল্প কিছু অংশ জলাভুমি, নদী বা পার্বত্য এলাকার মধ্য দিয়ে গিয়েছে।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ‘বিশ্বের দীর্ঘতম ১০ সেতু’ নিয়ে ফিচার প্রকাশ করেছে। দেখা যাচ্ছে , এসব ফিচারে উইকিপিডিয়ায় বর্ণিত প্রথম ১০ টি সেতুরই বর্ণনা তুলে ধরা হয়েছে। এ তালিকায় রয়েছে-

১. ডানইয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ, চীন
২. চাংহুয়া-কোয়াশিউং রেলসেতু, তাইওয়া -১৫৭.৩১৭ কিমি
৩. ক্যান্ডি গ্র্যান্ড ব্রিজ, চীন -১১৫.৯ কিমি
৪. টোকিও শিংকাইসেন -১১৪.৪২৪ কিমি
৫. তাইয়ানজিন গ্র্যান্ড সেতু, চীন-১১৩.৭ কিমি
৬. উইনান উইহি গ্র্যান্ড সেতু, চীন-৭৯.৭৩২ কিমি
৭. ব্যাং না এক্সপ্রেসওয়ে, থাইল্যান্ড-৫৪ কিমি
৮. বেইজিং গ্র্যান্ড সেতু, চীন-৪৮.১৫৩ কিমি
৯. মেট্রো ম্যানিলা স্কাইওয়ে, ফিলিপাইন – ৩৯.২ কিমি
১০. লেক পন্টচারট্রেইন কজওয়ে, যুক্তরাষ্ট্র-৩৮.৪৪২ কিমি

এই তালিকার ১১ তম স্থানে রয়েছে  লাইন-১, উহান মেট্রো সেতু, চীন , যার দৈর্ঘ্য ৩৭.৭৭৮ কিমি

এই তালিকায় ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুকে খুঁজতে গিয়ে দেখা গেল , তার অবস্থান ১৩৫ তম। তালিকায় তার উপরে, ১৩৪ তম অবস্থানে আছে ভারতের দিবাং ব্রিজ, যার দৈর্ঘ্য ৬.২ কিলোমিটার।

পদ্মাসেতুর পরের স্থানেই আছে সুইডেন এর ওলান্ড ব্রিজ, যার দৈর্ঘ্য ৬.০৭২ কিলোমিটার।

বিজনেস স্ট্যাণ্ডার্ড পত্রিকার গবেষণায় পদ্মা সেতুর অবস্থান ১২২ তম হিসেবে উল্লেখ করা হয়েছিল গত ডিসেম্বর এ । এই সময়ের মধ্যে বেশ কিছু নতুন সেতু তৈরি হয়েছে। তাই বর্তমানে পদ্মা সেতুর অবস্থান ১৩৫ তম দেখাচ্ছে। যেহেতু নতুন নতুন দীর্ঘ সেতু নির্মাণ থেমে নেই, তাই এই অবস্থানও স্থায়ী কিছু নয়।

তবে উইকিপিডিয়ার তালিকাভুক্ত এই সেতুগুলোর মধ্যে অনেক প্রকারভেদ আছে। কোনোটা নদীর উপর দিয়ে প্রবাহিত সেতু, কোনোটা কিছুটা নদী বা পানির উপর দিয়ে কিছুটা ডাঙার উপর দিয়ে চলা সেতু, আবার কোনোটা পুরোটাই ডাঙার উপর দিয়ে চলা সেতু। তালিকার প্রথম দিককার দীর্ঘ সেতুগুলো সবই ডাঙার উপর দিয়ে চলা অতি দীর্ঘ ট্রেন বা হাইওয়ে সেতু।

সকল ধরনের সেতুর মধ্যে দীর্ঘতম সেতু হিসেবে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস চীনের ডানইয়াং-কুনশান সেতুকেই স্বীকৃতি দিয়েছে।

পানির উপর দিয়ে চলে সেতুগুলোর মধ্যে  গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস  ২ক্যাটাগরিতে দীর্ঘতম সেতুকে তালিকাভুক্ত করে।

Longest bridge over water (continuous) ক্যাটাগরিতে শীর্ষস্থানে আছে আমেরিকার  THE LAKE PONTCHARTRAIN CAUSEWAY BRIDGE । এটি ৩৮.৪২২ কিলোমিটার লম্বা।

এছাড়া Longest bridge over water (aggregate length) ক্যাটাগরিতে শীর্ষস্থান দখল করেছে HONG KONG-ZHUHAI-MACAU BRIDGE যা ৪৮.৩ কিলোমিটার দীর্ঘ ।

গিনেজ রেকর্ডস এ শীর্ষস্থান ছাড়া দ্বিতীয়, তৃতীয় বা অন্যান্য স্থান অর্জনকারীদের কোনো রেকর্ড রাখা হয়না। তাই পদ্মা সেতুর অবস্থান গিনেজ রেকর্ডস এ জানা সম্ভব হয়নি।

উইকিপিডিয়ার ১৩৫ টা সেতুর মধ্যে ফ্যাক্টওয়াচ চেষ্টা করেছে শুধুমাত্র পানির উপর দিয়ে প্রবাহিত সেতুগুলোর তালিকা করতে । ফ্যাক্টওয়াচ টিম প্রতিটা সেতুর উইকিপিডিয়া পেজ , গুগল ম্যাপ এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্য থেকে যাচাই করেছে এটি পানির উপরে প্রবাহিত সেতু কিনা ।

উদাহরনস্বরূপ- তালিকার দীর্ঘতম HONG KONG-ZHUHAI-MACAU BRIDGE TUNNEL SYSTEM এর সম্পূর্ণ দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার। এর ৩ টি অংশ ।  ৬.৭ কিলোমিটার হল পানির নিচের টানেল, ২২.৯ কিলোমিটার হল মূল ব্রিজ, ১২ কিলোমিটার হংকং জুহাই লিঙ্ক রোড । তালিকায় শুধুমাত্র ২২.৯ কিলোমিটার এর ব্রিজ অংশকেই নিবেচনা করা হয়েছে।

দেখা গেল, এই তালিকায় পদ্মা সেতুর অবস্থান ৪০ তম। ফ্যাক্টওয়াচের পাঠকদের জন্য এই তালিকাটি উল্লেখ করা হল ।

অবস্থান নাম দৈর্ঘ্য (কিলোমিটার)
40 Padma bridge 6.15
39 Dibang River Bridge 6.2
38 Richmond–San Rafael Bridge 6.503
37 St. George Island Bridge 6.588
36 Sunshine Skyway Bridge 6.6
35 Green Belt-West 6.611
34 Xiangshan Harbor Bridge 6.761
33 Great Belt-East 6.79
32 Chesapeake Bay Bridge 6.9
31 Huey P. Long Bridge 7.009
30 James River Bridge 7.071
29 Virginia Dare Memorial Bridge 7.16
28 Maestri Bridge 7.693
27 Öresund Bridge 7.845
26 Mackinac Bridge 8.038
25 Sutong Bridge 8.206
24 Yangpu Bridge 8.354
23 Penang Bridge 8.4
22 General Rafael Urdaneta Bridge 8.6
21 Rio–Niterói Bridge 8.836
20 I-10 Twin Span Bridge 8.851
19 Cebu-Cordova Link Expressway 8.9
18 Bhupen Hazarika Setu 9.15
17 Norfolk Southern Lake Pontchartrain Bridge 9.3
16 Shanghai Yangtze River Bridge 9.97
15 Seven Mile Bridge 10.887
14 San Mateo–Hayward Bridge 11.27
13 Vasco da Gama Bridge 12.345
12 Confederation Bridge 12.9
11 Temburong Bridge 14.6
10 Jiaozhou Bay Bridge 16.1
9 Sultan Abdul Halim Muadzam Shah Bridge 16.9
8 Crimean Bridge 18.1
7 Incheon Bridge 18.38
6 Jintang Bridge 18.4
5 Chesapeake Bay Bridge-Tunnel 19
4 Hong Kong Zhuhai Macau Bridge 22.9
3 Hangzhou Bay Bridge 35.673
2 Sheikh Jaber Al-Ahmad Al-Sabah Causeway 36.14
1 Lake Pontchartrain Causeway 38.4

অর্থাৎ, এটা পরিষ্কার যে কোনো অবস্থাতেই পদ্মাসেতু বিশ্বের ১১তম দীর্ঘ পদ্মা সেতু নয়। ফেসবুকে যারা পদ্মাসেতুকে ১১তম দীর্ঘ সেতু বলে দাবি করছেন , তারাও কোনো তথ্যসূত্র দেখাতে ব্যর্থ হয়েছেন।

তাই , নির্দিষ্ট কোনো ক্যাটাগরি উল্লেখ না করে যেসকল ফেসবুক পোস্টে পদ্মাসেতুকে ‘বিশ্বের ১১তম দীর্ঘ সেতু’ হিসেবে দাবি করা হচ্বিছে, সেসকল পোস্টকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply