২০৩০ সালে তিনটি ঈদ হবে না, তবে দুটি রমজান মাস হবে

Published on: April 15, 2022

সম্প্রতি ২০৩০ সালে একই বছরে ২ টি রমজান ও ৩ টি ঈদ (২ টি ঈদুল ফিতর, ১ টি ঈদুল আজহা) পালিত হবে দাবি করে একটি খবর ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে জানা যায়, তথ্যটি অর্ধসত্য। ২০৩০ সালে ২ টি রমজান মাস পাওয়া যাবে ঠিকই তবে ঈদ ৩ টি নয় বরং ২ টিই হবে। অর্থ্যাৎ, ২ টি ঈদুল ফিতর নয়, ১ টি ঈদুল ফিতর পালিত হবে। কারণ ২০৩০ সালের ২৬ ডিসেম্বর আনুমানিকভাবে দ্বিতীয় রমজান মাস শুরু হবে। সে হিসেবে রমজান শেষে ঈদ আসবে ২০৩১ সালের জানুয়ারিতে। তাই ২০৩০ সালে ১ টি ঈদুল ফিতর এবং ১ টি ঈদুল আজহা পাওয়া যাবে। তাই ফ্যাক্টওয়াচ এই দাবিকে “আংশিক মিথ্যা” চিহ্নিত করছে।

 

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশন ১০ এপ্রিল, ২০২২ এ “২০৩০ সালে রমজান মাস হবে ২ টি , ঈদ ৩ টি!”  শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই খবরটিকেই মূলত বিভিন্ন ওয়েবসাইট এবং ফেসবুকে ভাইরাল হতে দেখা যাচ্ছে।সেখানে বলা হয়,” প্রতিবছর একমাস ব্যাপী রমজান পালন শেষে দুটি ঈদ পালন করে সমগ্র মুসলিম ধর্মাবলম্বীরা। তবে ২০৩০ সালটি হবে ভিন্ন। এই বছর দুটি রমজান ও দুটি ঈদুল ফিতর পালন করতে হবে। অর্থাৎ ওই বছর মোট ৩টি ঈদ (২টি ঈদুল ফিতর এবং একটি ঈদুল আজহা) পালন করবে বিশ্বের মুসলিমরা। এ তথ্য নিতান্তই কাল্পনিক নয়। লুনার ক্যালেন্ডার অনুযায়ী এবং চাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করে এমনটিই বলেছেন বিশেষজ্ঞরা “।

চন্দ্র গবেষক মিনহাল খানের বরাতে বলা হয়,”লুনার ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর রমজান মাস ১০-১১ দিন এগিয়ে আসে। সে অনুযায়ী ২০৩০ সাল নাগাদ আমরা জানুয়ারিতে একটি রমজান পাবো এবং একই বছরের ডিসেম্বরে গিয়ে আরও একবার এই পবিত্র মাস পালনের সুযোগ পাবো”

এছাড়াও আরো কয়েকটি ওয়েবপোর্টালের প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল খবরের ৩ টি ঈদের দাবির সত্যতা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধান করা হলে, সংযুক্ত আরব আমিরাতের দৈনিক খালেজি টাইমসের একটি প্রতিবেদন পাওয়া যায়। “Two Ramadans in one year in UAE?” শিরোনামে ২৯ জুলাই, ২০১৯ এ প্রকাশিত এই প্রতিবেদনে বলা হচ্ছে, ২০৩০ সালের প্রথম রমজান মাস শুরু হবে জানুয়ারি ৬ তারিখে এবং দ্বিতীয় রমজান মাসটি শুরু হবে ২৬ ডিসেম্বর।

সেখানে সূত্র হিসেবে ইনফো প্লিজের একটি তালিকার কথা উল্লেখ করা হয়। তালিকাটি দেখুনঃ

তালিকাটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে, সেখানে দুইটি ঈদুল ফিতরের উল্লেখ নেই। একটি ঈদুল ফিতর এবং একটি ঈদুল আজহা পালিত হবে যথাক্রমে ফেব্রুয়ারি ৫ এবং এপ্রিল ১৪, ২০৩০ এ।

যেহেতু ২০৩০ এর রমজান শুরু হবে ২৬শে ডিসেম্বরে, সেহেতু ১ মাস পরে ২০৩১ সালের ২৫শে জানুয়ারি ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে । টাইম এ্যান্ড ডেট ডট কম ও সে কথাই বলছে।

যমুনা টিভির খবরটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে সেখানে সূত্র হিসেবে দ্য ইসলামিক ইনফরমেশন এর নাম ব্যবহার করা হয়। পরবর্তীতে অনুসন্ধান করে দ্য ইসলামিক ইনফরমেশন এর ওই প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

এখানেও ৩ টি ঈদ পালিত হওয়ার দাবি করা হয়। তবে এর পক্ষে কোনো যুক্তি বা প্রমাণ সেখানে পাওয়া যায়নি। লুনার এক্সপার্ট মিনহাল খান এবং দুবাই আ্যস্ট্রোনোমি গ্রুপের প্রধান নির্বাহী অফিসার হাসান আহমেদ আল হারিরির বরাতে ২০৩০ সালে দুইটি রমজান মাসের খবরটি নিশ্চিত করা হয়। জানানো হয় যে, প্রতিবছর যেহেতু রমজান মাস ১০ থেকে ১১ দিন পিছিয়ে আসছে সে হিসেবে ২০৩০ এ দুইটি রমজান মাস পাওয়া যাবে। তবে সেখানে মিনহাল খানের টুইটের কথা বলা হলেও টুইটের কোনো ছবি বা প্রমাণ দেওয়া হয়নি।

পুনরায় অনুসন্ধান করা হলে, এস্কুয়ার মিডল ইস্টের একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে মিনহাল খানের একটি টুইটের উল্লেখ পাওয়া যায়। তবে মিনহাল খানের টুইটার লিংকটি খুঁজে পাওয়া যায়নি৷ তিনি বলেন, প্রতিবছর রমজান মাস ১০ থেকে ১১ দিন পিছিয়ে যাচ্ছে তাই ২০৩০ সালে দেখা যাবে জানুয়ারিতে এবং ডিসেম্বরে দুইবার রমজান মাস পাওয়া যাচ্ছে।

এছাড়া একই প্রতিবেদনে হাসান আহমেদ আল হারিরির বক্তব্যটিও পাওয়া যায়। তার কথায়ও সেখানে দুইটি ঈদুল ফিতরের উল্লেখ নেই। এই প্রতিবেদন অনুযায়ী ২০৩০ সালে প্রথম রমজান মাস জানুয়ারিতে এবং দ্বিতীয় রমজান মাসটি ডিসেম্বরের শেষের দিকে পালিত হবে।

 

অন্যদিকে, এস্কুয়ার মিডল ইস্টের আরেকটি প্রতিবেদন পাওয়া যায় যেখানে বলা হয়, ২০৩৩ সালে দুইটি ঈদুল ফিতর দেখা যাবে।

উল্লেখ্য, এস্কুয়ার মিডল ইস্টের একটি লিংকে ২০৩০ সালে দুইটি ঈদের উল্লেখ পাওয়া যায়। তবে মূল খবরটিতে সালটি ২০৩০ নয় বরং ২০৩৩ দেখতে পাওয়া যায়।


তারিখ, সময় এবং আবহাওয়ার পূর্বাভাস এর জনপ্রিয় ওয়েবসাইট, টাইম এ্যান্ড ডেট ডট কম এ গিয়ে জানা যাচ্ছে, ২০৩০ সালে কেবলমাত্র ২ টা ঈদই হবে। তবে ২০৩৩ সালে ৩ টি ঈদ অনুষ্ঠিত হবে । প্রথমবার, ৩রা জানুয়ারী অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতর। দ্বিতীয়বার, ১১ই মার্চ অনুষ্ঠিত হবে ঈদ উল আজহা। এবং তৃতীয়বার,২৩শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে আরেকটি ঈদুল ফিতর।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এসব উৎসবের তারিখের ১ দিন হেরফের হতে পারে। তবে যেহেতু কোনো তারিখই ১ জানুয়ারি বা ৩১ শে ডিসেম্বরে নয়, তাই ২০৩৩ সালের ঈদ অন্য বছরে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই নিশ্চিতভাবে বলা যায় ,২০৩৩ সালে ৩ টা ঈদ হতে যাচ্ছে।

একই সাথে, ২০৩৩ সালের প্রথম ২ দিন রমজান মাসের অন্তর্গত থাকবে। কাজেই , ২০৩৩ সালকে ২ রমজান,৩ ঈদের বছর বলা যায়।

আরেকটি ব্যাপার লক্ষনীয় । সেটা হল, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ,  ২০৩০ বা ২০৩৩ ,বা অন্য কোনো বছরেই পূর্ণাঙ্গ ২ টি রমজান মাস পাওয়া যাবে না । একটি রমজান মাস ,এবং আরেকটি রমজান মাসের অংশবিশেষ পাওয়া যাবে প্রতিক্ষেত্রে।

২০৩০ খৃষ্টাব্দে হিজরি ১৪৫১ সালের পূর্ণ রমজান মাস পাওয়া যাবে। সেই সাথে ১৪৫২ হিজরি সালের রমজান মাস আংশিক (৬ দিন) পাওয়া যাবে।

অন্যদিকে, ২০৩৩ সালের শুরুতে হিজরি ১৪৫৪ সালের রমজানের ২ দিন পাওয়া যাবে। সেই সাথে পাওয়া যাবে হিজরি ১৪৫৫ সালের রমজান মাসের পুরো ৩০ দিন।

কাজেই ,২০৩০ সালে দুইটি রমজান পাওয়া যাবে -কথাটাও বিভ্রান্তিকর। ২০৩০ সালে দুইটি রমজান মাসের অংশবিশেষ পাওয়া যাবে, কিংবা দুইটি রমজান মাসের সূচনা হবে ২০৩০ সালে-এমনভাবে বলা যেতে পারে।

 

 

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

২০৩০ সালে দুইটি রমজান মাসের সূচনা হবে ।তবে উক্ত বছরে ৩ টি ঈদ পাওয়া যাবে, এই তথ্যটি সঠিক নয়। বরং অনুসন্ধানে দেখা যাচ্ছে, ২০৩৩ সালে ৩টি ঈদ অনুষ্ঠিত হবে । মূলত গ্রেগরিয়ান ক্যালেন্ডার এবং হিজরি ক্যালেন্ডার এর পার্থক্যের কারণেই এমন ঘটনা ঘটবে। তাই ফ্যাক্টওয়াচ ২০৩০ সালে দুইটি রমজান এবং তিনটি ঈদের দাবিকে “আংশিক মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply