ময়ূরের বাচ্চার ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো

Published on: May 15, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে “ময়ূরের ডিম এবং বাচ্চা” ক্যাপশন সহযোগে দুটো থেকে তিনটি ছবি সংবলিত কিছু পোস্ট শেয়ার হতে দেখা গেছে যা থেকে মনে হতে পারে যে ছবিগুলো প্রকৃতই ময়ূরের ডিম এবং ময়ূরের বাচ্চার। তবে, ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে যে, উক্ত পোস্টগুলোতে ব্যবহৃত যে ছবিটিকে ময়ূরের ডিম বলে দাবি করা হচ্ছে তা আসলে অলঙ্কৃত (Decorated) করা হয়েছে। সাধারণত, ময়ূরের ডিম সাদা কিংবা হালকা বাদামী রঙের হয়। তাছাড়া, উক্ত পোস্টগুলোতে ব্যবহৃত যে ছবিগুলোকে ময়ূরের বাচ্চা বলে দাবি করা হচ্ছে সেগুলো বাস্তব নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দ্বারা তৈরি করা হয়েছে। যেহেতু, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টগুলোর ক্যাপশনে উল্লেখ করা হয়নি যে ময়ূরের ডিমগুলো অলঙ্কৃত করা কিংবা ময়ূরের বাচ্চাগুলো এআই দ্বারা তৈরি সুতরাং, সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ উক্ত পোস্টগুলোকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

Image: Example of a viral Facebook post

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টগুলোতে যে ছবিটিকে ময়ূরের ডিম বলে দাবি করা হচ্ছে তার যথাযথতা যাচাই করতে আমরা উক্ত ছবিটি ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করি এবং iStock নামক একটি ইন্টারনেট ফটো লাইব্রেরিতে ঐ ছবিটির অনুরূপ আরেকটি ছবি খুঁজে পাই। iStock থেকে প্রাপ্ত ছবিটির বর্ণনায় লেখা আছে যে, এটি ইস্টার অনুষ্ঠানের জন্য সাজানো বা অলঙ্কৃত করা হয়েছে। তাছাড়া, Birdfact নামক একটি ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি যে, ময়ূরের ডিম সাধারণত হালকা বাদামি রঙের হয়।

Image: Excerpt from the iStock photo library

 

Image: Excerpt from the Birdfact website

 

অন্যদিকে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টে যে ছবিগুলোকে ময়ূরের বাচ্চা বলে দাবি করা হচ্ছে তার সত্যতা যাচাই করতে আমরা ঐ ছবিগুলো নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি এবং Adobe Stock নামক একটি ইন্টারনেট ফটো লাইব্রেরিতে ঐ ছবিগুলোর অনুরূপ দুটো ছবি খুঁজে পাই। Adobe Stock থেকে প্রাপ্ত ছবিগুলোর বর্ণনা থেকে জানা গেছে যে, ঐ ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দ্বারা তৈরি করা হয়েছে। তাছাড়া, Birdfact নামক ওয়েবসাইটেও সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ময়ূরের বাচ্চার ছবির  অনুরূপ একটি ছবি দেখতে পাওয়া গেছে এবং সেখানে স্পষ্ট বলা আছে যে এটি আসল ময়ূরের বাচ্চার ছবি নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ঐ ওয়েবসাইটটিতে বাস্তবে ময়ূরের বাচ্চা দেখতে কেমন হয় সেই ছবিও দেওয়া হয়েছে।

Image: Excerpt from the Adobe Stock photo library

 

Image: Excerpt from the Birdfact website

 

অতএব, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ময়ূরের ডিমের ছবিটি অলঙ্কৃত করা এবং বাচ্চার ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয়েছে।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টগুলোর দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh