৩৫ হাজার ফুট উঁচুতে শিশুর জন্ম হওয়ার খবরটি চার বছর আগের

Published on: August 1, 2021

সম্প্রতি “৩৫ হাজার ফুট উঁচুতে মধ্য আকাশে জন্ম নিলো শিশু, আজীবন আকাশ ভ্রমণ ফ্রি” শিরোনামে একটি খবর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। খবরে দাবি করা হয়েছে, সৌদি আরব থেকে ভারত যাবার পথে এক শিশু জন্ম নেয়ায় তাকে আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণের সুবিধা দিয়েছে ভারতের বেসরকারি এয়ারলাইন্স জেট এয়ারওয়েজ। ঘটনাটি সত্য হলেও প্রায় চার বছর আগের, আর ছবিটি টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে অনুরূপ ঘটনার ছবি। ফলে নতুন করে প্রতিবেদন করার বিষয়টি ফ্যাক্টওয়াচের বিবেচনায় বিভ্রান্তিকর।

‘vairalnews.com’, ‘jamunanew.com’সহ একাধিক অনলাইন পোর্টালের বরাত দিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে খবরটি ভাইরাল হয়েছে। “৩৫ হাজার ফুট উঁচুতে মধ্য আকাশে জন্ম নিলো শিশু, আজীবন আকাশ ভ্রমণ ফ্রি” এবং “মাঝ আকাশে ৩৫ হাজার ফুট উঁচুতে জন্ম নিলো শিশু, আজীবন আকাশ ভ্রমণ ফ্রি!” শিরোনামে পোস্টগুলো দেখুন এখানে এখনে এখানে এখানে এখানে এখানে এখানে এখানে এখানেএখানে

 

 

 

 

 

 

 

 

ফ্যাক্টওয়াচ যাচাই করে দেখে, ১৮ জুন ২০১৭ তারিখে সৌদি আরব থেকে ভারতে যাবার পথে ৩৫ হাজার ফুট উঁচুতে কোনো এক শিশুর জন্ম হয়। ভারতের বেসরকারি এয়ারলাইন্স জেট এয়ারওয়েজে ঘটেছে এমন ঘটনা। পরের দিন ১৯ জুন জেট এয়ারওয়েজ তাদের অফিসিয়াল টুইটারে শিশুটিকে আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণের সুবিধা দেয়ার বিষয়টি ঘোষণা করে। “Welcome to the world! 👶” ক্যাপশনে টুইটটি দেখুন এখানে

স্ক্রিনশট

 

অন্যদিকে, উক্ত ভাইরাল খবরগুলোতে যে ছবিটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেখানে দেখা যাচ্ছে চার জন কেবিন ক্রু একটি শিশুকে কোলে নিয়ে আছে। ছবিটি দেখে মনে হতে পারে এটি জেট এয়ারওয়েজে শিশুটির জন্ম নেয়ার ঘটনা। কিন্তু বাস্তবে ছবিটি নেয়া হয়েছে একই ধরণের আরেকটি ঘটনা থেকে। এর আগে ৮ এপ্রিল ২০১৭ তারিখে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪২ হাজার ফুট উঁচুতে এক শিশুর জন্ম হয়েছিল। সে সময় টার্কিশ এয়ারলাইন্সের কেবিন ক্রুরা শিশুটিসহ উক্ত ছবিটি তুলেছিলেন। ‘Turkish cabin crew help woman give birth at 42,000ft’ শিরোনামে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনটি পড়ুন এখানে

টার্কিশ এয়ারলাইন্সে জন্ম নেয়া শিশুটিসহ কেবিন ক্রুদের ছবিটি দেখুন

ছবি সূত্রঃ বিবিসি
ছবি সূত্রঃ বিবিসি

 

অর্থাৎ, ৩৫ হাজার ফুট উঁচুতে মধ্য আকাশে শিশুর জন্ম নেয়ার খবরটি পুরনো যা সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। পাশাপাশি নতুন পোস্টগুলোতে ব্যবহৃত ছবিটিও ভিন্ন একটি ঘটনা থেকে নেয়া হয়েছে। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায়, এই প্রতিবেদনটি বিভ্রান্তিকর। পোস্টের সময়কাল চার বছর আগের, এবং ছবিটিও ভিন্ন একটি বিমানের।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

Leave a Reply