কাবা শরীফের ভেতর থেকে সাঈদীর বের হবার ছবিটি বিকৃত 

Published on: August 17, 2023

সম্প্রতি ফেসবুক একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দেলাওয়ার হোসাইন সাঈদী কাবা শরীফের ভেতর থেকে বের হচ্ছেন। কাবা শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে সক্ষম পাঁচজন ব্যক্তির মধ্যে আল্লামা সাঈদী একজন – এই দাবির ধারাবাহিকতায় প্রমাণস্বরূপ ফেসবুকে ছবিটি ছড়ানো হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, নাইজেরিয়ান প্রেসিডেন্ট বুহারির কাবা শরীফের ভেতর থেকে বের হয়ে আসার ছবিটি এডিট করে বুহারির মাথার জায়গায় সাঈদীর মাথার ছবি বসানো হয়েছে। তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ ছবিকে বিকৃত আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস 

সাঈদীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে গত ১৫ আগস্ট থেকে ফেসবুকে ছবিটি ভাইরাল হতে থাকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান 

স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে দেলাওয়ার হোসাইন সাঈদীর পবিত্র কাবা শরীফের ভেতর থেকে বের হওয়ার কোনো ছবি খুঁজে পাওয়া যায় না। 

এদিকে একাধিক নাইজেরিয়ান সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে , ২০১৬ সালে নাইজেরিয়ান রাষ্ট্রপতি মোহাম্মদ বুহারি পবিত্র কাবা শরীফের অন্দরমহল পরিদর্শন করেন। সেখানে রাষ্ট্রপতি বুহারির কাবা শরীফের ভেতর থেকে নিজস্ব দলের সাথে বের হয়ে আসার ছবি পাওয়া যাচ্ছে, যা সাঈদীর ছবিটির সাথে হুবহু মিলে যাচ্ছে। নাইজেরিয়ান গণমাধ্যমের রিপোর্ট দেখুন এখানে, এখানে


বুহারি এবং সাঈদী দুজনের কাবা শরীফ থেকে বের হয়ে আসার ছবি দুটো তুলনা করলে তাদের ব্যাকগ্রাউন্ড, সাথের ব্যক্তিবর্গ, সবার দাঁড়ানোর ভঙ্গিমা এবং সবার পোশাক হুবহু মিলে যাচ্ছে। 

সুতরাং সবকিছু বিবেচনা করে প্রতীয়মান হচ্ছে যে, নাইজেরিয়ান রাষ্ট্রপতি বুহারির কাবাঘর থেকে বের হয়ে আসার ২০১৬ সালের ছবিটিকে বিকৃত করে বুহারির মাথার জায়গায় সাঈদীর মাথার ছবি বসিয়ে দাবি করা হচ্ছে ,সাঈদী কাবার অন্দরমহলে প্রবেশ করার অনুমতি পাওয়া বিশেষ ব্যক্তিবর্গের একজন। তাই ফ্যাক্টওয়াচ ছবিকে বিকৃত সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh