Published on: August 16, 2023
![]() |
গুজবের উৎস
১৪ আগস্ট HSC Discussion Group 2023 নামক একটি জনপ্রিয় ফেসবুক গ্রুপে বেনামে একাধিকবার এ পোস্ট করা হয়। এছাড়াও HSC Exam Update নামক একটি পেইজ থেকেও ফটোকার্ডটি শেয়ার করা হয়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
ফটোকার্ডটি প্রকাশের তারিখ দেয়া আছে ১৪ আগস্ট ২০২৩। প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে উক্ত তারিখ এবং তার পরবর্তী তারিখের সংবাদ সন্ধান করে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায় নি। প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে জানানো হচ্ছে যে প্রথম আলোর নামে ছড়ানো এ ছবিটি নকল ও মিথ্যা প্রচারণা, এবং সংবাদটি ভুয়া।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি আসন্ন এইচএসসি পরীক্ষা বিষয়ে জরুরি মিটিং ডেকেছেন এমন কোনো সংবাদ মূলধারার অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায় নি।
উল্লেখ্য, একই ফেসবুক গ্রুপ থেকে আগেও প্রথম আলোর ফটোকার্ড ব্যবহার করে এইচএসসি পরীক্ষা পেছানোর গুজব ছড়ানো হয়েছিলো। এ প্রসঙ্গে ফ্যাক্টওয়াচের রিপোর্ট দেখুন এখানে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
|