আসন্ন এশিয়া কাপে দলে ফিরছেন মাহমুদুল্লাহ রিয়াদ?

Published on: July 26, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এশিয়া কাপের দল ঘোষণা করছেন। তাঁর ঘোষিত দলটিতে মাহমুদুল্লাহ রিয়াদ অন্তর্ভুক্ত হয়েছেন। উল্লেখ্য, মাহমুদুল্লাহ রিয়াদ জাতীয় দলে আবার জায়গা পেয়েছেন, এমন সংবাদের কারণে সাধারণ ব্যবহারকারীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রমাণস্বরূপ মিনহাজুল আবেদীন নান্নুর ভিডিওটি প্রচার করছে। তবে, ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে যে, দল ঘোষণার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ১৩ আগস্ট ২০২২ তারিখের। সুতরাং পুরনো সংবাদ নতুন করে ভাইরাল হবার কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: 

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ঘোষণাটি সাম্প্রতিক সময়ের কিনা জানতে বিভিন্ন কী-ওয়ার্ড ধরে ইউটিউবে অনুসন্ধান করা হয়। এ বিষয়ে চ্যানেল ২৪ ও যমুনা টেলিভিশনে প্রকাশিত একটি সংবাদ পাওয়া যায়। সেখানে দেখা যায়, ১৩ আগস্ট ২০২২ তারিখে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড । জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু স্কোয়াডটি ঘোষণা করেন। সাকিব আল হাসানের নেতৃত্বে ওই দলে ছিলেন এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, মেহেদী মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ এবং  সাব্বির রহমান।  বিস্তারিত দেখুন এখানে এবং এখানে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২২ এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে ঘরে ফেরে বাংলাদেশ।

বলাবাহুল্য, ২০২২ এশিয়া কাপে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দল ঘোষণা করা হয়েছিল। সেই ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে। তবে আসন্ন ২০২৩ এশিয়া কাপে মাহমুদুল্লাহ রিয়াদ দলে থাকছেন কিনা জানতে সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদন এবং বিসিবি কর্মকর্তাদের বক্তব্য খতিয়ে দেখা হয়। যদিও সবকিছু দেখে এ বিষয়টি সুস্পষ্ট নয় যে তিনি দলে থাকবেন কিনা। এছাড়া দীর্ঘদিন ধরেই জাতীয় দলে ডাক পাননি মাহমুদুল্লাহ রিয়াদ।

উল্লেখ্য, এশিয়া কাপের দল নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ এমনটি জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের এশিয়া কাপের আসর। তবে এখনো পর্যন্ত এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদও প্রকাশিত হয়নি।

সুতরাং, “মাহমুদুল্লাহ রিয়াদ আবারো ফিরে আসলো এশিয়া কাপের দলে” এমন দাবির কোনো সাম্প্রতিক ভিত্তি নেই। যে কারণে এসকল দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ “বিভ্রান্তিকর” চিহ্নিত করেছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh