ভারতের অযোধ্যা রেল স্টেশনের দৃশ্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো

Published on: November 27, 2023

যা দাবি করা হচ্ছেঃ এগুলো ভারতের অযোধ্যা রেল স্টেশনের বর্তমান দৃশ্য।

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ অযোধ্যা রেল স্টেশনের এই দৃশ্যগুলো বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা। যদিও অযোধ্যায় নির্মাণাধীন রাম মন্দিরের আদলেই অযোধ্যা রেল স্টেশনটির পুনর্নির্মাণ কাজ চলমান, তবে তার সাথে ফেসবুকে শেয়ার হওয়া ছবিগুলোর কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এসব ছবি-সংবলিত পোস্টকে মিথ্যা সাব্যস্ত করছে।

ফেসবুকে শেয়ার হওয়া এমন কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ভারতীয় রেলওয়ে কর্তৃক দেশটির উত্তর প্রদেশে অবস্থিত অযোধ্যা রেলওয়ে স্টেশনের সংস্কার এবং পুনর্নির্মাণ করার কাজ চলছে। শ্রী রামের জন্মভূমি অযোধ্যায় একটি রাম মন্দিরটি নির্মান করা হচ্ছে যার আদলে এই স্টেশনটিও নির্মাণ করা হচ্ছে। রাম মন্দির এবং অযোধ্যা  স্টেশনটি উদ্বোধন করার জন্য আগামী ২২ জানুয়ারীকে একটি সম্ভাব্য দিন হিসেবে ধার্য করা হয়েছে।

এই নির্মানাধীন অযোধ্যা স্টেশনটির দৃশ্য দাবিতে ফেসবুকে বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করা  হচ্ছে। ছবিগুলো জোড়া লাগিয়েই ভিডিওটি বানানো হয়েছে। তাই ভাইরাল ছবিগুলো ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করা হলে Amar নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি পোষ্ট খুঁজে পাওয়া যায়। সেখানে ভাইরাল ছবিগুলো খুঁজে পাওয়া যায়, যার ক্যাপশনে লেখা ছিল “Hope so”।

এই পোষ্টের রিপ্লাই সেকশনে দ্য মধ্য প্রদেশ ইনডেক্স নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে দুইটি ছবির তুলনা করে একটি পোষ্ট করা হয়। প্রথম ছবিটির সাথে ভাইরাল হওয়া একটি ছবির মিল খুঁজে পাওয়া। এই ছবিকে নির্দেশ করে লেখা ছিল ‘এটা যেমন হতে পারত’, এবং দ্বিতীয় ছবিকে নির্দেশ করে লেখা ছিল ‘বাস্তবে এটা যেমন’।

তাই দ্বিতীয় ছবিটির ব্যাপারে আরও নিশ্চিত হওয়ার জন্য একে ব্যবহার করে আবার রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে দ্য ফিনান্সিয়ালএক্সপ্রেসের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত অযোধ্যা রেল স্টেশনের চলমান পুনর্নির্মাণ সংক্রান্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে এই  স্টেশনের কিছু ছবির মধ্যে দ্বিতীয় ছবিটি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ দ্বিতীয় ছবিটি হচ্ছে অযোধ্যা রেল স্টেশনের বাস্তব দৃশ্য। এছাড়াও ভারতের রেলপথ মন্ত্রণালয়ের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে অযোধ্যা রেল স্টেশনের বাস্তব কিছু ছবি খুঁজে পাওয়া যায়। যার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, অযোধ্যার নির্মাণাধীন রাম মন্দিরের আদলেই অযোধ্যা রেল স্টেশনটির পুনর্নির্মাণ কাজ চলমান কন্তু, তার সাথে ফেসবুকে শেয়ার হওয়া ছবিগুলোর কোনো মিল নেই।

পরবর্তিতে Amar নামের এক্স অ্যাকাউন্টের রিপ্লাই সেকশনে পাওয়া ‘দ্য মধ্য প্রদেশ ইনডেক্স’ নামের এক্স অ্যাকাউন্টে প্রবেশ করলে ফেসবুকে শেয়ার হওয়া সবগুলো ছবি খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয় যে, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা। তাছাড়া ভাইরাল এই ছবিগুলো খেয়াল করে দেখলে আরও কিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যাবে। যেমনঃ রাম চন্দ্র এবং অযোধ্যার ভুল বানান, অস্বাভাবিক এসকেলেটর এবং হাঁটার স্থান।


যেহেতু, অযোধ্যা রেল স্টেশনের দৃশ্যগুলো আসল নয় সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh