ট্রফিতে পা রাখায় মিচেল মার্শের বিরূদ্ধে এফআইআর দায়ের হয়েছে ভারতে?

Published on: November 27, 2023

যা দাবি করা হচ্ছে: বিশ্বকাপ ট্রফির উপর পা রেখে ভারতীয় ক্রিকেট ভক্তদের অনুভূতিতে আঘাত করায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল মার্শের বিরুদ্ধে ভারতের আলীগড়ে একটি এফআইআর (First Information Report) দায়ের করেছেন পন্ডিত কেশব নামক একজন ভারতীয় অ্যাক্টিভিস্ট।

যা আসলে ঘটেছে: পীযূষ রাই (Piyush Rai) নামক উত্তর-প্রদেশের একজন সাংবাদিক তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে আলীগড় পুলিশের সুপারইন্টেন্ডেন্ট মৃগাঙ্ক শেখর পাঠক (Mrigank Shekhar Pathak) এর একটি ভিডিও বার্তা শেয়ার করে জানিয়েছেন, আলীগড় পুলিশ মিচেল মার্শের বিরুদ্ধে কোন এফআইআর দায়ের করেননি এবং কোন অভিযোগও আমলে নেননি। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টগুলোর দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

মিচেল মার্শের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে – এই মর্মে প্রকাশিত কিছু সংবাদ দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে। 

Image: Example of a viral Facebook post

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

বিশ্বকাপ ট্রফির উপর পা রাখায় মিচেল মার্শের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে কিনা তার সত্যতা যাচাই করতে আমরা প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করি। আমাদের অনুসন্ধানে দি কুইন্ট (The Quint) নামক ভারতীয় ফ্যাক্ট-চেকিং সংস্থার একটি প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে। দি কুইন্ট মিচেল মার্শের বিরুদ্ধে আসলেই এফআইআর দায়ের করা হয়েছিলো কিনা সেটা যাচাই করে দেখেছে। “No FIR Against Aussie Cricketer Mitchell Marsh for ‘Disrespecting’ CWC Trophy” শীর্ষক শিরোনাম সংবলিত এই ফ্যাক্ট-চেকিং প্রতিবেদনটিতে পীযূষ রাই নামক উত্তর-প্রদেশের একজন সাংবাদিকের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে শেয়ারকৃত আলীগড় পুলিশের সুপারইন্টেন্ডেন্ট মৃগাঙ্ক শেখর পাঠকের একটি ভিডিও বার্তা মারফত জানানো হয়েছে যে, আলীগড় পুলিশ মিচেল মার্শের বিরুদ্ধে কোন এফআইআর দায়ের করেনি এবং কোন অভিযোগও আমলে নেনি। 

আলীগড় পুলিশের সুপারইন্টেন্ডেন্ট মৃগাঙ্ক শেখর পাঠক এর ভিডিও বার্তাটি দেখুন এখানে

Image: Video statement by Superintendent of Aligarh Police

এর আগে ফ্রি প্রেস জার্নাল, মিন্ট, অপইন্ডিয়া এর মতো বেশ কয়েকটি ভারতীয় মূলধারার সংবাদমাধ্যম এই মর্মে সংবাদ প্রকাশ করেছিলো যে, বিশ্বকাপ ট্রফির উপর পা রাখায় অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার মিচেল মার্শের নামে এফআইআর দায়ের করা হয়েছে। 

Image: Excerpt from the OpIndia’s news article

দি কুইন্ট মিচেল মার্শের বিরুদ্ধে অভিযোগকারী পন্ডিত কেশব নামক ঐ অ্যাক্টভিস্টের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলো। পন্ডিত কেশব দি কুইন্টের প্রতিবেদককে জানিয়েছেন, তিনি মিচেল মার্শের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দায়ের করেছেন, এফআইআর নয়। উক্ত অভিযোগপত্রের একটি কপি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস এবং আরেকটি কপি ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানান। অভিযোগপত্রে পন্ডিত কেশব বলেন, বিশ্বকাপ ট্রফির উপর পা রেখে মিচেল মার্শ ভারতীয়দের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তিনি মিচেল মার্শকে আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে বা ভারতের মাটিতে খেলার জন্য ভারতীয় ভিসা না দেয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রীর নিকট অভিযোগপত্রের কপি পাঠান।

তবে, বিশ্বকাপ ট্রফির উপর পা রাখায় মিচেল মার্শের বিরুদ্ধে কোন এফআইআর কিংবা অভিযোগ দায়ের করা হয়নি আলীগড়ের থানায়। আলীগড় পুলিশের সুপারইন্টেন্ডেন্ট একটি ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পরবর্তী কোন এক সময়ে ট্রফির উপর পা রেখে ছবি তুলে সেটা সামাজিক মাধ্যমে শেয়ার করার পর ভারতীয় সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্রিকেটার মিচেল মার্শ।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টগুলোর দাবিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।

সংশোধনীঃ শিরোনামসহ দুই জায়গায় “এফআইআর” এর পরিবর্তে ভুলবশত “এফআরআই” ব্যবহার করা হয়েছিলো। সেগুলো সংশোধন করা হয়েছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh