আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কি সরকারের পদত্যাগ চেয়েছে?

Published on: November 23, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে “ব্রেকিং নিউজ সরকারের পদত্যাগ চাই [চায়] ছাত্রলীগ” দাবিতে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ লেখা ব্যানার সংবলিত একটি মিছিলের ভিডিও শেয়ার হতে দেখা গেছে। উক্ত ভিডিওটি দেখে মনে হতে পারে যে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগ এর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সরকারের পদত্যাগ চেয়ে মিছিল বের করেছে। বেশকিছু ফেসবুক ব্যবহারকারীদের শেয়ারকৃত পোস্টের ক্যাপশনে এই প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে যে বাংলাদেশ ছাত্রলীগকে মিছিল করতে দেখা গেছে তাদের সাথে ক্ষমতাসীন আওয়ামীলীগের ছাত্র সংগঠনের কোন সম্পর্ক নেই। বরং তারা আ.স.ম. আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি), যারা বর্তমান মহাজোট সরকারের বিরোধীদল হিসেবে পরিচিত। অন্যদিকে, হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং এর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) বর্তমান মহাজোট সরকারের সাথে যুক্ত। উল্লেখ্য, গত ১২ অক্টোবর ২০২৩ এ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সদ্য গঠিত ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’ এর কনভেনশনে যাওয়ার পথে বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) সরকারের পদত্যাগ চেয়ে উক্ত মিছিলটি বের করে। তাই সঙ্গত কারণে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত মিছিলের ভিডিওটিকে যারা আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মিছিল বলে শেয়ার করেছেন তাদের পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে। 

এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত মিছিলের ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিগুলোর যথাযথতা যাচাই করতে উক্ত ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে কোন আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। পরবর্তীতে বাংলাদেশের রাজনীতি নিয়ে সম্যক ধারণা রাখেন এমন কয়েকজন ব্যক্তির সাথে ভিডিওটি নিয়ে কথা বলে আমরা একটি প্রাথমিক ধারণা পেয়েছি যে, উক্ত ভিডিওতে যারা ‘বাংলাদেশ ছাত্রলীগ’ লেখা সংবলিত ব্যানার নিয়ে সরকারের পদত্যাগ চেয়ে মিছিল করছেন তারা আ.স.ম. আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) হতে পারে! আমাদের ধারণাটি বাস্তবে পরিপূর্ণতা পেতে বেশি সময় নেয়নি যখন জাতীয় সমাজতান্ত্রিক দল এর ইতিহাস ঘেঁটে দেখা গেছে দলটি বেশ কয়েকবার ভেঙে বিভিন্ন নামে পরিচিতি পেয়েছিলো এবং ২০০৮ সালে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বর্তমান মহাজোট সরকারের সাথে যুক্ত হয়। 

অপরদিকে, আ.স.ম. আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এবং এর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) বর্তমান মহাজোট সরকারের বিরোধীদল হিসেবে পরিচিত। তাছাড়া, উক্ত ছাত্র সংগঠনটি গত ২৯ সেপ্টেম্বর ২০২৩ এ সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির চলমান আন্দোলনে একসাথে কাজ করার প্রত্যয় নিয়ে ১৫টি ছাত্র সংগঠনের সমন্বয়ে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’ নামে একটি নতুন ছাত্রজোট হিসেবে আত্মপ্রকাশ করে। 

এরপর সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির উৎস অনুসন্ধান করতে আমরা প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করি। আমাদের অনুসন্ধানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) এর একটি ফেসবুক পেইজ খুঁজে পাওয়া গেছে। উক্ত ফেসবুক পেইজটি পর্যালোচনা করে দেখা গেছে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত মিছিলের ভিডিওটিতে দৃশ্যমান ব্যানারে ব্যবহৃত লোগো, লেখার ফন্ট, এবং ব্যানারের ডানপাশে লেখা স্লোগানের সাথে জেএসডি’র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর লোগো, লেখার ফন্ট, এবং “আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র” স্লোগানটির বেশ মিল রয়েছে। পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) এর ফেসবুক পেইজে ১৮ অক্টোবর ২০২৩ এ প্রকাশিত “রাজপথে বাংলাদেশ ছাত্রলীগ বিপ্লবের অগ্নিশিখা” ক্যাপশন সংবলিত একটি মিছিলের ভিডিও খুঁজে পাওয়া গেছে, যার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে দৃশ্যমান মিছিলের প্রথম সারির ব্যক্তিদের এবং তাদের উচ্চারিত স্লোগানের বেশ মিল রয়েছে।

তাছাড়া, জেএসডি ছাত্রলীগের ফেসবুক পেইজ থেকে উক্ত সংগঠনটির সভাপতি তৌফিক উজ জামান পীরাচা কর্তৃক প্রকাশিত “ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের ছাত্র কনভেনশনে বাংলাদেশ ছাত্রলীগ’র অংশগ্রহণ” শীর্ষক ক্যাপশন সংবলিত কয়েকটি ছবি পাওয়া গেছে। উক্ত ছবিগুলোতে দেখতে পাওয়া ব্যানার এবং মিছিলের প্রথম সারিতে থাকা ব্যক্তিদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত মিছিলের ভিডিওতে প্রথম সারিতে থাকা ব্যক্তিদের এবং ব্যানারের মিল পাওয়া গেছে।

উল্লেখ্য যে, গত ১২ অক্টোবর ২০২৩ এ ঢাকার রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর মিলনায়তনে নতুন সংগঠিত ছাত্রজোট ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’ এর ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হয় এবং কনভেনশনে যাওয়ার পথে জেএসডি’র ছাত্রলীগ তাদের ব্যানার নিয়ে সরকারের পদত্যাগ চেয়ে মিছিল করে।

অতএব, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি যে আওয়ামীলীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের ভিডিও নয় তা আমাদের উপরের আলোচনা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে। মূলত বর্তমান মহাজোট সরকারের বিরোধীদল হিসেবে পরিচিত আ.স.ম. আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) কিছুদিন আগে বিএনপি’র একদফা আন্দোলনে একসাথে কাজ করার প্রত্যয় নিয়ে গঠিত ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’ নামক একটি জোটের অন্তর্ভুক্ত হয় এবং ঢাকায় অনুষ্ঠিত একটি ছাত্র কনভেনশনে যাওয়ার পথে তাদের ব্যানার নিয়ে সরকারের পদত্যাগ চেয়ে মিছিল করে। ঐ মিছিলের ভিডিওটির কিছু অংশ সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা আওয়ামী লীগের ছাত্র সংগঠনের মিছিল ভেবে শেয়ার করে, যা থেকে বিভ্রান্তি সৃষ্টি হয়।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওগুলোর সাথে সংশ্লিষ্ট দাবিগুলোকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh