মেট্রোরেলে নতুন ২৬টি ট্রেন সংযুক্ত করা হয়েছে?

Published on: February 28, 2024   

যা বলা হয়েছে: মেট্রোরেলে যুক্ত হয়েছে আরও ২৬টি ট্রেন।

যা পাওয়া যাচ্ছে: মেট্রোরেলের ২৬টি ট্রিপ বাড়িয়েছে কর্তৃপক্ষ। পূর্বে সারাদিনে মেট্রোরেলের ১৫২টি ট্রিপ চলাচল করেছে। ২৬টি ট্রিপ বৃদ্ধির ফলে এখন থেকে ১৭৮ বার আসা-যাওয়া করবে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

মেট্রোরেলে নতুন কোনো বগি বা ট্রেন সংযুক্ত করা হচ্ছে কিনা জানতে বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করা হয়। সেখানে থেকে পাওয়া যায়, ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান,  “যাত্রীর চাহিদা থাকলেও মেট্রোরেলের বগি আর বাড়বে না। তবে ফ্রিকোয়েন্সির (বিরতি) সময় কমানো হবে। তাছাড়া মেট্রো তো বাংলাদেশ রেলওয়ে না, যখন তখন বগি বাড়ানো যাবে। যখন তখন একটা চেঞ্জ করা যাবে’’। বিস্তারিত জানতে পারবেন এখানে

তবে মেট্রোরেলে যুক্ত হয়েছে আরও ২৬টি ট্রেন এ জাতীয় সংবাদের উৎস খুঁজতে আবারও বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করা হয়। এখান থেকে পাওয়া যায়, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, যাত্রী চাহিদা বিবেচনায় শনিবার থেকে মেট্রোরেলের ২৬টি ট্রিপ বাড়াচ্ছে কর্তৃপক্ষ। পিক আওয়ারে প্রতি ৮ মিনিট, স্পেশাল অফ-পিক আওয়ারে ১০ মিনিট এবং অফ-পিক আওয়ারে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৭টা থেকে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত এবং বেলা ৩টা ১৩ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ৮ মিনিট পরপর ট্রেন চলবে। আর মতিঝিল স্টেশন থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত এবং বেলা ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ৮ মিনিট পরপর ট্রেন চলবে। আরও বিস্তারিত জানুন যুগান্তর পত্রিকা থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিকির বক্তব্যটি পাওয়া যায়। সেখানে তাকে বলতে দেখা যায়, যাত্রী চাহিদা পূরণে প্রতিদিন ১৫২ বারের বদলে এখন থেকে ১৭৮ বার চলাচল করবে মেট্রোরেল। প্রতিবেদনটি দেখতে পাবেন এখানে

প্রসঙ্গত যে, মেট্রোরেলে ট্রিপ বাড়ানো নিয়ে এমএএন সিদ্দিকির একই বক্তব্যটি পাওয়া যায় চ্যানেল আই থেকে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে। প্রতিবেদনটি দেখতে পাবেন এখানে। সেখানে দেখা যায়, ২ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওর ১ মিনিট ৩৪ সেকেন্ড অংশে এমএএন সিদ্দিকি বলছেন আমরা আরও ২৬ ট্রেন, অর্থাৎ মেট্রোরেলে আরও ২৬ বার যাতায়াত বৃদ্ধি করে দিচ্ছি। ১৫২ থেকে আরও ২৬ বার যুক্ত করে ১৭৮ বার যাতায়াত করার ব্যবস্থা করে দিচ্ছি। এখানে লক্ষণীয় নিয়ে যে, (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা ভুলক্রমে ২৬টি ট্রেন শব্দটি উচ্চারণ করেছিলেন। তবে পরবর্তী বাক্যেই তিনি ২৬ বার ট্রিপ বৃদ্ধির কথা উল্লেখ করে এবং বিষয়টি পরিষ্কার করেন।

বলাবাহুল্য, উইকিপিডিয়ার তথ্যমতে, ম্যাস র‍্যাপিড ট্রানজিট লাইন ৬ বা ঢাকা মেট্রোলাইন ৬ এ ১২টি ট্রেন রয়েছে। প্রতিটি ট্রেনে ছয়টি বগি রয়েছে। যাত্রী ওঠানামার জন্য ১৭টি স্টেশন রয়েছে।

তাই সঙ্গত কারণে মেট্রোরেলে যুক্ত হয়েছে আরও ২৬টি ট্রেন — এমন দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ “আংশিক মিথ্যা” সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh