ভুয়া লটারি: পুরস্কারের লোভ দেখিয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে রাখা হচ্ছে টাকা

Published on: June 24, 2023

বিকাশের নাম ব্যবহার করে কিছু কুইজ বা লটারির এর বিজ্ঞাপন ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এসব কুইজে দেয়া লিংকে ঢুকলে পুরস্কারের বদলে বরং অংশগ্রহণকারীর বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে রাখা হচ্ছে। প্রতিশ্রুতি অনুযায়ী বিকাশ বা অন্য কোনো মাধ্যমে কোনো আর্থিক পুরষ্কার প্রদানের ব্যবস্থা এখানে নেই। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

Jeeto নামক পেজের এই পোস্টে বলা হয়েছে, আপনার নাম ফোন নম্বর দিয়ে বিকাশ থেকে সাবস্ক্রাইব করে কুইজ খেলুন! প্রতিদিন কুইজ খেলে জিতুন আকর্ষণীয় পুরস্কার, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন ..


এই ক্যাপশনটির পর একটি লিঙ্ক দেয়া হয়েছে। সেই লিংকের থাম্বনেইলে চারটা অপশন সহ একটি কুইজ দেখা যাচ্ছে। পাঠক না বুঝে কোনো একটি অপশনে ক্লিক করলেই (বা পেজের যে কোনো অংশে ক্লিক করলেই) অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে।

উক্ত ওয়েবসাইটের হোম পেইজটি নিচের ছবিটির মত। এখানে কুইজ খেলে নগদ অর্থসহ বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কারের প্রলোভন দেখানো হয়েছে। এরপর নাম এবং মোবাইল নাম্বার প্রবেশ করানোর একটি ইন্টারফেস রয়েছে।


এই ইন্টারফেসে যেকোনো ইনপুট দিলে (অথবা কিছু না দিয়ে) সাবমিট এ ক্লিক করলে বা এন্টার বাটন চাপলেই করলেই পরের পেজে নিয়ে যাচ্ছে।

দ্বিতীয় পেজ থেকে দেখা যাচ্ছে,ব্যবহারকারীর কাছ থেকে টাকা গ্রহণের চুক্তির শর্তাবলী উল্লেখ করা হয়েছে এখানে।

দ্বিতীয় পেজ থেকে I agree ক্লিক করে পরবর্তী পেজে গিয়ে দেখা গেল, জনৈক নাগরিক-০৪ নামক মার্চেন্ট একাউন্টে প্রতি সপ্তাহে ৪৯ টাকা করে ১০৫ সপ্তাহ ধরে টাকা বা চাদা প্রদান করার একটি ইন্টারফেস এটি। এখানে বিকাশ নাম্বার এবং পিন নাম্বার দিলে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের একাউন্ট থেকে প্রতি সপ্তাহে ৪৯ টাকা করে চলে যাবে।

অথচ, পোস্টের ভাষ্য দেখে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা ধারণা করতে পারেন, এই লিংকে ক্লিক করার পরে পুরষ্কার জেতার সুযোগ রয়েছে। অর্থাৎ বিকাশ থেকে কিছু আর্থিক পুরষ্কার দেওয়া হবে। অথচ আর্থিক পুরষ্কার প্রদান করার বদলে গ্রাহকের একাউন্ট থেকে অর্থ কেটে রাখার ব্যবস্থা রয়েছে এখানে ।

গুগল প্লে স্টোরে Shera-Live Quiz Game এবং Jeeto India নামক দুটো এ্যাপ দেখা যাচ্ছে। এই দু’টি এ্যাপের নির্মাতা হল nagorik (যে নামটি বিকাশ ইন্টারফেসে মার্চেন্ট এর নাম হিসেবে দেখা গিয়েছিল)

উভয় এ্যাপের ইউজার রিভিউ অংশে ব্যবহারকারীরা অন্যদের সতর্ক করার চেষ্টা করছেন। তারা জানাচ্ছেন, এ্যাপটা ইন্সটল করার পর থেকে তাদের বিকাশ একাউন্ট থেকে টাকা কর্তন করা হচ্ছে।

সার্বিক বিবেচনায় ফেসবুকে এই বিজ্ঞাপনযুক্ত পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh