শামা ওবায়েদ এবং নুরুল হক নূরের ভাইরাল ছবিটি বিকৃত

Published on: June 24, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূরকে গোপনে বিয়ে করে সংসার করছেন। তবে, ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে যে, শামা ওবায়েদ এবং নুরুল হক নূর এর ভাইরাল ছবিটি দুটো পৃথক উৎস থেকে প্রাপ্ত ছবিকে জোড়া দিয়ে বানানো হয়েছে। তাছাড়া, মূলধারার সংবাদমাধ্যমেও তাদের বিয়ে সম্পর্কিত কোন সংবাদ পাওয়া যায়নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।

 

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত শামা ওবায়েদ এবং নুরুল হক নূরের ছবিটির যথার্থতা যাচাই করতে আমরা উক্ত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে কোন আশানুরূপ ফলাফল পাইনি। পরবর্তীতে আমরা শামা ওবায়েদ এবং নুরুল হক নূরের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেছি এবং দুটো পৃথক ছবি খুঁজে পেয়েছি। শামা ওবায়েদের ফেসবুক প্রোফাইল থেকে ৭ সেপ্টেম্বর ২০১৮ এ প্রকাশিত একটি ছবি পাওয়া গিয়েছে যার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিতে দৃশ্যমান শামা ওবায়েদ এর বেশ মিল রয়েছে।

 

অন্যদিকে, নুরুল হক নূরের ফেসবুক প্রোফাইলে ৪ ফেব্রুয়ারি ২০২৩ এ প্রকাশিত একটি ছবি পাওয়া গিয়েছে যার সাথে ভাইরাল ছবিতে দৃশ্যমান নুরুল হক নূরের মিল রয়েছে। পৃথক উৎস থেকে প্রাপ্ত ছবি দুটো ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে, উক্ত ছবি দুটোকে জোড়া দিয়ে শামা ওবায়েদ এবং নুরুল হক নূরের ছবিটি তৈরি করা হয়েছে। তাছাড়া, বাংলাদেশের মূলধারার কোন গণমাধ্যমেও তাদের বিয়ে সম্পর্কিত কোন খবর পাওয়া যায়নি।

অতএব, এই বিষয়টি স্পষ্ট যে, শামা ওবায়েদ এবং নুরুল হক নূরের যে ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার হচ্ছে তা জোড়া দিয়ে বানানো।

 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।

 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh