একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিকাশ গ্রাহকদের ২১০০ টাকা করে উপহার দিচ্ছে?

Published on: February 23, 2023

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হচ্ছে , ২১ ফেব্রুয়ারি উপলক্ষে গ্রাহকদেরকে ২১০০ টাকা করে উপহার দিচ্ছে বিকাশ কোম্পানী। অনুসন্ধানে দেখা যাচ্ছে , এটি একটি ভুয়া তথ্য বা স্ক্যাম। বিকাশ থেকে এমন কোনো অফার ঘোষণা করা হয়নি।

গুজবের উৎস:

২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে একটি ফেসবুক পোস্ট নিয়মিত শেয়ার হতে থাকে বিভিন্ন প্রোফাইল ও অন্যান্য লোকের কমেন্টবক্সে। পোস্টটি হুবহু তুলে দিলে যা দাঁড়ায় –

“আজ ফেসবুকে ঢুকতেই ১ বড় আপু মেসেজ দিয়ে বললো ২১ ফেব্রুয়ারি উপলক্ষে সবাইকে ২১০০ টাকা করে উপহার দিচ্ছে বিকাশ কোম্পানি।

প্রথমে বিশ্বাস করিনি। পরে যখন নিজে ২১০০ টাকা পেলাম তখন বিশ্বাস হলো।

আমার মত আপনিও খুব সহজেই এই টাকা নিতে পারবেন। টাকা পেতে আপনাকে নিচের লিংকে ঢুকতে হবে, তারপর আপনার নাম, ঠিকানা এবং বিকাশ নম্বর দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ২ মিনিটের ভেতর আপনার বিকাশ নাম্বারে ২১০০ টাকা চলে যাবে।

অবিশ্বাস করার আগে ১ বার চেষ্টা তো করে দেখুন।“

এটির পরেই একটি লিংক দেয়া থাকছে পোস্টটির সাথে। কিছু কিছু পোস্টের সাথে বিকাশ ২১০০ ডট অনলাইন এর একটি লিংক দেখা যাচ্ছে,  কিছু পোস্টে বিকাশ অফার ডট অনলাইন, কোথাও বা ২১০০ ডট অনলাইন বা এইধরনের কিছু অপরিচিত ওয়েবসাইট দেখা যাচ্ছে।

গত কয়েকদিনে ফেসবুকের কিছু গ্রুপে এবং প্রোফাইলে শেয়ার হওয়া এমন কিছু পোস্ট দেখুন  এখানে ,এখানে,  এখানে , এখানে , এখানে

প্রায় একই রকমের প্রলোভন দেখিয়ে ও একই গল্পের অবতারণা করে কিছুদিন পর পর ই বিভিন্ন লোভনীয় পরিমাণ অর্থকে পুরস্কার হিসাবে ঘোষণা করে প্রতি বছরের বিভিন্ন জাতীয় দিবস বা বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের মিথ্যা বর্ষপূর্তিকে পুঁজি করে নানারকম গুজব বা মিথ্যা প্রলোভনগুলো প্রায় প্রতি বছর ই প্রচারিত হয়।

এরকম ই কিছু গুজবের প্রলোভনের পুরনো পোস্ট দেখতে পারেন এখানে্‌, এখানে্‌ ,এখানে


ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে প্রতি বছর ই একটি নির্দিস্ট জাতীয় দিবসকে উপলক্ষ করে এমন কিছু স্প্যামিং পোস্ট সামাজিক মাধ্যমে ঘুরতে থাকে এবং একটি ফিশিং লিংক তৈরি করে কিছু জনগোষ্ঠীকে টার্গেট করে তাদের আমানত হাতিয়ে নেওয়ার চেষ্টা চলে।

শুধু যে বিকাশের নাম ব্যবহার করেই এই প্রতারণা চলে তাই ই নয়, অন্যান্য কোম্পানির নাম দিয়েও অতীতে এরকম প্রলোভনমূলক পোস্ট শেয়ার হয়ে আসছে হরহামেশাই।

খেয়াল করলে দেখা যাবে যে একই রকমের বিভিন্ন পোস্টে গল্পের প্যাটার্ণটি একরকম হলেও উপলক্ষ ও টাকার অংকে নানা সময়ে ভিন্নতা দেখা যায়।

সম্প্রতি আলোচিত ২১শে ফেব্রুয়ারির এই ভাইরাল পোস্টটি সম্পর্কে ফেসবুকে অজানা পাখি নামক একটি আইডি থেকে সচেতনতামূলক একটি পোস্ট করা হয়েছে। সেখানেও বলা হয় “এটি একটি ফাঁদ এর মাধ্যমে আপনার বিকাশ একাউন্ট হ্যাক হতে পারে।

এই লিংকে প্রবেশ করার পর আপনার পরিচয়, বিকাশ নম্বর, এবং বিকাশ একাউন্টের পাসওয়ার্ড এবং আপনার বিকাশে কত টাকা আছে তা জানতে চাইবে তারপর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে তা দিয়ে দিলে আপনার বিকাশ একাউন্ট হ্যাক হয়ে যাবে। তাই এই লিংকে কেউ প্রবেশ

করবেন না।

নিচে তার দেওয়া এই সম্পর্কিত কিছু স্ক্রিনশট দেওয়া হচ্ছে যার মাধ্যমে প্রতারণা ও হ্যাকিং করার প্রক্রিয়াটি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। স্ক্রিনশটগুলো উপরে উল্লেখিত অজানা পাখি নামক আইডির পোস্ট থেকে সংগৃহিত।

 

এছাড়াও ফ্যাক্টওয়াচ বিকাশ কোম্পানির অফিশিয়াল ফেইসবুক পেইজ  bKash Limited এর চলতি মাসের বিভিন্ন পোস্ট এবং অফার সম্পর্কে পর্যালোচনা করে দেখেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে বিকাশ বিনা লেনদেনজনিত কারণে কখন তাদের গ্রাহকদেরকে কোন অর্থমূল্য উপহার অফার করেনি।

বিকাশ কাস্টমার কেয়ার অফিসের সাথে যোগাযোগ করেও ফ্যাক্টওয়াচ নিশ্চিত হয়েছে যে চলতি ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বিকাশ কোনো অফার দিচ্ছে না।

বিকাশের ফেসবুক পেজে দেখা যাচ্ছে , প্রায় প্রতিটি পোস্টেই বিভিন্ন পণ্য সামগ্রী বা সেবা ক্রয়ের বিনিময় হিসেবে পরিশোধকৃত মূল্যের একটি সামাণ্য অংশ ক্যাশব্যাক হিসেবে ফেরত দেওয়ার অফার দেওয়া হয়েছে। ই অফারকৃত ক্যাশ ব্যাকটিও কখনো ১০০ টাকা বা ২০০ টাকার বেশি নয় এবং বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী বা বিলাসী পণ্যের ক্ষেত্রে তা কখনো কখনো ১৫০০ টাকা পর্যন্ত গিয়ে ঠেকেছে!

বিকাশের এরকম কিছু পোস্ট দেখতে পারেন এখানে্‌ ,এখানে  ,এখানে  ,এবং এখানে।

এছাড়াও বিকাশ কোম্পানি বিভিন্ন সময়েই গুরুতর এসব অপরাধ সংগঠিত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে তার গ্রাহকদের সচেতন করে থাকে। তারা সবসময় ই উল্লেখ করে যে যেকোনো বিকাশ গ্রাহকের ব্যাক্তিগত তথ্য এবং পিন নাম্বার কখনোই বিকাশের অফিশিয়াল কেউ তার গ্রাহক থেকে জানতে চাইবেনা । তাই এসব বিষয় যাতে কাউকে শেয়ার করা না হয় তা নিয়ে ইতমধ্যেই বিভিন্ন বিজ্ঞাপন দিয়েছে কোম্পানিটি।

এর মধ্যে বিকাশের “নাহিদ” নামক জনৈক কাল্পনিক চরিত্রটির প্রতারণার বিষয়টি নিয়ে প্রচারিত বিজ্ঞাপনটিও বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিজ্ঞাপনগুলো দেখে নিতে পারেন এখানে  ,এখানে  ,এখানে , এখানে

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh