গ্যালারিভর্তি ফিলিস্তিনের পতাকার ছবিটি সাম্প্রতিক নয়

Published on: September 9, 2022

গত ০৬ সেপ্টেম্বর, ২০২২ এ ফুটবল ক্লাব সেল্টিক বনাম রিয়াল মাদ্রিদের উয়েফা চ্যাম্পিয়নস লীগের একটি খেলা অনুষ্ঠিত হয়। এই সুবাদে ফিলিস্তিনের পতাকা দিয়ে ঢাকা একটি দর্শক গ্যালারির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হচ্ছে, গতকাল রাতের এই খেলার আগে সেল্টিক ভক্তদের একটি গ্রুপ দর্শক গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা টাঙিয়ে তাদের সমর্থন জানিয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবিটি ২০২১ সালের মে মাসে সেল্টিক বনাম সেইন্ট জনস্টোন ফুটবল ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হওয়া ভিন্ন একটি খেলার।

 

এমন ক্যাপশনসহ কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ভাইরাল এসব পোস্টে দাবি করা হচ্ছে, ঘটনাটি রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার আগে ঘটেছে। ক্যাপশনে বলা হচ্ছে,” সেল্টিক ফ্যান্সরা এক বিশাল কান্ড ঘটিয়ে রেখেছে। সবাই জানে যে মাদ্রিদের একটি ওয়ার্ল্ড ওয়াইড ফ্যানবেজ আছে এই ম্যাচটি দেখার জন্য দর্শকের অভাব হবেনাহ পাশাপাশি টিভি চ্যানেল গুলোতেও আজ ভরপুর দর্শক থাকবে।

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ছবির সাহায্যে অনুসন্ধান করা হলে, ১২ মে, ২০২১ এ প্রকাশিত দ্য সান এর একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে একই দিনে প্রকাশিত “North Curve Celtic” নামের টুইটার একাউন্টের একটি পোস্ট পাওয়া যায়। সেখানে বর্তমানে ভাইরাল এই ছবিটি খুঁজে পাওয়া যায়।


দ্য সানের সেই প্রতিবেদনে বলা হয়, দ্য গ্রিন ব্রিগেড নামে একটি ফ্যানবেজ সেল্টিক পার্কে (সেল্টিক ফুটবল ক্লাবের মাঠ) ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের মাধ্যমে দেশটির প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছিলো। স্কাই স্পোর্টসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেইন্ট জনস্টোন এর বিপক্ষে খেলার আগে ঘটা এই ঘটনার পরপরই সেল্টিক কর্তৃপক্ষ পতাকাগুলো সরিয়ে ফেলে এবং পুরো ঘটনাকে “অগ্রহণযোগ্য” বলে সমালোচনা করে।

অর্থাৎ, বিষয়টি পরিষ্কার যে স্টেডিয়ামে পতাকা প্রদর্শনের এই ছবিটি ২০২১ সালের।

বর্তমানে ভাইরাল এই ছবিতে “RIP SALAH” লেখা একটি ব্যানারও দেখতে পাওয়া যায়। এ নিয়েও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা যায়। অনুসন্ধানে জানা যায়, সালাহ আজারমা (Salah Ajarma) ২০১৭ সালে সেল্টিকের মাঠ থেকে ফিলিস্তিনের জন্য তাদের দেয়া আর্থিক সহায়তা নিতে এসেছিলেন। তার সাথে দ্য গ্রিন ব্রিগেডের ভালো সম্পর্কও তৈরি হয়েছিলো। তাই তার মৃত্যুতে তাকে সম্মান জানাতেই এই ব্যানারটি প্রদর্শন করা হয়েছিলো। বিস্তারিত পড়ুন এখানে

সম্প্রতি সেল্টিক বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়নস লীগের খেলার আগে এই ছবিটি নতুন করে ভাইরাল হয়। দাবি করা হয়, যেহেতু রিয়াল মাদ্রিদ একটি বড় ক্লাব তাই প্রচারণার জন্য এই খেলার আগে সেল্টিকের ভক্তরা মাঠে এই কাজটি করে। তবে অনুসন্ধানে এর পক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। খেলার আগে সেল্টিকের মাঠের পরিবেশ সংক্রান্ত স্পোর্ট বাইবেলের একটি প্রতিবেদন পড়ুন এখানে

অতএব বিষয়টি নিশ্চিত যে, ভাইরাল এই ছবিটি ২০২১ সালে সংঘটিত হওয়া ভিন্ন একটি ঘটনার। এর সাথে গতকাল অনুষ্ঠিত হওয়া রিয়াল মাদ্রিদের খেলার কোনো সম্পর্ক নেই। তাই ফ্যাক্টওয়াচ এমন দাবিটিকে “বিভ্রান্তিকর” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh