মরক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য রোনালদো’র হোটেলটি উন্মুক্ত করে দেয়া হয়েছে?

Published on: September 17, 2023

সম্প্রতি মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে বহু জানমাল এবং ঘর-বাড়ির ক্ষতিসাধন হয়েছে। অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। এর মাঝে একটি খবর বেশ ভাইরাল হয়েছে যে, মরক্কোর মারাকেশ (Marrakech) শহরে অবস্থিত পর্তুগালের ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো এর চার-তারকা বিলাসবহুল হোটেল পেস্তানা সিআরসেভেন (Pestana CR7) ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং আশ্রয়প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মারকা (Marca) সহ বেশকিছু মূলধারার আন্তর্জাতিক গণমাধ্যম এমনটিই দাবি করেছে। তবে, ফরাসি সংবাদমাধ্যম লিবারেশন (Libération) হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে যে, পেস্তানা সিআরসেভেন হোটেলটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উন্মুক্ত করে দেয়ার খবরটি সঠিক নয়। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত এই দাবিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

এরকম কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

মরক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং আশ্রয়প্রার্থীদের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল হোটেল উন্মুক্ত করে দেয়া হয়েছে – শীর্ষক দাবিটির যথাযথতা যাচাই করতে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে গুগল সার্চ করে ফরাসি সংবাদমাধ্যম লিবারেশন এর নিজস্ব ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম চেকনিউজ (CheckNews) কর্তৃক প্রকাশিত “Earthquake in Morocco: no, Cristiano Ronaldo did not transform his Marrakech hotel into a refugeশিরোনামের একটি নিবন্ধ খুঁজে পাওয়া গেছে। উক্ত নিবন্ধটি পড়ে দেখা গেছে যে, মরক্কোর মারাকেশ শহরে অবস্থিত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর মালিকানাধীন পেস্তানা সিআরসেভেন হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং আশ্রয়প্রার্থীদের জন্য হোটেলটি উন্মুক্ত করে দেওয়ার খবরটি সঠিক নয়। হোটেল কর্তৃপক্ষের ভাষ্যমতে, “ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য হোটেলটিকে আশ্রয়স্থলে রূপান্তর করা হয়নি। হোটেল উন্মুক্ত করে দেয়ার খবরটি সঠিক নয়। এই মূহুর্তে আমাদের হোটেলে যে সকল কাস্টমাররা আছেন তারা সবাই স্বাভাবিকভাবে রুম ভাড়া নিয়ে উঠেছেন।” 

 

ইসরায়েল-ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াইনেটনিউজ (Ynetnews) মরক্কোর পেস্তানা সিআরসেভেন হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানতে পেরেছে যে, ভূমিকম্পে হোটেলটির কোন ক্ষতি হয়নি বিধায় অনেকেই সেখানে উঠার জন্য অনুরোধ করেছিলেন এবং অনেক অতিথিও সেখানে উঠেছিলেন। তবে, এটা সঠিক নয় যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং আশ্রয়প্রার্থীদের জন্য হোটেলটি উন্মুক্ত করে দেয়া হয়েছে। স্নোপস এবং মিসবার নামক দুটো ফ্যাক্ট-চেকিং সংস্থা ক্রিশ্চিয়ানো রোনালদোর হোটেল সংশ্লিষ্ট দাবির যথাযথতা যাচাই করেছে।

 

মূলত, ভূমিকম্প নিয়ে একজন স্প্যানিশ পর্যটক তার অভিজ্ঞতা শেয়ার করছিলেন Canal 24 Horas নামক স্পেনের একটি স্থানীয় সংবাদমাধ্যমের কাছে। সেই সাক্ষাৎকারে দেয়া তথ্যকে ভুলভাবে অনুধাবনের ফলে এই গুজব ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারে ঐ পর্যটক বলছিলেন, “আমাদেরকে মারাকেশ এর নতুন এলাকায় চলে আসতে হয়েছিলো, যেখানে বেশকিছু বিলাসবহুল হোটেল রয়েছে। বর্তমানে আমরা ক্রিশ্চিয়ানো রোনালদো’র হোটেলে একটি রুম এর জন্য ব্যবস্থা করে দিতে বলেছি। আমরা অপেক্ষা করছি এবং সারা রাত রাস্তার উপর ঘুমিয়েছি। সকাল সাতটার সময় তারা (হোটেল কর্তৃপক্ষ) আমাদের বলেছে যে আমরা এখন অগ্রসর হতে পারি (অর্থাৎ, রুম ভাড়া নেওয়ার জন্য প্রয়োজনীয় কার্যাবলী সম্পন্ন করা)। আমরা এখন হোটেলের লবিতে বসে আছি। সেখানে অন্যান্য দেশ থেকে আগত আরও অনেক মানুষ রয়েছেন যারা একটি রুম এর ব্যবস্থা করতে পারেন কিনা তার জন্য অপেক্ষা করছেন। তবে, আমরা সকলেই রাস্তায় ঘুমিয়েছি।” তার এই বক্তব্য থেকে বুঝা যাচ্ছে যে, মরক্কোয় ভূমিকম্পের পর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা আশ্রয়ের জন্য আরও অন্যান্য হোটেলের মতো পেস্তানা সিআরসেভেন হোটেলে রুম ভাড়া নেয়ার জন্য রাস্তায় এবং লবিতে অপেক্ষা করছিলেন। স্বাভাবিকভাবে, দুর্যোগ পরবর্তী সময়ে হোটেলগুলোতে রুমের ঘাটতি থাকায় কর্তৃপক্ষ সবাইকে রুমের ব্যবস্থা করে দিতে পারছিলেন না। তবে, স্প্যানিশ সংবাদমাধ্যম মারকা (Marca) ঐ পর্যটকের বক্তব্যের উপর ভিত্তি করে খবর প্রকাশ করেছিলো যে, মরক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এবং আশ্রয়প্রার্থীদের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো’র হোটেলটি আশ্রয়স্থল হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ২০২৩ এ মরক্কোয় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যা দেশটির গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর ভূমিকম্প এবং এতে এই পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

অতএব, উপরের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে, মরক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো’র বিলাসবহুল পেস্তানা সিআরসেভেন হোটেলটি উন্মুক্ত করে দেওয়া হয়নি। বরং, পর্যটক এবং অতিথিরা স্বাভাবিকভাবে রুম ভাড়া নিয়ে হোটেলটিতে উঠছেন।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ক্রিশ্চিয়ানো রোনালদো’র হোটেল সংশ্লিষ্ট খবর এবং দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh