বয়কট এড়াতে কোকাকোলা মোড়ক বদল করেছে?

Published on: December 7, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে কোকাকোলা’র হলুদ রঙের মোড়কে মোড়ানো প্লাস্টিক বোতলের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, কোকাকোলা বয়কট করায় তারা নিজেদের পণ্যের রূপ [মোড়ক] পাল্টাতে বাধ্য হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ছবিতে দেখতে পাওয়া মোড়কটি লেমন ফ্লেভারের জিরো সুগার কোকের মোড়ক, যা অনেক আগে থেকেই বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে। তাছাড়া, ইন্টারনেট থেকে প্রাপ্ত লেমন জিরো সুগার কোকের হলুদ মোড়কে মোড়ানো বোতলের ছবি এবং ভিডিও এর সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটিতে দৃশ্যমান কোকের বোতলের বেশ মিল রয়েছে। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ উক্ত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিটি সঠিক কিনা তা যাচাই করতে আমরা উক্ত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে উক্ত ছবিটিতে দৃশ্যমান হলুদ মোড়কে মোড়ানো কোকের প্লাস্টিক বোতলের সদৃশ কিছু বোতলের ছবি এবং ভিডিও খুঁজে পাওয়া গেছে, যা দেখে আমরা নিশ্চিত হয়েছি যে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবির সাথে সংশ্লিষ্ট দাবিটি সঠিক নয়।

Reddit নামক একটি ওয়েবসাইটে r/Soda নামক একজন ব্যবহারকারী দুই বছর আগে Coke zero lemon – ক্যাপশন সংবলিত হলুদ মোড়কে মোড়ানো বেশ কিছু কোকাকোলা’র প্লাস্টিক বোতলের ছবি শেয়ার করেছিলেন, যার গায়ের লেখা দেখে বোঝা গেছে সেগুলো লেমন ফ্লেভারের জিরো সুগার কোকের বোতল।

 

Alamy নামক ইন্টারনেট ফটো লাইব্রেরিতে প্রকাশিত COCA COLA LEMON FLAVORED SUGAR FREE PLASTIC BOTTLES – ক্যাপশন সংবলিত হলুদ মোড়কে মোড়ানো কিছু কোকাকোলা’র বোতলের একটি ছবি পাওয়া গেছে, যার সাথে লেমন জিরো সুগার কোকের মোড়কের সাদৃশ্য রয়েছে। উক্ত ছবিটির বিস্তারিত বর্ণনা থেকে আরও জানা গেছে, ছবিটি ২৩ সেপ্টেম্বর ২০২১ এ তোলা হয়েছিলো। অর্থাৎ, ছবিটি দুই বছরের পুরানো।

Lemon flavored Zero Sugar Coca-Cola /Credit: Alamy

তাছাড়া, ০৬ নভেম্বর ২০২২ এ ইউটিউবে প্রকাশিত Coca-Cola Lemon Zero Sugar from Japan – শিরোনাম সংবলিত একটি ভিডিওতে হলুদ রঙের মোড়কে মোড়ানো কোকের প্লাস্টিক বোতল দেখতে পাওয়া গেছে, যার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবি এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবিগুলোর সাদৃশ্য রয়েছে। 

উপরের আলোচনা থেকে এটা স্পষ্ট বুঝা যাচ্ছে যে, মানুষ কোকাকোলা বয়কট করেছে বলে তারা নিজেদের পণ্যের রূপ বা মোড়ক বদলায়নি। বরং যে ছবিটি শেয়ার করে এই দাবিটি করা হচ্ছে সেটা লেমন ফ্লেভারের জিরো সুগার কোকের বোতল, যা অনেক আগে থেকেই পাওয়া যাচ্ছে। তাছাড়া, ইন্টারনেট থেকে প্রাপ্ত লেমন জিরো সুগার কোকের মোড়কের যে ছবি এবং ভিডিও পাওয়া গেছে সেগুলো বেশ পুরানো। অতএব, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি পণ্য বয়কটের যে হিড়িক চলছে তার সাথে কোকাকোলা’র রূপ বা মোড়ক বদলানোর কোন সংশ্লিষ্টতা নেই।  

উল্লেখ্য, বেশকিছু দিন আগে সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছিলো যে, বয়কট এড়াতে ক্যানের নকশা পরিবর্তন করেছে পেপসি! তবে ফ্যাক্টওয়াচ বিষয়টি অনুসন্ধান করে জানতে পেরেছে, পেপসি একটি ক্যাম্পেইনের অংশ হিসেবে ফিলিস্তিনি’র ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে এমন নকশা সংবলিত ক্যান বাজারে ছেড়েছিলো এবং যার সাথে পেপসি বয়কটের কোন সম্পর্কই ছিলো না। ফ্যাক্টওয়াচের প্রতিবেদনটি পড়ুন এখানে।  

 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh