Published on: April 30, 2023
![]() |
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:
ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তিটি আসলে রোনালদো কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য ইউটিউবে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ইসলাম চ্যানেল নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ২০২১ সালের ২১ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যার সাথে ফেসবুকে শেয়ার হওয়া ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে বলা হয় কোরআন পাঠরত ব্যক্তিটি রোনালদো নয় বরং রোনালদোর মত দেখতে ভিন্ন আরেক ব্যক্তি। যার নাম বেওয়ার আব্দুল্লাহ।
এই সূত্র ধরে বেওয়ার আব্দুল্লাহ নামের একটি টিকটক অ্যাকাউন্ট খুঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। যেখানে বেওয়ার আব্দুল্লাহর কোরআন পাঠের একটি ভিডিওটি দেখা যায়। এই ভিডিওর সাথেও ফেসবুকে শেয়ার হওয়া ভিডিওর মিল দেখতে পাওয়া যায়।
@bewarabdullahHello 🤲♬ Al Kafirun – Ahmed Al Ajamy
এরপর, রোনালদোর রোনালদোর মতো দেখতে ব্যাক্তিটির নাম আসলেই বেওয়ার আব্দুল্লাহ কি না এ ব্যাপারে আরও নিশ্চিত হওয়ার জন্য আবার প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে স্বীকৃত আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, বেওয়ার আবদুল্লাহ উত্তর ইরাকের একজন কুর্দি এবং বর্তমানে বার্মিংহামের বাসিন্দা। দেখতে ক্রিশ্চিয়ানো রোনালদোর মত হওয়ায় তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এ সংক্রান্ত প্রতিবেদনগুলো দেখুন এখানে এবং এখানে।
মূলধারার সংবাদমাধ্যম থেকে পাওয়া দুইজনের সাদৃশ্যের কিছু নমুনা ছবি নিচে দেয়া হল:
দেখা যাচ্ছে, বেওয়ার আব্দুল্লাহ নামের এই ব্যক্তির কোরআন পাঠের ভিডিওকে ক্রিস্টিয়ানো রোনালদোর কোরআন পাঠের ভিডিও বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ ভিত্তিহীন এই দাবিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
|