প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার ভুয়া চেকের ছবি মির্জা ফখরুলের নামে ভাইরাল

Published on: August 28, 2023

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ ভ্রমণে বি এন পি নেতা মির্জা ফখরুল -এমন দাবিযুক্ত একটি পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার দলের পক্ষ থেকে এই দাবিকে নাকচ করা হয়েছে। একই সাথে যে চেকের ছবি ছড়িয়ে পড়েছে,সেটি ফটোশপড বা সম্পাদিত বলে বিভিন্ন প্রমাণ পাওয়া যাচ্ছে। সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই চেকের ছবিকে ‘বিকৃত’ সাব্যস্ত করছে।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে


সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং এর একটি জনপ্রিয় সফটওয়ার ব্যবহার করে দেখা যাচ্ছে, ২৭ই আগস্ট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিট থেকে ফেসবুকে এই পোস্টারটি বিভিন্ন আইডি এবং পেজের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

পোস্টারের উপরের অংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে তার সহধর্মিনী রাহাত আরা বেগম এর ছবি সংযুক্ত করা হয়েছে। এই ছবিটি অনলাইনে একাধিক সংবাদের সাথে প্রকাশিত হয়েছিল। যেমন- এখানে, এখানে

এই পোস্টারের নিচের অংশে লেখা রয়েছে- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ ভ্রমণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পোস্টার এর মাঝের অংশে সোনালী ব্যাংক লিমিটেড এর ৫০ লক্ষ টাকার একটি চেকের ছবি যুক্ত করা হয়েছে । ব্রাঞ্চ এর জায়গায় লেখা রয়েছে- Tejgaon Branch,Dhaka।

বিভিন্ন সংবাদমাধ্যমে বিএনপি’র পক্ষ থেকে এই দাবিকে অসত্য বলে দাবি করা হচ্ছে।

রাইজিং বিডিতে প্রকাশিত এই খবরে বলা হয়েছে, বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী বলেন, ‘মির্জা ফখরুল স্যারের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। স্যার এটাকে পুরোপুরি গুজব, ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, তার সম্মানহানি এবং তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নকল চেক বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও পোস্টটিকে অসত্য দাবি করেছেন।

দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  ‘এটি আওয়ামী লীগের একটি পরিকল্পিত প্রোপাগান্ডা। ‘

চেক বিশ্লেষণ

ইমেজ সার্চের মাধ্যমে ফেসবুকে ভাইরাল এই চেকের অনুরূপ একটি চেক অনলাইনে পাওয়া যাচ্ছে। সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট,ঢাকা শাখা থেকে ইস্যু করা এই চেকের তারিখ ২৩/০৫/২০২২ এবং মূল্যমান ছিল ৬,৭০,১৫,৮৭৫ টাকা ।

চেকটির নিচের দিকে ম্যাগনেটিক ইংকের সাহায্যে 1118606 200276618 4435403000037 এই সংখ্যাটা দেখা যাচ্ছে। যার প্রথম অংশটি চেক নাম্বার (1118606), দ্বিতীয় অংশটি রাউটিং নাম্বার (200276616) এবং তৃতীয় অংশটি একাউন্ট নাম্বার (4435403000037) নির্দেশ করে।

চেকের অন্যত্রও এই সংখ্যাগুলো ভিন্ন ফরম্যাটে লিখিত রয়েছে, যার ফলে যে কেউ এই নাম্বারগুলো মিলিয়ে দেখতে পারবে। উদাহরণস্বরূপ – নিচের দিকে বামে  একাউন্ট নাম্বার, উপরে ডানে চেক নাম্বার এবং উপরে বামে রাউটিং নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে।

এই একাউন্ট এর মালিক ছিল আইনজীবী প্রণোদনা তহবিল, এবং এই চেক দেওয়া হয়েছিল ঢাকা আইনজীবী সমিতিকে।

এই চেকে বাংলাদেশ বার কাউন্সিল এর সেক্রেটারি এবং ভাইস চেয়ারম্যান এর দুজনের স্বাক্ষর ও দেখা যাচ্ছে।

ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ এর ওয়েবসাইটে ২০২২ সালের ২৪শে মে এই চেকের ছবিটি সহ ৬ কোটি ৭০ লাখ টাকা প্রণোদনা পেল ঢাকা বারের আইনজীবীরা  শীর্ষক একটি খবর প্রকাশিত হয়। প্রকাশিত এই খবরে বলা হয়েছে,   করোনায় ক্ষতিগ্রস্ত আইনজীবীদের সাহায্যার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বার কাউন্সিলের আইনজীবী প্রণোদনা তহবিলে দেওয়া ২০ কোটি টাকা আইনজীবীদের মধ্যে বিতরণ শুরু হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতিকে ছয় কোটি সত্তর লক্ষ পনের হাজার আটশত পঁচাত্তর টাকার আইনজীবী প্রণোদনার চেক প্রদানের মাধ্যমে সোমবার (২৩ মে) বার কাউন্সিল হতে প্রণোদনা অর্থ বিতরণ শুরু হয়।
বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটেও উক্ত চেকের ছবিটি পাওয়া যাচ্ছে। এখানে এই ছবির শিরোনাম- ঢাকা আইনজীবী সমিতিকে ছয় কোটি সত্তর লক্ষ পনের হাজার আটশত পঁচাত্তর টাকার আইনজীবী প্রণোদনার চেক প্রদানের মাধ্যমে বার কাউন্সিল হতে প্রণোদনা অর্থ বিতরণ শুরু হলো

এবার সম্প্রতি ছড়িয়ে পড়া চেকটি বিশ্লেষণ করে নিম্নোক্ত অসঙ্গতিগুলো দেখা যাচ্ছে:

১। চেকের নিচে ম্যাগনেটিক ইংকে প্রিন্ট করা বড় কোডটি অবিকৃত রয়েছে। এখানে কোনো পরিবর্তন নেই। উপরে অন্যত্র চেক নাম্বার (1118606) এরও কোনো পরিবর্তন করা হয়নি। তবে রাউটিং নাম্বার উপরে যেখানে প্রিন্ট করা হয়, সেখানে 200276618 এর বদলে 200276678 করা হয়েছে, অর্থাৎ একটি ডিজিট পরিবর্তন করা হয়েছে।

২। একই ভাবে, নিচে যেখানে স্বতন্ত্রভাবে একাউন্ট নাম্বার লেখা থাকে, সেখানে 4435403000037 এর স্থলে 4435403007037 লেখা রয়েছে, অর্থাৎ এখানেও একটি ডিজিট পরিবর্তন করা হয়েছে।

৩। একাউন্ট এর নাম AINJIBI PRONODONA TOHOBIL এর স্থলে PM’s Relief Fund করা হয়েছে।

আসল চেক এর ছবি
এডিট করা চেক এর ছবি

৪। মূল চেকে তারিখ দেওয়া ছিল বাংলায় ২৩.০৫.২০২২। সেটা পরিবর্তন করে ইংরেজিতে 20.08.2023 করা হয়েছে।

৫। ব্রাঞ্চ এর নাম SUPREME COURT, DHAKA কে এডিট করে Tejgaon Branch, Dhaka লেখা হয়েছে।

৬। Pay To এর পরে ‘ঢাকা আইনজীবী সমিতি’ বদলে ‘Mirza Fakhrul Islam Alamgir’ করা হয়েছে।

৭।The Sum of Taka  ‘ছয় কোটি সত্তর লক্ষ পনের হাজার আটশত পচাত্তর মাত্র।‘ এর স্থলে ইংরেজিতে “Fifty Lakhs Taka Only” লেখা হয়েছে।

৮। অংকে এই টাকার পরিমাণটাও পরিবর্তন করা হয়েছে। মূল চেকে যেখানে যেখানে লেখা ছিল ৬,৭০,১৫,৮৭৫ সেখানে পরিবর্তিত চেকে ইংরেজিতে 50,00,000 লেখা হয়েছে।

৯। নিচে যেখানে বাংলাদেশ বার কাউন্সিলের সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান এর যৌথ স্বাক্ষর ও সিলমোহর ছিল, সেখানে তাদের স্বাক্ষর অবিকৃত রয়েছে, তবে তাদের সিলমোহর মুছে ফেলা হয়েছে।

অর্থাৎ মূল চেকে কমপক্ষে ৯ টি জায়গায় পরিবর্তন করে এই নতুন চেকটি তৈরি করা হয়েছে।

আরো নিশ্চিত হওয়ার জন্য সোনালী ব্যাংক এর তেজগাঁও শাখার ব্যাপারে খোঁজখবর নেয়ার চেষ্টা করে ফ্যাক্টওয়াচ । অন্য একটি ব্যাংকের অনলাইন অ্যাপ থেকে দেখা যাচ্ছে, সোনালী ব্যাংকের Tejgaon Branch নামে কোনো শাখা নেই । কাছাকাছি নামের TEJGAON INDUSTRIAL AREA নামে একটি শাখা রয়েছে। এই শাখার রাউটিং নাম্বার 200264512 , যা ভাইরাল হওয়া চেকের দুই জায়গায় ছাপানো দুটি রাউটিং নাম্বারের কোনোটার সাথেই মেলে না। সর্বোপরি, PM’s Relief Fund নামে কোনো ব্যাংক একাউন্ট থাকা সম্ভব নয়, কারণ ব্যাংক একাউন্টের নামে কোনো স্পেশাল ক্যারেক্টার (যেমন, উর্ধ্বকমা) থাকতে পারবে না। এখানে PM’s এর এ্যাপস্ট্রফি (উর্ধ্বকমা) সেই শর্ত ভঙ্গ করেছে।

সোনালী ব্যাংকের ওয়েবসাইট থেকে এই রাউটিং নাম্বার মিলিয়ে দেখতে গিয়েও একই ফলাফল পাওয়া গেল।

অর্থাৎ, ভাইরাল চেকের ছবি অনুযায়ী এমন কোনো ব্রাঞ্চ বা এমন নামের কোনো একাউন্ট নাই। তাই এই একাউন্ট থেকে কাউকে কোনো অনুদান দেওয়াও সম্ভব নয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এর একাউন্ট নাম্বার কত তাহলে ?

সোনালীনিউজ নামক ওয়েব পোর্টালে ২০১৯ এর জানুয়ারিতে প্রকাশিত সালেহ আহমেদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক এই খবরে বলা হয়, স্বাধীনতা পদকপ্রাপ্ত নন্দিত অভিনেতা সালেহ আহমেদ এর চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।

এই প্রতিবেদনে  উক্ত চেকের একটি ছবিও ছাপা হয়েছিল। এখান থেকে দেখা যাচ্ছে , প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এর ব্যাংক একাউন্ট এর আনুষ্ঠানিক নাম PRODHAN MONTRIR TRAN O KALYAN TAHABIL । এটি সোনালী ব্যাংকের PRIME MINISTER’S OFFICE CORPORATE,DHAKA শাখায় খোলা হয়েছে, যার একাউন্ট নাম্বার  0107333004093 এবং এই শাখার রাউটিং নাম্বার 200263739 । সোনালী ব্যাংকের ওয়েবসাইট থেকে এবং ব্যাংকের অনলাইন অ্যাপ থেকে এই তথ্যগুলো যাচাই করে সত্যতা পাওয়া গেল।


সিদ্ধান্ত

অর্থাৎ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাহয্যের নামে যে চেকটি ভাইরাল হয়েছে, সেটি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এর চেক নয়। বরং  আইনজীবী প্রণোদনা তহবিল এর গতবছরের একটি চেককে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে মির্জা ফখরুল ইসলামের নামসহ অন্য কিছু তথ্য যোগ করা হয়েছে। সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া এই চেকের ছবিকে বিকৃত সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh