এইচএসসি পরীক্ষার্থীদের আত্মহত্যার ভুয়া স্ট্যাটাসে সয়লাব ফেসবুক

Published on: August 13, 2023

আগামী ১৭ই আগস্ট থেকে উচ্চ মাধ্যমিক পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই পরীক্ষা পেছানোর দাবীতে কিছু পরীক্ষার্থী আন্দোলন করছে। রাজপথে মিটিং,মিছিল, মানব বন্ধ ও অন্যান্য কর্মসূচীর পাশাপাশি অনলাইনেও তাদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। ফেসবুকে তারা পরীক্ষা পেছানোর দাবির পক্ষে যুক্তিসমূহ তুলে ধরছেন। একই সাথে আন্দোলন সম্পর্কিত বিভিন্ন তথ্যও ফেসবুকে ছড়িয়ে পড়ছে।

এই পটভূমিতে দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যার খবর ফেসবুকে ছড়িয়ে পড়ছে। আসন্ন পরীক্ষার ভয়ে ভীত হয়ে কিংবা মানসিক চাপ সইতে না পেরে তারা আত্মহত্যা করছেন বলেই দাবি করা হচ্ছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এসব আত্মহত্যার খবরের যথাযথ প্রমাণ নেই। ইচ্ছাকৃতভাবে এসব ভুয়া আত্মহত্যার খবর ছড়ানো হচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। কোনো কোনো পোস্টের সাথে কৌতুক/স্যাটায়ার এর উদ্দেশ্য পরিষ্কার বোঝা গেলেও কিছু পোস্ট বিভ্রান্তিকর । তবে ফেসবুকের বাইরে মূলধারার গণমাধ্যমে এইচএসসি পরীক্ষার আতঙ্কে কোনো পরীক্ষার্থীর আত্মহত্যার খবর দেখা যাচ্ছে না।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

আত্মহত্যার নির্দিষ্ট কয়েকটি দাবি অনুসন্ধান করার চেষ্টা করা যাক।

১। ইসতিয়াক আহমেদ

জনৈক সৌরভ দে গত ৯ই আগস্ট HSC Discussion Group 2023 এ জানান, একটি শোক সংবাদ

এবারের এইচএসসি পরীক্ষার্থী

Istiyaq Ahmed কাল রাত

আনুমানিক ২ টার সময় যে বিল্ডিং এর সাদে পিক টি তোলা সেই বিল্ডিং এর সাদ থেকে লাফ দিয়ে  ইন্তেকাল করেছেন।                                  

১০০ মার্ক

পরিক্ষার টেনশনে আন্দোলন করতে

না পারায় মারা গিয়েছে

তার স্থায়ি ঠিকানা ঢাকা

এখানে যে ফেসবুক আইডিকে মেনশন করা হয়েছে, সেই Istiyak Ahmed এখানে কমেন্ট করে জানাচ্ছেন, তাঁর মৃত্যুর খবরটি সঠিক নয়।

২। মোহাম্মদ জারিফ

HSC Discussion 2023 গ্রুপে জনৈক আদনান সামি গত ১০ই আগস্ট এই পোস্টে দাবি করেন,

এবারের এইচএসসি পরীক্ষার্থী Mohammed Zarif  আজ সকাল  আনুমানিক 10.30 টার সময় 10 তলা বিল্ডিং এর থেকে লাফ দিয়ে আত্ম/হ/ত্যা করেছেন। সে বিজ্ঞান বিভাগ এর শিক্ষার্থী।  ১০০ মার্ক পরিক্ষার টেনশনে আন্দোলন করতে না পারায় মারা গিয়েছে😔

মৃত্যুর আগে দিপু মনিকে দায়ী করে গিয়েছে


এই পোস্টেরই কমেন্ট সেকশনে উক্ত আদনান জারিফ জানান, এটি ভুল সংবাদ।

৩। তাওহিদুল ইসলাম সরণ

HSC 23 এর পোলাপাইন নামক একটি পেজ থেকে গত ৯ই আগস্ট এই স্ট্যাটাসে জানানো হয়, এবারের এইচএসসি পরীক্ষার্থী সরন কাল রাত আনুমানিক ১১ টার সময় গলায় ফাঁস দিয়ে  ইন্তেকাল করেছেন। ১০০ মার্ক পরিক্ষার টেনশনে আন্দোলন করতে না পারায় মারা গিয়েছে

তার স্থায়ি ঠিকানা বরিশাল

এই পোস্টের কমেন্ট সেকশনেই Tãwhïdūl Ïslåm SōRøñ এই দাবির প্রতিবাদ জানিয়েছে। তাঁর পরিচিতজনেরাও তাকে সমর্থন করেছে।

৪। Orin Raisa

Farishta Meem নামক একটি একাউন্ট থেকে গত ৯ই আগস্টের এই স্ট্যাটাসে দাবি করা হয়, এবারের এইচএসসি পরীক্ষার্থী Orin Raisa আজ সকালে ছাদ থেকে লাফ দিয়ে  ইন্তেকাল করেছেন।

এখানে যে Orin Raisa কে ট্যাগ করা হয়েছিল, তিনিই কমেন্টে জানাচ্ছেন, এটা ভুয়া খবর।


পাল্টাপাল্টি আত্মহত্যার খবর

৯ই আগস্ট রাত ১০টা ৪৯ মিনিটে HSC Discussion 2023 গ্রুপে জনৈক Mahmudul Hasan Sajid এইচএসসি পরীক্ষার্থী Imran Howlader এর আত্মহত্যার খবর জানান। তিনি এই পোস্টে দাবি করেন, এবারের এইচএসসি পরীক্ষার্থী Imran Howlader গতকাল রাত আনুমানিক ০১ টার সময় বিষাক্ত পদার্থ খেয়ে বিষক্রিয়ার ফলে ইন্তেকাল করেছেন ।

একই গ্রুপে একই দিনে রাত ১১ টা ৯ মিনিটে ইমরান হাওলাদার অন্য একটা পোস্টে মাহমুদুল হাসান সাজ্জাদ এর আত্মহত্যার খবর জানান । তিনিও একই পদ্ধতিতে (বিষাক্ত পদার্থ খাওয়া) মৃত্যুর দাবি করেন। উভয়ের পোস্টের ভাষাগত মিল ও লক্ষনীয়।

উভয় আইডিকেই ব্যক্তিগত প্রফাইলে এবং বিভিন্ন গ্রুপে এক্টিভ দেখা গিয়েছে। অর্থাৎ, তারা কেউই মৃত্যুবরণ করেনি বলে ধরে নেয়া যেতে পারে।

অপ্রাসঙ্গিক ছবির ব্যবহার

HSC Discussion 2023 গ্রুপে ৯ই আগস্ট জনৈক Ashraful Haque Rehad এর একাউন্ট থেকেই Ashraful Haque Rehad এর মৃত্যুর খবর জানানো হয়। এসময় যে ছবিটি সংযুক্ত করা হয়, সেটি অনলাইনে দীর্ঘদিন ধরে বহুল প্রচলিত একটি মিম এর উপাদান

Flavius Vegetius Renatus III নামক একটি আইডি থেকে ৯ই আগস্ট HSC Discussion 2023 গ্রুপে একটি পোস্টে Flavius এর মৃত্যু সংবাদ জানানো হয়। এখানে যে ছবিটি সংযুক্ত করা হয়, সেটি ভারতের বহুল আলোচিত ভুরারি পরিবারের একটি গ্রুপ ফটো। এই পরিবারের ১১জন সদস্য একই সাথে আত্মহত্যা করেছিল। House of Secrets: The Burari Deaths নামক নেটফ্লিক্স এর টিভি সিরিজে এই ছবিটি দেখানো হয়েছিল, এবং কিছু জায়গায় একেই পোস্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল।


প্রকাশিত খবরের প্রতিবাদ

দক্ষিণ সুরমা আবাসিক কলের রঞ্জন রায় নিজের একাউন্ট থেকে নিজের আত্মহত্যার সংবাদ সম্পর্কে এই স্ট্যাটাসে জানাচ্ছেন, এটি একটি ভোয়া (ভুয়া) সংবাদ, আর যে গ্রুপে এরকম পোস্ট করা হয়েছে সেই গ্রুপে শুধু আমাকে নিয়ে নয় আরো অনেক শিক্ষার্থীকে নিয়ে এই রকম ভোয়া (ভুয়া) পোস্ট করে গুজব ছড়াচ্ছে।

প্রথমত আমার ছবি এবং নাম ঠিকই আছে কিন্তু যে কলেজের নাম দেওয়া সেটি সম্পূর্ণ ভুল।

কারণ একি পোস্ট অনেক জন অনেক বার করেছে সেটা আপনারা আমার পোস্ট ঠিকভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন।

জানি না আমার সাথে কার এমন শত্রুতা যার কারণে আমাকে নিয়ে আজ এমন পোস্ট করেছে, আমি সবার উদ্দেশ্যে এই পোস্ট করার একমাত্র কারণ হলো আজ আমার মৃত্যুর সংবাদ নিয়ে একজন পোস্ট করেছে কাল এরচেয়ে বাজে কিছু নিয়ে পোস্ট করতে পারে। তাই নিজেকে ও নিজের কাছের মানুষদের কে গুজবে কান যেন না দেয় সেই সর্তকতা অবলম্বনে এই পোস্ট করা হচ্ছে।


স্যাটায়ার নাকি সিরিয়াস ?

নিজের মৃত্যুর খবর দেখে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া সাদাত নূরুল গনি কমেন্টে বলেছেন, সবাই আমার সাথে সু’সাইডে যোগদান করুন🔥💪

কয়েকটি আত্মহত্যার দাবির স্ক্রিনশট পোস্ট করে HSC Discussion 2023 গ্রুপে জনৈক মিস্টার লুজার নামক আইডিধারী ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, যেখানে আছেন, যেমন অবস্থায়  আছেন, সতর্ক থাকুন🙏

কেননা আপনিও মারা যেতে পারেন যেকোনো সময়,ধন্যবাদ 🙏

আবার এসব খবরকে সত্য ভেবে অনেকে তদনুযায়ী মন্তব্য করছেন। এমন কিছু মন্তব্য দেখুন এখানে –


অনেকে সন্দিহান হয়ে নিশ্চিত হতে চাইছেন, এগুলো সত্য খবর নাকি গুজব ?

গণমাধ্যমে  এইচ এস সি পরিক্ষার্থীর আত্মহত্যার খবর

আচল ফাউন্ডেশন এর বরাতে দৈনিক প্রথম আলোয় ২০২৩ সালের ২৭শে জানুয়ারি প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দেশে প্রতি মাসে ৩৭ জন শিক্ষার্থী বিভিন্ন কারণে আত্মহত্যা করে।

সাম্প্রতিক সময়ে, গত ৮ই আগস্ট বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থল থেকে নিহতের কয়েকটি ডায়েরি ও চিরকুট পাওয়া গেছে। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, চিরকুটে লেখা আছে, ‘বাবা-মা তোমরা ভালো থেকো, আর কোনো দিন বিরক্ত করবো না।’ এ ছাড়া আরও কিছু লেখা আছে যা তদন্তের স্বার্থে বলা সম্ভব হচ্ছে না।

অর্থাৎ, আসন্ন এইচএসসি পরীক্ষার চাপ বা ভীতির সাথেই এই আত্মহত্যার কোনো সম্পর্ক দেখা যাচ্ছেনা।

এদিকে, ৮ই আগস্ট রাতে দিনাজপুরের চিরিরবন্দরে আরেক এইচএসসি পরীক্ষার্থী কিশোর আত্মহত্যা করেছিল। স্থানীয়দের বরাতে  দৈনিক করতোয়া এবং দৈনিক যায়যায়দিন জানাচ্ছে, সে মানসিক বিকারগ্রস্ত ছিল।

অর্থাৎ, এখানেও আসন্ন এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত চাপের কোনো বিষয় ছিলনা।

ফেসবুকে জড়িয়ে পড়া আত্মহত্যার দাবিগুলো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। এই নাম এবং ছবিযুক্ত দাবিগুলো কেবল ফেসবুকেই পাওয়া যাচ্ছে।

সারমর্ম

ছড়িয়ে পড়া আত্মহত্যার দাবিগুলোর সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এগুলো মশকরা হিসেবে ছড়ানো হয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে স্যাটায়ার হিসেবে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh