প্রথম আলোর ফটোকার্ড ব্যবহার করে এইচএসসি পরীক্ষা পেছানোর গুজব 

Published on: August 13, 2023

সম্প্রতি এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে একটি প্রাসঙ্গিক ফেসবুক গ্রুপে দৈনিক প্রথম আলোর আদলে বানানো ফটোকার্ডে আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের একটি উক্তি পাওয়া যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ফটোকার্ডটি প্রথম আলো বা অন্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায় নি। বরং বিভিন্ন নিউজপোর্টালের সংবাদ থেকে জানা যাচ্ছে ঢাকা বোর্ডের চেয়ারম্যান সম্পূর্ণ বিপরীত উক্তি করেছেন। তাই ফ্যাক্টওয়াচ এ ছবিকে “মিথ্যা” আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস:

১১ আগস্ট HSC Discussion Group 2023 নামক একটি জনপ্রিয় ফেসবুক গ্রুপে বেনামে একাধিকবার পোস্ট করা হয়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে পরবর্তীতে পোস্ট থেকে ভুয়া উক্তিটি ফটোকার্ড ছাড়াও পোস্ট করা হয়। 

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান: 

ফটোকার্ডে উল্লেখিত ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের উক্তিটি হলোএইচএসসি পরীক্ষা সেপ্টেম্বরের শেষের দিকে নেওয়ার আলোচনা চলছে।  ফটোকার্ডটি প্রকাশের তারিখ লেখা রয়েছে ১১ আগস্ট, ২০২৩। 

প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে উক্ত তারিখ এবং সাম্প্রতিক তারিখের সংবাদ সন্ধান করে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায় নি।

এদিকে কয়েকটি অনলাইন নিউজপোর্টালের সর্বশেষ সংবাদ থেকে জানা যাচ্ছে, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেছেন, পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে, পেছানোর বা সিলেবাস সংশোধনের কোনো সুযোগ নেই। ক্যাম্পাসটাইমের রিপোর্ট দেখুন এখানে, সাম্প্রতিক দেশকালের রিপোর্ট দেখুন এখানে, সারাবাংলার রিপোর্ট দেখুন এখানে

 

প্রথম আলোর নামে বানানো আরও কিছু ভুয়া ফটোকার্ড সম্পর্কিত ফ্যাক্টওয়াচের রিপোর্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

স্পষ্টতই, ফটোকার্ডটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে।  তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ছবিকেমিথ্যা” সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh