বিভিন্ন দেশের প্রাকৃতিক দুর্যোগের ভিডিওকে জোড়া দিয়ে সিলেটের বন্যার ভিডিও বলে দাবি

Published on: June 22, 2023

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ‘ভারত তিস্তার গেট খুলে দেওয়ায় সিলেট বন্যায় ভাসবে’, আবহাওয়ার পূর্বাভাস হিসেবে এমন ক্যাপশনের সাথে সিলেটের বন্যা দাবি করে কয়েকটি ভিডিও ক্লিপ জুড়ে দেওয়া হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওতে প্রদর্শিত বেশ কয়েকটি ক্লিপ সিলেটের বন্যা নয়, বরং ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টের শিরোনামকে মিথ্যা আখ্যা দিচ্ছে।

 

বিভ্রান্তির উৎস

গত ১৯ জুন Bd Weather News 007 নামক ফেসবুক পেইজ থেকে২৪ ঘন্টায় তিস্তার গেট খুলে দিচ্ছে ভারত | বন্যায় ভাসবে সিলেট | আসছে ঝড়বৃষ্টি | আবহাওয়ার খবর আজকেরশিরোনামে ভিডিওটি পোস্ট করা হয় যা এখন পর্যন্ত কমপক্ষে ১৮০০ বার শেয়ার করা হয়েছে। 

 

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

উক্ত ভিডিওর শুরুতেই বন্যার তোড়ে ব্রিজ ভেঙে যাওয়ার একটি ক্লিপ দেখা যাচ্ছে। 

এটি সিলেটের সাম্প্রতিক বা গতবছরের বন্যার ক্লিপ নয়, ২০২২ সালের মে মাসে পাকিস্তানে বন্যার তোড়ে ভেঙে যাওয়া ঐতিহাসিক হাসানাবাদ ব্রিজ ভেঙে পড়ার ভিডিও। 

ভিডিওর ৫ সেকেন্ডের মাথায় একটি বাড়ি ভেঙে পানিতে ভেসে যাওয়ার ক্লিপ দেখা যাচ্ছে।

এটি ২০২১ সালে ইন্দোনেশিয়ার বন্যার একটি ভিডিওর অংশ। পুর্বেও এটিকে সিলেটের বন্যার ভিডিও দাবিতে গুজব ছড়িয়েছিলো বলে একটি ফ্যাক্টচেকিং সাইট থেকে জানা যায়।

ভিডিওর ২৩ সেকেন্ডে দেখা যাচ্ছে আরেকটি বাড়ি বন্যার পানিতে ভেঙে যাচ্ছে।

এটি ২০২১ সালের অক্টোবর ভারতের কেরালায় ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় একটি বাড়ি ভেঙে যাওয়ার ভিডিও।

 ভিডিওর ২৯ সেকেন্ড অংশে যে বন্যাপ্লাবিত বাঁধের ছবি দেখা যাচ্ছে সেটা বাংলাদেশ-ভারত তিস্তা বাঁধের ভিডিও নয়।

 এ ভিডিওটি ভারতের কোশি বাঁধের বন্যার ছবি যেটা Kishan নামক ইউটিউব চ্যানেল থেকে ২০১৯ সালের ১৪ই জুলাই প্রকাশ করা হয়। আগেও এ ভিডিওটিকে তিস্তা বাঁধের বলে গুজব ছড়ানো হয়েছিল। এ সংক্রান্ত ফ্যাক্টওয়াচের রিপোর্ট দেখুন এখানে

 ভিডিওর ৩৫ সেকেন্ড অংশে বন্যার পানিতে পিচের রাস্তা ভেঙে যাওয়ার ভিডিও দেখা যাচ্ছে।

 এটি ২০১৮ সালের আগস্ট মাসে ভারতের কেরালায় ভারি বর্ষণের ফলে সৃষ্ট দুর্যোগের ভিডিও

 ৫৩ সেকেন্ড অংশে যে বন্যাপ্লাবিত এলাকা দেখা যাচ্ছে সেটিও সিলেটের বন্যার ভিডিও নয়।

 SMAQ নামক একটি ফেসবুক পেইজের ২০২০ সালের ৩১ মের পোস্ট থেকে জানা যাচ্ছে এটি ১৯৯৯ সালে ভারতের ওড়িশা রাজ্যে সংঘটিত সুপার সাইক্লোনের ভিডিও।

 ২.৫৪ মিনিট অংশে বন্যার পানি ভেসে যাওয়ার একটি ক্লিপ দেখা যাচ্ছে।

 pexels.com নামক একটি হাই রেজুলিউশান ছবি ও ভিডিও প্রদর্শনীর অনলাইন প্লাটফর্মে একই ভিডিও পাওয়া যাচ্ছে যেটা ২০২০ সালের ১৫ জানুয়ারি আপলোড করা হয়েছে। অর্থাৎ এ ভিডিও সিলেটের সাম্প্রতিক অথবা গত বছরের বন্যার ভিডিও নয়।

এই ভাইরাল ভিডিওতে অন্তত সাতটি ক্লিপ পাওয়া যাচ্ছে যেগুলো সিলেটের বন্যার ভিডিও নয়, বরং ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলের। তাই উপযুক্ত প্রমাণসাপেক্ষে ফ্যাক্টওয়াচ এ ভিডিও সংকলনের শিরোনামটিকে মিথ্যা সাব্যস্ত করছে।

 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh