অন্যদেশের সামরিক মহড়ার ছবিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বলে প্রচার

Published on: March 10, 2022

সরাসরি দেখুন..রা*শিয়া ই*উক্রেন যুদ্ধ’-শিরোনামে ৯ মিনিট ৫৭ সেকেন্ড এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এখানে বেশ কিছু সৈনিককে ভারী অস্ত্রসস্ত্র সহ যুদ্ধের পোষাকে দেখা যায়। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটা রাশিয়া-ইউক্রেন ,বা আদৌ কোনো দ্বিপক্ষীয় যুদ্ধই নয়। জার্মানি এবং পেরুর দু’টি পৃথক সামরিক মহড়াকে একত্র করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বলে প্রচার করা হচ্ছে।

গুজবের উৎস

ভাইরাল কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে

অনুসন্ধান

ভাইরাল ভিডিও’র প্রথম অংশ নেওয়া হয়েছে আমেরিকা-জার্মানির সেনাবাহিনির যৌথ সামরিক মহড়ার একাংশ থেকে , যা গত অক্টোবর ২০২১ এ  অনুষ্ঠিত হয়। US Millitary Channel নামক ইউটিউব চ্যানেলে U.S & German Forces • Lead a Multinational Combat Training Exercise • Oct 4 2021, Germany শিরোনামে এই মহড়ার একটি ভিডিও প্রকাশ করা হয় গত ১৪ই অক্টোবর,২০২১ তারিখে। এই ভিডিওর সাথে কথিত রুশ-ইউক্রেন যুদ্ধের ভিডিওর সাদৃশ্য দেখা যাচ্ছে।

এই যৌথ সামরিক মহড়ার খবর এবং ছবি সে সময়ে অন্যান্য সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছিল। যেমন দেখুন এখানে

ভারতসহ অন্যান্য দেশেও যুদ্ধের এই ভূয়া ভিডিও ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টচেকিং সংস্থা ফ্যাক্টলি এবং লিড স্টোরিজ এই ভিডিওর মূল উৎস হিসেবে জার্মান-আমেরিকান সৈন্যদের মহড়াকেই সনাক্ত করেছে।

আলোচ্য ভিডিও’র দ্বিতীয় অংশ নেওয়া হয়েছে পেরুর সেনা ও নৌবাহিনীর ২০২১ সালের যৌথ মহড়ার একটি ভিডিও থেকে, যার সাথে  Comandos y Fuerzas Especiales del PERÚ.নামক ফেসবুক পেজের এই ভিডিওটা মিলে যাচ্ছে।

এছাড়া, ক্যাপশনে ‘সরাসরি দেখুন’ বলা হলেও ,এদের কোনোটাই সরাসরি সম্প্রচারিত লাইভ ভিডিও ছিল না ।

সার্বিক বিচারে ফ্যাক্টওয়াচ এই ভিডিওগুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply