ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পরে মোজোর দুই লিটার পানীয়ে দাম বেড়েছে?

Published on: April 19, 2024

যা ছড়িয়েছে: ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের আগে দুই লিটার মোজোর দাম ৮০ টাকা ছিলো। যুদ্ধের পরে দাম বৃদ্ধি করে তা ১০০ টাকা করা হয়েছে। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিক্রয়কৃত প্রতি বোতল মোজো থেকে ফিলিস্তিনে যাবে ১ টাকা অথচ হিসাব অনুযায়ী প্রতি লিটারে দাম বাড়ানো হলো ১০ টাকা!

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত: দাবিটি মিথ্যা। ইসরাইল-ফিলিস্তিন [হামাস] যুদ্ধের আগে থেকেই এক লিটার মোজোর দাম ৬০ টাকা ও দুই লিটার মোজোর দাম ১০০ টাকা ছিলো। মূল ঘটনা হলো, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পরে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ঘোষণা দিয়েছিল বিক্রয়কৃত প্রতি বোতল মোজো থেকে ফিলিস্তিনকে ১ টাকা সহায়তা দেওয়া হবে। অথচ ভাইরাল পোস্টের দাবি অনুযায়ী, বোতলে ১ টাকা সহায়তার ঘোষণা দিয়ে লিটারে ১০ টাকা দাম বাড়ানো হয়েছে। যদিও তথ্য-উপাত্ত বলছে এ দাবি ভিত্তিহীন।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

কোমল পানীয় মোজো নিয়ে ফেসবুকে যে পোস্টটি ভাইরাল হয়েছে তার বিপরীতে মোজোর ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি হলোঃ

“সতর্কীকরণ পোস্ট:

কিছু নেতিবাচক ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে।

মোজো সর্বশেষ মূল্য বৃদ্ধি করেছিল ২০২৩ সালের জুলাই মাসে। কারণ ছিল ডলারের মূল্য বৃদ্ধি এবং অন্যান্য উপাদানের (বিশেষত চিনির) মূল্যবৃদ্ধির কারণে। ঠিক সেই সময় জুলাই মাসে মোজো ১ লিটার ৬০ টাকা এবং ২ লিটার ১০০ টাকা বাজারজাত করে।

ফিলিস্তিন ইস্যুতে মানবিক দৃষ্টিকোণ থেকে মোজো ডোনেশন ক্যাম্পেইন শুরু করে ডিসেম্বর’২৩ থেকে।

মোজোর ভোক্তা সাধারণদেরকে অনুরোধ করা হচ্ছে যে ভুল তথ্যে আপনারা বিভ্রান্ত হবেন না”।

 

৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মোজো বিক্রয়কৃত প্রতি বোতল থেকে ফিলিস্তিনের সহায়তায় ১ টাকা দেওয়ার যেই ক্যাম্পেইন শুরু করে তা দেখতে পাবেন এখানে

প্রসঙ্গত, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ৯ এবং ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখের কিছু ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, তখনও দুই লিটার মোজোর দাম ১০০ টাকা ছিলো। ওই পোস্টের মূল বিষয়বস্তু হলোঃ

“এ কেমন মার্কেটিং!

৮০ টাকার ২ লিটারের মোজো দাম বাড়াইয়া ১০০ বানাইলো ভালো কথা। কিন্তু ১৪০ থেকে ১০০ বানানোর প্রিন্ট কোন দুঃখে দিলো সেটাই বুঝলাম না”। পোস্টটিতে মোজোর মার্কেটিং নিয়ে প্রশ্ন তোলা হলেও তা থেকে প্রতীয়মান হচ্ছে যে দুই লিটার মোজোর দাম ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরুর আগে থেকেই ১০০ টাকা ছিলো। কেননা ০৭ অক্টোবর ২০২৩ তারিখে ফিলিস্তিন থেকে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে “অপারেশন আল-আকসা ফ্লাড” নামে হামলা শুরু করে। এই হামলাকে কেন্দ্র করে ইসরায়েল ফিলিস্তিনে আক্রমণ শুরু করে। যা এখনো চলমান রয়েছে।

 

সুতরাং, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরুর পরে মোজোর ২ লিটারের বোতলের দাম ৮০ থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে দাবিগুলোকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh