দুই বছরের পুরনো সংবাদ ভুল ছবি ও ভুল শিরোনামে প্রচার

Published on: November 24, 2021

সম্প্রতি “নোয়াখালীতে পরকীয়ার পর আপন ভাই-বোনের বিয়ে: দুজনকেই ত্যাজ্য করলেন বাবা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি অনলাইন পোর্টাল থেকে। বাস্তবে এটি ২০১৯ সালের ঘটনা যা ঘটেছিল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। অন্যদিকে সংবাদে ব্যবহৃত ছবিটি উক্ত ঘটনার ভাই-বোনের নয়, বরং আট বছর প্রেমের সম্পর্কের পর ২০১৮ সালে বিয়ে করা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক দম্পতির। দুই বছরের পুরনো সংবাদ তারিখ উল্লেখ না করে ভুল ছবি ও শিরোনামে প্রচার করায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার হওয়া এমন কিছু সংবাদ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।


উক্ত সংবাদটির শিরোনামে “নোয়াখালী” উল্লেখ করা হলেও সংবাদের বিস্তারিত অংশের শুরুতে “জয়পুরহাট” উল্লেখ করা হয়েছে। সংবাদটির বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে দেখা যায়, ২৩ অক্টোবর ২০১৯ তারিখে নয়াদিগন্ত থেকে প্রকাশিত একটি সংবাদ থেকে সম্প্রতি ভাইরাল হওয়া সংবাদটি হুবহু কপি করা হয়েছে। “পরকীয়ার পর ভাই-বোনের বিয়ে : দুজনকেই ত্যাজ্য করলেন বাবা” শিরোনামে সংবাদটি দেখুন এখানে।

নয়াদিগন্তের সংবাদটি সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামে বসবাসকারি আব্দুর রশিদের ঔরসজাত সন্তান প্রথম স্ত্রীর ছেলে সিজু (৩৫) পেশায় ট্রাক ড্রাইভার এবং দ্বিতীয় স্ত্রীর মেয়ে রাজিয়া সলতানা (২৬), দু‘ভাই-বোনের (অবশ্য সৎ) বিয়ের ঘটনা নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্য তৈরী হয়েছে। একই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে ডিবিসি নিউজ এবং বাংলাদেশ জার্নাল।


এখানে উল্লেখ্য যে, উক্ত সংবাদগুলোতে ভাই-বোনের কোনো ছবি ব্যবহৃত হয়নি। সম্প্রতি ভাইরাল হওয়া সংবাদে ব্যবহৃত ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, ছবিটি ২০ জানুয়ারি ২০১৮ তারিখে প্রকাশিত জাগো নিউজের একটি সংবাদ থেকে নেয়া হয়েছে। “৮ বছরের প্রেম, বিয়ে করে গ্রাম ছাড়া” শিরোনামের সংবাদটি ছিল মূলত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক নব দম্পতিকে নিয়ে যারা আট বছর প্রেমের সম্পর্কের পর ২০১৮ সালে বিয়ে করে গ্রাম ছাড়া হয়েছেন। সংবাদটি সূত্রে জানা গেছে, তাড়াশের বাংহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে ঢাকার একটি বিশ্ববিদ্যালয় কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মতিউর রহমান দুর্জয়ের (২২) সঙ্গে মনোহরপুর গ্রামের রওশন আলী সরকারের মেয়ে বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী রিতা সরকারের (২১) গত ৮ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত ৭ জানুয়ারি, ২০১৮ এই যুগল বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করেছিলেন। পুলিশ ও মেয়ের পরিবারের দায়ের করা অপহরণ মামলা এবং অব্যাহত হুমকি-ধমকির কারণে গত ১৫ দিন ধরে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। এখানে বিষয়টি স্পষ্ট যে, বিয়ের পূর্বে এই দম্পতি সম্পর্কে ভাই-বোন ছিলেন না।

উপরোক্ত তথ্য প্রমাণ অনুযায়ী, “নোয়াখালীতে পরকীয়ার পর আপন ভাই-বোনের বিয়ে: দুজনকেই ত্যাজ্য করলেন বাবা” শিরোনামে সম্প্রতি ভাইরাল হওয়া সংবাদটি বাস্তবে ২০১৯ সালের ঘটনা যা ঘটেছিল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সংবাদটিতে ব্যবহৃত ছবিটি উক্ত ঘটনার ভাই-বোনের নয়, বরং আট বছর প্রেমের সম্পর্কের পর ২০১৮ সালে বিয়ে করা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক দম্পতির। দুই বছরের পুরনো সংবাদ তারিখ উল্লেখ না করে ভুল ছবি ও শিরোনামে প্রচার করায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply