খালেদা জিয়ার বক্তব্যের ভিডিওটি বিকৃত

Published on: December 3, 2021

সম্প্রতি ফেসবুকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার একটি ভিডিও শেয়ার হয়েছে। ১৯ সেকেন্ডের এই ভিডিওটির ক্যাপশনে খালেদা জিয়ার উদ্বৃতি দিয়ে বলা হয়েছে, “এখানে আমার পরিবারের মধ্য গন্ডগল আছে। তারেক রহমানকে তো আপনারা ভাল করে চিনেন, বৌয়ের সাথেও গন্ডগল, বৌও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।“  মূলত বেগম খালেদা জিয়ার পুরনো একটি বক্তব্যের দুটি ভিন্ন অংশকে একসাথে যুক্ত করে তার মাঝখানে নতুন শব্দ যুক্ত করে ভিডিওটি তৈরি করা হয়েছে। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এটিকে “বিকৃত” সাব্যস্ত করেছে।

সম্প্রতি ফেসবুকে বিভিন্ন ব্যক্তিগত একাউন্ট এবং পেজ থেকে উক্ত ভিডিওটি পোস্ট করা হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

১৯ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে বলা হচ্ছে,
”এখানে আমার পরিবারের মধ্য গন্ডগল আছে। তারেক রহমানকে তো আপনারা ভাল করে চিনেন, বৌয়ের সাথেও গন্ডগল, বৌও চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা”

— খালেদা জিয়া

(লন্ডনে ঘরোয়া মিটিংয়ের ভিডিও ফাঁস)

অনুসন্ধানে দেখা গেছে, একই ক্যাপশনে ভিডিওটি ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালেও ভাইরাল হয়েছিল।

উক্ত ১৯ সেকেন্ডের ভিডিওটিতে ভিডিওটিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বলতে শোনা যায়, “আপনারা যতই বলেন আন্দোলন, আন্দোলন ঢাকায় সেভাবে করা সম্ভব হয়নি। এখানে আবার পরিবারের মধ্যে গণ্ডগোল আছে। তারেক রহমানকে তো আপনারা ভাল করেই চিনেন। বউ এর সাথে গণ্ডগোল, বউ চায় ক্ষমতা, সেও চায় ক্ষমতা।“

যেহেতু একই ক্যাপশনে ভিডিওটি ২০১৮ সাল থেকে প্রতিবছর ফেসবুকে ভাইরাল হয়ে আসছে, তাই মূল ভিডিওটি খুঁজে পেতে “Khaleda Zia’s speech” লিখে ইউটিউবে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। অনুসন্ধানে “Begum Khaleda Zia’s Speech | Park Plaza, London | 1 November 2015” শিরোনামে “Tarique Rahman” নামক একটি ইউটিউব চ্যানেলে ১ ঘন্টা ১২ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। এটি সর্বপ্রথম প্রকাশিত ভিডিও কিনা তা নিশ্চিত না হওয়া গেলেও ভিডিওটিতে দৃশ্যমান বেগম খালেদা জিয়া’র বেশভূষার সাথে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটির মিল পাওয়া গেছে।

উক্ত ইউটিউব ভিডিও’র ২৫ মিনিট ২০ সেকেন্ড থেকে বেগম খালেদা জিয়াকে বলতে শোনা যায়, “এই এরশাদ প্রথমে অংশগ্রহন করেনাই। এরশাদ কিন্তু রংপুর থেকে উইথড্র করেছে তার সিট। ঢাকা থেকে করতে চেয়েছে, জোর করে তাকে করতে দেয়া হয়নি। তাকে সিএইমএইচ এ…, এরশাদ কিন্তু অংশগ্রহণ করতে চায়নি। এখানে আবার পরিবারের মধ্যে গণ্ডগোল আছে। তাকে তো আপনারা ভাল করে চেনেন। বউ এর সঙ্গেও গণ্ডগোল। বউ ও চায় ক্ষমতা, সে ও চায় ক্ষমতা। তখন, এরশাদকে যখন পারছেনা, তখন নিয়ে সিএমএইচ এ বন্ধ করেছে। একটা মূলা ঝুলায়ে রাখছে যে নাহলে তোমাকে ঐ মঞ্জুর মার্ডার কেস, অমুক তমুক কেস কতগুলা আছে। তোমাকে জেলে ভরে দিব। এখন জেলে যেতে বুড়া বয়সে ভয় পায়। সেজন্যই করে না, তখন যা বলে সেটা মেনে নেয়।”

অর্থাৎ এখানে খালেদা জিয়া জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কথা বলেছেন। তারেক রহমানের কথা নয়। সম্প্রতি ভাইরাল ভিডিওর ১১ সেকেন্ডে “তারেক রহমান” শব্দটি আলাদা করে যুক্ত করা হয়েছে। ভিডিওটি মনযোগ দিয়ে শুনলে এই অসঙ্গতিটি সহজেই ধরা যায়।

অন্যদিকে, উক্ত ইউটিউব ভিডিওটির ৪০ মিনিট ৫০ সেকেন্ড থেকে বেগম খালেদা জিয়াকে বলতে শোনা যায়, “…… সেভাবেই নির্দেশও দেয়া হয়েছে, এখন আমাদেরকে কমিটিগুলোকে পূনর্গঠন করতে হবে। আপনারা যতই বলেন যে, আন্দোলন, আন্দোলন ঢাকায় সেভাবে করা সম্ভব হয়নি। কিন্তু গ্রামদেশে যে কি আন্দোলন হয়েছে, স্বাধীনতার সময়ে, মুক্তিযুদ্ধের সময়েও এরকম আন্দোলন হয়নি”।

অর্থাৎ সম্প্রতি ভাইরাল ভিডিওটির শুরুর ৭ সেকেন্ড এই অংশ থেকে কেটে নেয়া হয়েছে। খালেদা জিয়া সম্পূর্ণ ভিন্ন একটি প্রেক্ষাপটে কথাটি বলেছিলেন। মূল ভিডিওটি থেকে ভিন্ন দুটি অংশ কেটে একসাথে জোড়া লাগিয়ে “তারেক রহমান” শব্দটি মাঝখানে যুক্ত করায় সম্প্রতি ভাইরাল ভিডিওটি অন্যরকম অর্থ দাঁড় করাচ্ছে।

২০১৫ সালের সেই সভা সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এবং এখানে।



২০১৮ সালে উক্ত বিকৃত ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটিকে ‘অপপ্রচার’ বলে দাবি করেছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। একটি সংবাদ সম্মেলনে এ সম্পর্কে তিনি বলেন, “আমরা ছাত্রজীবনের প্রথম বর্ষ থেকে দেশনেত্রীকে চিনি। তিনি কখনও বাড়তি কথা বলেন না, অরুচিকর কথা বলেন না। বিভিন্ন সময়ে তিনি নেতাকর্মীদের মধ্যে যে বক্তব্য দিয়েছেন তা কাটিং পেস্ট করে বোঝানোর চেষ্টা হয়েছে যে পরিবারের মধ্যে সমস্যা হয়েছে।“

 

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

Leave a Reply