মামুনুল হক এখনো কারাগার থেকে মুক্তি পান নি

Published on: February 7, 2023

মামুনুল হক এবার ফাইনালি মুক্তি পেয়ে গেলেন – এমন ক্যাপশনযুক্ত একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি পর্যালোচনা করে দেখা গিয়েছে, ২০২০ সালের মে মাসে একটি অনলাইন কনফারেন্স থেকে ভিডিও ক্লিপটি নেওয়া হয়েছে। এখানে মামুনুল হক ২০১৩ সালে তার জেলমুক্তির কথা জানাচ্ছিলেন। এটা সাম্প্রতিক কোনো ভিডিও নয়। সর্বশেষ খবর অনুযাইয়ী, মামুনুল হক ২০২১ সালের  পর থেকে এখনো কারাগারে আটক রয়েছেন।

গুজবের উৎস

মূলত ৮ মিনিট ১৭ সেকেন্ড দীর্ঘ একটি ভিডিও শেয়ারের মাধ্যমে এই গুজবটি ছড়িয়ে পড়ে। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

এই ভিডিওতে জনৈক রাফি বিন মনিরকে মামুনুল হককে কিছু প্রশ্ন করতে দেখা যায়। এই ভিডিওর মাঝেই ভিন্ন আরেকজন উপস্থাপক স্ক্রিনে এসে নতুনভাবে মামুনুল হকের মুক্তির ব্যাপারে কিছু তথ্য দিচ্ছিলেন।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ভিডিওর কথাগুলো থেকে বোঝা যায়, এখানে মামুনুল হক মূলত ২০১৩ সালের ৫ই মে তারিখে শাপলা চত্বরে অবস্থান কর্মসূচী , এর পরবর্তী সময়ে তার ( মামুনুল হক এর) গ্রেফতার , কারাগারের অভিজ্ঞতা এবং জেল্মুক্তির ব্যাপারে কথা বলছিলেন।

অনুসন্ধানে দেখা যাচ্ছে, রাফি বিন মনির এবং মামুনুল হক , উভয়ের ফেসবুক পেজ থেকে একত্রে  এই ফেসবুক লাইভ টি হয়েছিল ২০২০ সালের ৬ই মে তারিখে ।

মুহাম্মাদ মামুনুল হক এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ই লাইভটি দেখতে পাবেন এই লিংকে।

এই বিশেষ লাইভের আয়োজন নিয়ে মাওলানা মামুনুল হক এবং রাফি বিন মনির দুজনেই তাদের ফেসবুক পেজ থেকে ২০২০ সালের ৬ই মে ঘোষণা দিয়েছিলেন। ফলে এর সাম্প্রতিক ঘটনা হবার কোনো কারণ নাই।


ফেসবুকে আরো কিছু ফেসবুক পেজ এবং প্রফাইল থেকেও এই ভিডিও এবং ভিডিওর কিছু অংশ আপলোড করা হয়েছিল। এমন কিছু পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে


এসকল ভিডিও পর্যালোচনা করে দেখা যাচ্ছে, রাফি বিন মনির এর পরনে গোলাপী পাঞ্জাবি ছিল এবং তার পেছনে বুক শেলফ ভর্তি বই ছিল। অন্যদিকে মাওলানা মামুনুল হকের পরনে ছিল সাদা পাঞ্জাবি , এবং পিছনে সাদা দেয়ালের মাঝে লাল রঙের একটি কৃত্রিম ফুলগাছের একাংশ দেখা যাচ্ছিল।

অন্যদিকে সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিটিতেও উভয়ের পোষাক এবং ব্যাকগ্রাউন্ড একই দেখা যাচ্ছে।

মূল ৪৩ মিনিট ২২ সেকেন্ড এর ভিডিওর ৩৩ মিনিট এ রাফি বিন মনির কে বলতে শোনা যায়, যদি আপনার কারাগার এর দিনগুলো নিয়ে কিছু বলতেন ?

অন্যদিকে এই বাক্যটি দিয়েই সম্প্রতি ভাইরাল হওয়া ৮  মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওটি শুরু হয়। বাকি ভিডিওটি পর্যবেক্ষণ করেও দেখা গেল, এর পুরো অংশই মূল ভিডিও থেকে নেওয়া হয়েছে।

মামুনুল হক সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জানা গেল, ২০১৩ সালের ১২ই মে তাকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছিল। তার বই ‘কারাগার থেকে বলছি’ থেকে জানা যাচ্ছে , সে সময় তিনি ৮৩ দিন কারাগারে ছিলেন।

সর্বশেষ ২০২১ সালের ১৮ এপ্রিল  দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয় মাওলানা মামুনুল হককে। তাকে ঢাকা মেট্রোপলিটন এলাকার মোহাম্মদপুর থানায় ২০২০ সালে দায়ের হওয়া একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। বাংলা ট্রিবিউনের এই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তার বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরে ২০১৩ সালের পর থেকে অর্ধশতাধিক মামলা রয়েছে।

এছাড়া, প্রথম আলো’র এই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত ৪ জানুয়ারি ২০২৩ তারিখে মামুনুল হকের সাক্ষ্য গ্রহণের কথা ছিল। কিন্তু তা হয়নি। আদালতে হাজির করা হয়নি মামুনুলকে।

সর্বশেষ খবর অনুযায়ী তিনি কাশিমপুরেই বন্দী আছেন।

অর্থাৎ , সাম্প্রতিক সময়ে মামুনুল হক এর কারামুক্তির খবরের কোনো ভিত্তি নেই। ফ্যাক্টওয়াচ এই খবরকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

উল্লেখ্য, ২০২১ সালেও মামুনুল হকের মুক্তির গুজব ছড়িয়ে পড়েছিল। এ বিষয়ে ফ্যাক্টওয়াচের তৎকালীন পোস্ট দেখুন এখানে ।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh