মাশরাফিকে কি বাংলাদেশ ক্রিকেট দলের মেন্টর নিয়োগ দেয়া হয়েছে ?

Published on: July 11, 2023

সম্প্রতি ফেসবুকে একটি পোষ্ট ভাইরাল হতে দেখা যাচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে, ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের মেন্টর নিয়োগ দেয়া হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, মাশরাফিকে এখনও বাংলাদেশ ক্রিকেট দলের দলের মেন্টর হিসেবে নিয়োগ দেয়া হয়নি। তামিমের অবসর ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৈঠকে বসেছিলেন। সেখানে তামিম বিশ্বকাপে মাশরাফিকে বাংলাদেশ দলের মেন্টর হিসেবে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী এতে মৌখিক সম্মতি প্রকাশ করলেও মাশরাফি অবশ্য এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি। বিসিবির তরফ থেকেও এমন কোনো ঘোষণা দেয়া হয়নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

গত ৬ জুলাই সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এরপর গত ৭ জুলাই তামিমকে গণভবনে ডেকেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ইস্যুতে গণভবনে শেখ হাসিনার সঙ্গে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৈঠকে বসেছিলেন। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হওয়ার পরে  সংবাদমাধ্যমকে তামিম নিশ্চিত করেছিলেন যে, তিনি তার অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন।

গণভবনে তামিম প্রধানমন্ত্রীর কাছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মাশরাফিকে বাংলাদেশ দলের মেন্টর হিসেবে নিয়োগ দেয়ার জন্য অনুরোধ করেছিলেন। মাশরাফিকে বাংলাদেশ ক্রিকেট দলের মেন্টর হিসেবে নিয়োগ দেয়া প্রসঙ্গে তামিম বলেন,

“মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাঁকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই। প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, ‘অবশ্যই, মাশরাফি যাবে।’ মাশরাফি ভাইকে তিনি প্রস্তুত থাকতেও বলে দেন।”

তবে, প্রধানমন্ত্রী যদিও মাশরাফিকে এ ব্যাপারে ভাবতে বলেছেন। কিন্তু মাশরাফি জানিয়েছেন, এখনও এরকম কোনো সিদ্ধান্ত নেয়ার সময় আসেনি।  অর্থাৎ, মাশরাফির তরফ থেকে এখনও বাংলাদেশ দলের মেন্টর হওয়া সংক্রান্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

উল্লেখ্য, মাশরাফি বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে আগামী অক্টোবর-নভেম্বরে। সবকিছু স্বাভাবিক থাকলে তখন বাংলাদেশের জাতীয় নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে যাবে। মাশরাফি যদি আবার আওয়ামী লীগ থেকে মনোনীত হন তাহলে তখন  তাকে নির্বাচনী প্রচারণাও চালাতে হবে।

অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকেও এ সংক্রান্ত কোনো ঘোষণা পাওয়া যায়নি। পাশাপাশি মূলধারার সংবাদ মাধ্যম থেকেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি যার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে মাশরাফিকে বাংলাদেশ দলের মেন্টর হিসেবে নিয়োগ করা হয়েছে।

তাই এই দাবিকে ফ্যাক্টওয়াচ বিভ্রান্তিকর সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh