ডেইলি স্টার পত্রিকার রম্য রচনাকে মেয়র তাপসের সত্যিকারের বক্তব্য বলে দাবি

Published on: June 11, 2023

সম্প্রতি ফেসবুকে পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে দক্ষিণ ঢাকার মেয়র তাপস গাছ কাটার বিষয়ে যুক্তি দিয়েছেন যে, রাজধানী ঢাকাকে জঙ্গল মনে হয়। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, যমুনা টিভি “ডেইলি স্টার পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মেয়র তাপসের নোটিশ” এই মর্মে সংবাদ প্রকাশ করতে গিয়ে ভুলক্রমে ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত একটি রম্য রচনা থেকে জনৈক কাল্পনিক মেয়রের উক্তিকে মেয়র তাপসের উক্তি বলে উল্লেখ করে। পরবর্তীতে যমুনা টিভি তাদের প্রকাশিত সংবাদ সংশোধন করলেও অনেক ফেসবুক ব্যবহারকারী এই উক্তিকে সত্য মনে করছেন। যেহেতু উক্তিটি একটি রম্য রচনার অংশ, এবং মেয়র তাপস বাস্তব জীবনে এমন কিছু বলেন নাই – তাই ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে “বিভ্রান্তিকর” আখ্যা দিচ্ছে।

 

বিভ্রান্তির উৎস:

গত জুন যমুনা টিভির প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরপরই মেয়র তাপসের উক্তির অংশটি স্ক্রিনশট আকারে ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ফেসবুক ব্যবহারকারীরা এই উক্তিকে সত্য হিসেবে ধরে নিয়ে তাদের মতামত ব্যক্ত করে বিভিন্ন পোস্ট করেন। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান:

গণমাধ্যম থেকে জানা যাচ্ছে, গত ১৩ মে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি রম্য রচনায় মানহানি হয়েছে দাবি করে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বিষয়ে ডেইলি স্টারের রিপোর্ট দেখুন এখানে, বাংলা ট্রিবিউনের রিপোর্ট দেখুন এখানে, দৈনিক যুগান্তরের রিপোর্ট দেখুন এখানে

যমুনা টিভি বিষয়ে গত ৭ জুন  ক্ষতিপূরণ চেয়ে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মেয়র তাপসের নোটিশ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ফেসবুক ব্যবহারকারীদের পোস্ট করা স্ক্রিনশট থেকে দেখা যায় প্রতিবেদনে লেখা হয়েছে, রাজধানী ঢাকাকে জঙ্গল মনে হয়। তাই বাতাস চলাচলের জন্য গাছ কাটা প্রয়োজন।

 

পরবর্তীতে যদিও এই প্রতিবেদনটি মেয়র তাপসের বক্তব্য অপসারণের মাধ্যমে সংশোধন করা হয়, ততক্ষণে এই বিভ্রান্তিমূলক বক্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। 

এদিকে ডেইলি স্টার কর্তৃপক্ষ ‘Cutting trees to make way for air’ শিরোনামের আলোচ্য রম্য রচনাটি সরিয়ে ফেললেও এর আর্কাইভ ভার্সন খুঁজে পাওয়া যায়। রম্যরচনার শুরুতেই উল্লেখ করা হয়েছে ‘Satireday’। এ রচনায় দক্ষিণ ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপসের নাম অথবা তার কোনো বক্তব্য উল্লেখ করা হয় নি, বরং একটি কাল্পনিক শহর ধোকা সাউথ টাউন কর্পোরেশনের জনৈক মেয়র ফাপস ধর গাছ কাটার পেছনে যুক্তি হিসেবে রাজধানী ঢাকাকে জঙ্গল মনে হয় বলেছেন বলে উল্লেখ করা হয়েছে।

 

মেয়র তাপসের নোটিশ পাওয়ার জবাবে ডেইলি স্টার জুন এই প্রতিবেদনে তাদের বক্তব্য জানায়। প্রতিবেদনে তারা দাবি করেছে, মেয়র তাপসের করা প্রেস ব্রিফিংয়ে ডেইলি স্টারে প্রকাশিত রম্য রচনাটিকে একটিপ্রতিবেদনবাকলামহিসেবে উল্লেখ করা হয়েছে, যা তথ্যগতভাবে ভুল। এটি কোনো প্রতিবেদন বা কলাম নয়, বরং একটি রম্য রচনা, যা তাদেরস্যাটায়ারডেসংখ্যায় প্রকাশিত হয়েছিলো।

 

জনৈক কাল্পনিক মেয়রের বক্তব্যকে মেয়র তাপসের বক্তব্য বলে প্রকাশিত ভুল সংবাদটি যমুনা টিভি সংশোধন করে নিলেও অনেক ফেসবুক ব্যবহারকারী মেয়রের বক্তব্যকে সত্যি মনে করে নিয়ে ব্যক্তিগত প্রোফাইল থেকে এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করছেন। তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ পোস্টকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh