এই অদ্ভুত প্রাণিটি কি পদ্মানদীর জেলেদের জালে ধরা পড়েছে?

Published on: June 15, 2023

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও রিল শেয়ার করে দাবি করা হচ্ছে যে, পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে একটি অদ্ভুত প্রাণি ধরা পড়েছে। ভিডিও রিলটিতে দৃশ্যমান প্রাণিটি দেখতে অনেকটা মৎস্যকন্যার মতো; এর মুখ মানুষের মুখের মত এবং দেহের নিচের অংশে মাছের লেজের মত একটি লেজ রয়েছে। তবে, ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে যে, ভিডিওটির উৎস হচ্ছে ‘dmitry.arts’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ভিডিওটিতে দৃশ্যমান প্রাণীটি বাস্তব নয়, বরং সিলিকন দিয়ে বানানো একটি পুতুল। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিও রিলটির দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিও রিলটির দাবির যথাযথতা যাচাই করতে আমরা ঐ ভিডিওটি থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি এবং “Smooth-On en Español” নামক একটি ফেসবুক পেইজে ১৯ মার্চ ২০২৩ এ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাই যার সাথে উক্ত ভিডিও রিলটির মিল রয়েছে। “Smooth-On en Español” এর ঐ ভিডিওটির ক্যাপশনে ‘dmitry.arts’ কে ট্যাগ করা হয়েছে যারা ভিডিওটিতে দৃশ্যমান মারমেইড বেবি ডলটি ডিজাইন করেছেন এবং তৈরি করেছেন। তাছাড়া, ক্যাপশনটিতে আরও বলা হয়েছে, ঐ মারমেইড বেবি ডলটি ইকোফ্লেক্স প্লাটিনাম সিলিকন দ্বারা তৈরি। পরবর্তীতে ‘dmitry.arts’ লিখে গুগল সার্চ করে আমরা একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট এর সন্ধান পাই যেখানে ১ ডিসেম্বর ২০২২ এ প্রকাশিত একটি ভিডিওর সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিও রিলটির মিল রয়েছে। ইন্সটাগ্রামের ঐ ভিডিওটিতে দৃশ্যমান বস্তুটিকে একটি সংগ্রহযোগ্য পুতুল হিসেবে উল্লেখ করা হয়েছে, যার নাম দেয়া হয়েছে MerBaby এবং কেউ চাইলে পুতুলটি অর্ডার করতে পারবেন। ‘dmitry.arts’ নামক অ্যাকাউন্টটিতে সিলিকন দিয়ে তৈরি বেশকিছু পুতুল দেখতে পাওয়া গেছে।

 

অতএব, এই বিষয়টি স্পষ্ট যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিও রিলটিতে দৃশ্যমান বস্তুটি পদ্মা নদীর জেলেদের জালে ধরা পড়েনি, বরং সেটা ‘dmitry.arts’ কর্তৃক সিলিকন দিয়ে বানানো একটি পুতুল।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিও রিলটির দাবিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh