তারেক-জোবায়দা লন্ডনে গ্রেফতারের সংবাদ বিষয়ে আল জাজিরার স্ক্রিনশটটি বানানো

Published on: June 15, 2023

ফেসবুকে একটি ভাইরাল ছবি পাওয়া যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে ১৪ জুন ‘মানি লন্ডারিংয়ের অভিযোগে লন্ডনে তারেক-জোবায়দা দম্পতি গ্রেফতার হয়েছে’ এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরায় । ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, আল-জাজিরাতে তো নয়ই, বরং আন্তর্জাতিক এবং স্থানীয় কোনো গণমাধ্যমেই এমন সংবাদ প্রকাশিত হয় নি। প্রতিবেদনের স্ক্রিনশটটি সম্পাদিত। তাই ফ্যাক্টওয়াচ বানানো এই স্ক্রিনশটকে “মিথ্যা” আখ্যা দিচ্ছে। 

 

গুজবের উৎস 

১৪ জুন বিকাল ৪টা থেকে ফেসবুকে ’Bangladeshi political leader Tarique Rahman and wife Zubaida ‘arrested’ in London’ শিরোনামে আল-জাজিরার ওয়েবসাইট থেকে প্রকাশিত একটি প্রতিবেদনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়তে থাকে। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

Example of a viral Facebook post

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান: 

ছবি থেকে দেখা যাচ্ছে, মানি লন্ডারিংয়ের অভিযোগে লন্ডনে তারেকজোবায়দা দম্পতি গ্রেফতারআল জাজিরার ওয়েবসাইটে সংবাদটি প্রকাশিত হবার তারিখ ১৪ জুন ২০২৩। আলজাজিরার ওয়েবসাইট সন্ধান করে উক্ত তারিখে সংবাদটি পাওয়া যায় নি। পুরোনো তারিখের সংবাদ অনুসন্ধান করেও শিরোনামের সংবাদটি খুঁজে পাওয়া যায় নি। পুরোনো সংবাদ অনুসন্ধান করতে গিয়ে ২০১৬ সালের ২১ জুলাই প্রকাশিত ‘Bangladesh : Tarique Rahman jailed for money laundering’ শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায় যেখানে ২১ জুলাই ২০১৬ সালে বাংলাদেশ হাই কোর্ট কর্তৃক মানি লন্ডারিংয়ের অভিযোগে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছর কারাদণ্ড প্রদানের খবর প্রকাশ করা হয়েছিল। তবে ২০০৮ সালে দেশত্যাগের পর অদ্যাবধি লন্ডনে অবস্থান করা তারেক রহমানকে ইংল্যান্ডের পুলিশ গ্রেফতার করে নি।

 

আলজাজিরার ভেরিফাইড ফেসবুক পেইজ এবং টুইটার একাউন্ট থেকেও লন্ডনে তারেকজোবায়দা দম্পতি গ্রেফতার-সংক্রান্ত কোনো সংবাদ সম্প্রতি পোস্ট করা হয় নি। এদিকে নানাভাবে অনুসন্ধান করেও স্থানীয় এবং আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এমন কোনো সংবাদ পাওয়া যায় নি।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজ এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও এমন কোনো আপডেট পাওয়া যায় নি। বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামিলীগের অফিসিয়াল ফেসবুক পেজেও এ ধরনের কোনো সংবাদ বা পোস্ট ১৪ এবং ১৫ জুন ২০২৩ এ দেখা যায় নি।

এতে করে নিশ্চিত হওয়া যায় যে, তারেক-জোবায়দা রহমান এর গ্রেফতার-সংক্রান্ত প্রতিবেদনের স্ক্রিনশটটি বানানো। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ছবিটিকেমিথ্যা” সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh